For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই প্রধানে চুটিয়ে খেলা ফুটবলার এখন গাঁজা ব্যবসায়ী, ৫০০ কেজি গাঁজা সহ ধৃত পুলিশের জালে

গাঁজা পাচার করতে গিয়ে ধৃত দুই প্রধানের প্রাক্তন ফুটবলার।

Google Oneindia Bengali News

গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লেন দুই প্রধানে চুটিয়ে খেলা ফুটবলার আমজাদ আলি খান। গোপন সূত্রের খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বন্দর ডিভিশনের পুলিশ দু'নম্বর জাতীয় সড়ক থেকে আটক করে গাঁজা ভর্তি একটি ট্রাক। ট্রাকটি থেকে উদ্ধার হয় ৫০০ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। সেই গাঁজি ভর্তি ট্রাকটিতেই ছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তন ফুটবলার আমজাদ। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। আমজাদ ছাড়াও এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন হরপ্রীত সিং, বলবিন্দর সিং এবং অমিত রায়।

দুই প্রধানে চুটিয়ে খেলা ফুটবলার এখন গাঁজা ব্যবসায়ী, ৫০০ কেজি গাঁজা সহ পুলিশের জালে ধৃত

প্রথমিক তদন্ত করে জানা যায়, মনিপুর থেকে নিয়ে আসা এই গাঁজা, নিজের আদি বাড়ি হুগলির জঙ্গিপাড়ায় ওই ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন আমজাদ।

টিএফএ অ্যাকাডেমি থেকে উথ্যান আমজাদের। আমজাদকে কলকাতা ময়দানে প্রতিষ্ঠা দেয় ইস্টবেঙ্গল। ২০০৩ আইএফএ লাল-হলুদ জার্সিতে গোলও করেন তিনি। এই সাইডব্যাক লাল-হলুদের হয়ে খেলার পর দীর্ঘ দিন খেলেন মহামেডানেও। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত বাংলার দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। বাংলার অধিনায়কত্বও করেছেন তিনি।

২০০০ এশিয়ান সাব-জুনিয়র কাপ কোয়ালিফায়ারে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন আমজাদ। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে গোল করে দেশকে জেতান তিনি।

গত কয়েক মাস ধরেই মাদক ব্যবসার পর্দা ফাঁস করেছ আবগারি দপ্তর। কলকাতা শহরের বিভিন্ন স্কুল থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে চোরা পথে মাদক ব্যবসা যে বেশ রমরমিয়েই চলছে সেই তথ্যও সামনে এসেছে। মাদক পাচার কান্ডে যুক্ত থাকায় পার্ক স্ট্রিট এলাকার বিভিন্ন নৈশালয়ের ডিজেকেও গ্রেফতার করেছে পুলিশ।

সম্প্রতি এক মুম্বই নিবাসি নাইজেরীয় মহিলাকেও মাদক পাচার করার অভিযোগে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁকে জেরা করে কলতাকাত পুলিশ জানতে পারে ব্রাজিল থেকে কলকাতার বুকে ঢুকে পড়ছে মাদক এবং সেই মাদক ছড়িয়ে পড়ছে বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়াদের হাতে। পুলিশ জানতে পেড়েছে শহরে বুকে বছরে কয়েকশো কোটি টাকার এই ব্যবসা চলত।

নাইজেরীয় মহিলার পরই আমজাদের গ্রেফতার নতুন প্রশ্ন তুলে দিল কলকাতা ময়দানে। অতীতে দেখা গিয়েছিল মহামেডানের প্রশান্ত চক্রবর্তী মাদকের গ্রাসে হারিয়ে গিয়েছিলেন। নিজের সময়ে অন্যতম প্রতিস্রুতিবান ফুটবলার ছিলেন তিনি। মোহনবাগানে খেলতে আসা দুই নাইজেরীয় এই মাদকের খপ্পরে পড়েছিলেন।

English summary
Ex footballer arrested for smuggling cannabis. He was arrested by Kolkata Police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X