For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেইমারের ডিগবাজি কোন দিকে হবে বুঝতে অস্থির ফুটবল মহল, বার্সা কোচ স্বপ্ন দেখছেন না

আর্নেস্তো ভালভার্দের দাবি নেইমারের বার্সেলোনায় আসার কোনোও সম্ভবনা নেই। স্প্যানিশ সংবাদমাধ্যমের জোর জল্পনা স্পেনে ফিরছেন নেইমার।
 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

নেইমার নাকি নিজের ভুল বুঝতে পেরে ফিরছেন বার্সেলোনায়। শুক্রবার এই জল্পনায় উত্তাল হল স্পেন। বার্সা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বললেন এটা একটা স্বপ্ন। এভাবেই নেইমারের বার্সা ফেরার জল্পনায় বালি ঢেলে দিলেন বার্সা ম্যানেজার। তবে বার্সেলোনার সূত্র কার্যকর না হলে ৪০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে নেইমার যাওয়ার জল্পনাও রয়েছে।

নেইমারের ডিগবাজি কোন দিকে হবে বুঝতে অস্থির ফুটবল মহল, বার্সা কোচ স্বপ্ন দেখছেন না

[আরও পড়ুন:'স্পাইডারম্যানে'র কী ছুটি, জাতীয় দলে জায়গা পেলেন না বাংলার সুব্রত ][আরও পড়ুন:'স্পাইডারম্যানে'র কী ছুটি, জাতীয় দলে জায়গা পেলেন না বাংলার সুব্রত ]

স্প্যানিশ এক সংবাদপত্র নিজেদের সূত্রের নামোল্লেখ না করে জানিয়েছেন, নেইমার বার্সেলোনায় বার্তা পাঠিয়েছেন। যার থেকেই ওয়াকিবহাল মহল সন্দেহ করছে হয়ত এটাই নেইমারের বার্সা ফেরার পথ। এই মরশুমের শুরুতেই ২২২ মিলিয়ন ট্রান্সফার মানি দিয়ে তিনি বার্সা থেকে প্যারিস সেন্ট জার্মেইনে গিয়েছিলেন।

এদিকে পিএসজি যাওয়ার পর থেকেই নেইমার কখনোই স্বস্তিতে ছিলেন না। শুরু থেকেই দলের সকলের সঙ্গে বনিবনা না করতে পারার একটা সমস্যা তৈরি হয়েছিল। তাই পিএসজিতে যোগ দেওয়ার পরপরই নাকি নেইমারের বাবা কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদের মালিকের সঙ্গে। এই কথার সূত্র ধরে সাম্প্রতিক আরও একটি জল্পনার শুরু হয়েছে। পিএসজি নাকি রিয়ালকে নেইমার ছাড়তে রাজি। তাঁর জন্য নাকি ৪০০ মিলিয়ন ইউরো দর হাঁকছেন তারা।

নেইমারকে নিয়ে ভালভার্দে শুধু জানিয়েছেন,'এটা আমার কাছে স্বপ্নের মতো। এই কথা কোথা থেকে এল কোথা অবধি যাবে তা নিয়ে আমার কিছু জানা নেই।' তবে নেইমার দলে এলেও ভালভার্দে খুশি হবেন কিনা , সে প্রশ্নের উত্তর অবশ্য বার্সেলোনার কর্তৃপক্ষ ভালভারদকে দিতে দেননি।

২০১৯ -র গ্রীষ্মে তিনি ফিরতে চান এই বলে নাকি বার্সেলোনার ফুটবলার ও কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এবং এ মরশুমের শুরুতে যেভাবে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন তা তার ভুল হয়েছে বলেও জানিয়ে দেন তিনি।

চ্য়াম্পিয়ন্স লিগে পিএসজি-শেষ ষোলর লড়াই থেকেই ছিটকে গিয়েছে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে খেলেও তিনি জিততে পারেননি। তারপর চোট পেয়ে তিন মাসের জন্য অনিশ্চিত হয়ে পড়েন তিনি। তবে ম্যাচের হারের দিনও পিএসজিকে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="pt" dir="ltr">Estou triste pela derrota, muito mais triste por não estar em campo ajudando meus companheiros!! O que me deixa orgulhoso é ver o esforço de todos. Parabéns mon gars, ALLEZ PARIS 🤙🏽 <a href="https://t.co/wIUiA0nPkw">pic.twitter.com/wIUiA0nPkw</a></p>— Neymar Jr (@neymarjr) <a href="https://twitter.com/neymarjr/status/971169057583050752?ref_src=twsrc%5Etfw">March 6, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে নেইমারকে নিয়ে নাকি বার্সা ম্যানেজমেন্ট নাকি খুব একটা আগ্রহী নয়। কারণ তাঁরা নেইমারের দায়বদ্ধতায় খুশি নন।

English summary
Ernesto Valvarde claims there is no chance of Neymar coming to Barcelona &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X