For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে সই করাল কলকাতার আরেক প্রধান

গত মরসুম কলকাতা লিগে রেনবোর হয়ে দৃষ্টিনন্দন ফুটবল খেলেন বাজি আর্মান্ড। তাঁর খেলা দেখে, আই লিগের জন্য বাজিকে সই করায় ইস্টবেঙ্গল। কিন্তু আই লিগের কিছু ম্যাচ বাকি থাকতেই তাকে ছেড়ে দেয় লাল-হলুদ।

Google Oneindia Bengali News

গত মরসুম কলকাতা লিগে রেনবোর হয়ে দৃষ্টিনন্দন ফুটবল খেলেন বাজি আর্মান্ড। তাঁর খেলা দেখে, আই লিগের জন্য বাজিকে সই করায় ইস্টবেঙ্গল। কিন্তু কয়েকটা ম্যাচ যেতে না যেতেই বাজিকে ছেড়ে দেয়া লাল-হলুদ।

ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে সই করাল কলকাতার আরেক প্রধান

মাঝ মরসুমে ক্লাব হারানো বাজি যখন ক্লাব খুঁজছেন, সেই সময় তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ। বাজিকে দলে নিয়ে রঞ্জিত যে কোনও ভুল করেননি, তা মিনার্ভার জার্সিতে প্রথম ম্যাচ থেকেই বুঝিয়ে দেন বাজি। গত মরসুমে মিনার্ভা যে আই লিগ জিতেছে, তার নেপথ্যে অবদান রয়েছে বাজিরও। মিনার্ভর হয়ে গোলও করেন তিনি। মিনার্ভার হয়ে সুপার কাপেও মাঠে নেমেছিলেন বাজি।

কিন্তু চ্যাম্পিয়ন দলের সদস্য হলেও, আসন্ন মরসুমের জন্য বাজির কাছে প্রস্তাব ছিল না কোনও ক্লাব থেকেই। দুঃখ করে মাঝে মধ্যেই ফোন করলে বাজি বলতেন, 'গত মরসুমে মিনার্ভার হয়ে আই লিগ জিতলাম, আর এই মরসুমে কোনও ক্লাবই আমায় ডাকল না।' কিন্তু আর দুঃখ করতে হবে না বাজিকে। আসন্ন কলকাতা লিগের জন্য বাজিকে সই করাল কলকাতার আরেক প্রধান মহামেডান স্পোটিং। সাদা-কালো শিবিরের হয়ে ফের কলকাতা লিগে দেখা যাবে বাজিকে। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতায় পা রাখছেন বাজি।

বাজির পাশাপাশি গত মরসুমে আই লিগ জয়ী মিনার্ভার আর এক ফুটবলার এরিক দানোকেও দেখা যাবে কলকাতা লিগে। এরিককে সই করিয়েছে বাজির পুরনো ক্লাব রেনবো।

English summary
Baji Armand won I league with Minerva Punjab last year. This year he will play for Mohammedan Sporting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X