ইংল্যান্ড ২৮ বছর পরে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে গ্যারেথ সাউথগেটের দল শেষ চারে পৌঁছল। এবার সেমিফাইনালের বাধা টপকে ফেলতে পারলেই ১৯৬৬ সালের কৃতিত্বকে ছুঁয়ে ফেলতে পারবে ব্রিটিশরা। সেবছর ঘরের মাঠে ইংল্যান্ড একমাত্র বিশ্বকাপ ঘরে তুলেছিল। তারপরে বারবার বিশ্বকাপের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছে। ১৯৯০ সালে সেমিফাইনালে উঠলেও ফাইনালে পৌঁছতে পারেনি ব্রিটিশরা।
এবছর হ্যারি কেনের নেতৃত্বে ব্রিটিশরা দারুণ ফুটবল খেলছে। এদিন সুইডেনকে প্রথম গোল দেন হ্যারি ম্যাগুয়ের। পরের গোলটি করেন ডেলে আলি। সুইডিশরা আর গোল শোধ করতে পারেনি।
ইংল্যান্ডের হয়ে একই নামের কোনও খেলোয়াড় একই বিশ্বকাপে আগে গোল করেননি। এবার অধিনায়ক হ্যারি কেনের পর আর এক হ্যারিও গোল করলেন। কেন সবচেয়ে বেশি ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে রয়েছেন। ম্যাগুয়ার সবে খাতা খুললেন এদিন।
এর আগে হ্যারি নামে ১৯৩৮ সালে একজন বিশ্বকাপে গোল করেন। তিনি সুইডেনের হ্যারি অ্যান্ডারসন। আর ২০০৬ সালে অস্ট্রেলিয়ার হ্যারি কেওয়েলও বিশ্বকাপে গোল করেছেন।