For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুশ ললনার রুপের মায়ায় ভুলো না, ইংলিশ ফুটবলারদের সাবধান করল এক সংস্থা

রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সমর্থকদের সাবধান করে দিল এস্তোলিয়ান ফরেন ইন্টিলিজিয়েন্স সার্ভিসের প্রধান মিক মারান।

Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সমর্থকদের সাবধান করে দিল এস্তোলিয়ান ফরেন ইন্টিলিজিয়েন্স সার্ভিসের প্রধান মিক মারান। তিনি জানিয়ে দেন আসন্ন ফুটবল বিশ্বকাপের সাক্ষী থাকতে রাশিয়াতে গেলে প্রতিটি পদক্ষেপে সাবধাণ থাকতে হবে কারণ একটু অমনযোগী হলেই রুশ সুন্দরীদের পাতা ফাঁদে পড়তে পারে।

রুশ ললনার রুপের মায়ায় ভুলো না, ইংলিশ ফুটবলারদের সাবধান করল এক সংস্থা

ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপে ইংলিশ সমর্থক এবং ফুটবলারদের জন্য মোহময়ী রুপের ফাঁদ পেতে বসে আছেন রুশ সুন্দরীরা। তাঁদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই উদ্দ্যোগ নিয়েছেন তাঁরা।

[আরও পড়ুন:বিশ্বকাপ জ্বরে কাঁপছে তুরস্ক ! টার্কিশ এয়ারলাইন্স ছুঁতে চলছে নয়া রেকর্ড ][আরও পড়ুন:বিশ্বকাপ জ্বরে কাঁপছে তুরস্ক ! টার্কিশ এয়ারলাইন্স ছুঁতে চলছে নয়া রেকর্ড ]

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়ো সাক্ষাৎকারে তিনি জানান, সমর্থকদের এবং ফুটবলারদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা প্রয়োজন। রেঁস্তোরা বা অন্য কোথায় অপরিচিত কারোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা না বলাই ভাল। কারণ অপরিচিত ব্যক্তিটি পরিচয় গোপন করে থাকা কোনও এজেন্টও হতে পারেন।

তিনি আরও জানান, রাশিয়ায় যারা আসবেন তাঁদের নিজেদের সব তথ্যই রাশিয়ান স্পেশ্যাল সার্ভিসকে জানাতে হবে। পাশাপাশি তিনি আরও জানান, রাশিয়ায় আসা সব ফুটবলপ্রেমীকেই যে টার্গেট করা হবে এমনটা নয়। তবে, উচ্চপদস্থ কর্মীদের টার্গেট করার সম্ভবনাই বেশি। প্রত্যেকের উপরই ওরা নজর রাখবে।কোথায় থাকছে, কী করছে সব কিছুই।

রুশ ললনার রুপের মায়ায় ভুলো না, ইংলিশ ফুটবলারদের সাবধান করল এক সংস্থা

তবে, রাশিয়ায় আসার জন্য যারা পরিকল্পনা করেছেন তাঁদের আশ্বস্ত করে মিক বলেছেন, রাশিয়া দারুণ দেশ। এখানে আসুন। তবে, সাবধাণী হলে সফর ভাল হবে।

[আরও পড়ুন:আসছে বিশ্বকাপ, রাশিয়ায় বাড়ির দেওয়াল সেজে উঠছে রঙীন গ্রাফিতিতে ][আরও পড়ুন:আসছে বিশ্বকাপ, রাশিয়ায় বাড়ির দেওয়াল সেজে উঠছে রঙীন গ্রাফিতিতে ]

পাশাপাশি তিনি এ-ও জানান যে মধুচক্রের সাহায্য নিয়ে ইংল্যান্ড ফুটবলারদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারেন দুস্কৃতীরা। তিনি বলেন, 'আমি জানি বিশ্বকাপে বিশেষ সম্ভবনা নেই ইংল্যান্ডের। তবুও যতটা আছে, ততটা খারপ করার জন্যই মধুচক্রের পথ বাছতে পারে ওরা। খাবারে বিষক্রিয়াও করতে পারে।'

১৪ জুন থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ফুটবল। চলবে ১৫ জুলাই পর্যন্ত। রাশিয়ার এগারোটি শহরে হবে এই টুর্নামেন্ট।

English summary
Mike Marran, head of the Estonian foreign intelligence service warned English fans and footballers to mske saft distance beware of Russian woman.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X