For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেলজিমায়ের বিরুদ্ধে হারুক দল, চাইছে ইংল্যান্ড সমর্থকেরা, জানুন কেন

ইংল্যান্ড ফুটবল ভক্তরা চাইছে, যাতে হ্যারি কেনের দল শেষ ম্যাচে হেরে যায়।

  • |
Google Oneindia Bengali News

বেলজিয়ামের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। দুটি দলই প্রথম দুটি ম্যাচ জিতে পরের রাউন্ডে চলে গিয়েছে। ফলে শেষ ১৬ নয়, গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে নামছে হ্যারি কেন ও রোমেলু লুকাকুর দল। বেশিরভাগ গ্রুপেই শেষ ম্যাচ খেলতে নামার আগে দুটি দল পরের রাউন্ডে নিশ্চিত চলে গিয়েছে তা খুব একটা হয়নি। ব্যতিক্রম শুধু গ্রুপ জি।

বেলজিমায়ের বিরুদ্ধে হারুক দল, চাইছে ইংল্যান্ড সমর্থকেরা

বাকী দুই দল তিউনিশিয়া ও পানামা এদিন খেলতে নামলেও জেতা-হারায় খুব একটা পার্থক্য হবে না। দুই দলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

ইংল্যান্ড ও বেলজিয়াম ম্যাচে দুই দলই জেতার লক্ষ্যে মাঠে নামছে। তবে ইংল্যান্ড ফুটবল ভক্তরা চাইছে, যাতে হ্যারি কেনের দল শেষ ম্যাচে হেরে যায়। তাহলে অন্তত সেমিফাইনাল পর্যন্ত সহজে পৌঁছনো যাবে বলে মনে করছে ফ্যানরা।

কীভাবে তা জেনে নেওয়া যাক।

গ্রুপ জি থেকে শীর্ষ থেকে শেষ করলে শেষ ১৬-য় ইংল্যান্ডকে খেলতে হবে কলম্বিয়া, জাপান অথবা সেনেগালের সঙ্গে।

সেখানে জিতলে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে মেক্সিকো অথবা ব্রাজিলের বিরুদ্ধে।

সেই ম্যাচ জিতলে সেমিতে খেলতে হবে উরুগুয়ে, পর্তুগাল, ফ্রান্স অথবা আর্জেন্তিনার বিরুদ্ধে।

গ্রুপ জি-তে দ্বিতীয় স্থানে শেষ করলে শেষ ১৬-য় খেলতে হবে কলম্বিয়া, জাপান অথবা সেনেগালের বিরুদ্ধে।

কোয়ার্টার ফাইনালে খেলতে হবে সুইডেন অথবা সুইজারল্যান্ডের বিরুদ্ধে। যে দুটি মেক্সিকো অথবা ব্রাজিলের চেয়ে সহজ প্রতিপক্ষ।

তারপর জিতলে সেমিতে খেলতে হবে স্পেন, রাশিয়া, ক্রোয়েশিয়া অথবা ডেনমার্কের বিরুদ্ধে।

ফলে ইংল্যান্ড ফুটবল ভক্তরা অন্তত সেমিফাইনালে পৌঁছতে চাইছে। ফলে এদিন বেলজিয়ামের কাছে হারুক ইংল্যান্ড, সেই প্রার্থনা চলছে।

English summary
England fans want their team to lose against Belgium in group F encounter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X