For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৃঞ্জয় অধ্যায় শেষ মোহনবাগানে, রাখা হল না তাঁর শেষ সুপারিশও

সৃঞ্জয় বসুর পদত্যাগ পত্র গ্রহণ করলেন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র।

Google Oneindia Bengali News

গতকালই মোহবাগান রত্নের জন্য অশোক চ্যাটার্জী, প্রনব গঙ্গোপাধ্যায় এবং প্রসূন ব্যানার্জীর নাম সুপারিশ করেছিলেন সৃঞ্জয় বসু। তিনি মোহন সচিব অঞ্জন মিত্রকে জানিয়েছিলেন এই তিন জনের ক্লাবের প্রতি অবদান বিচার করে তাঁদের যেন মোহনবাগান রত্ন দিয়ে সম্মানিত করা হয়।

সৃঞ্জয় অধ্যায় শেষ মোহনবাগানে, রাখা হল না তাঁর শেষ সুপারিশও

কিন্তু ঢোপে টিকল না সৃঞ্জয়দের আর্জি। ২৯ জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন হিসেবে মনোনীত করা হল প্রদীপ চৌধুরীর নাম। শতাব্দী প্রাচীন ক্লাবের তরফ থেকে এই সম্মান পেয়ে আপ্লুত প্রদীপ চৌধুরী। তিনি বলেন, 'সারা জীবন মোহনবাগান ছাড়া দ্বিতীয় কিছু ভাবিনি। ক্লাবকে প্রাণ দিয়ে ভালবাসি। আমি অত্যন্ত খুশি এবং আপ্লুত, ক্লাব আমাকে মোহনবাগান রত্নের জন্য মনোনীত করায়।'

মোহনাবাগান রত্ন ছাড়াও, ক্রিকেটে জীবনকৃতি সম্মান পাচ্ছে অরুণ লাল এবং হকিতে গুরুবক্স সিং। এই দুই জনকে সম্মানিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল আগেই। মোহনবাগানের পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাচ্ছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়া বাংলার রহিম আলি।

এর পাশাপাশি সৃঞ্জয় বসুর পদত্যাগ গ্রহণ করলেন মোহন সচিব অঞ্জন মিত্র। গত মরসুমের শেষের দিকে একই সঙ্গে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। সেই সময় অর্থসচিবের পদত্যাগ গ্রহণ করা হলেও সৃঞ্জয় বসুর পদত্যাগ পত্র গ্রহণ করার বিষয়টা ঝুলে ছিল। অতীতে সচিব জানিয়েছিলেন মোহনবাগানে স্পনসররা 'ভগবান'। কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ পত্র গ্রহণ করে নেওয়া হল সৃঞ্জয় বসুর। মোহনবাগানের নতুন সহ সভাপতি হলেন আইনজীবী উমাশঙ্কর রায়।

English summary
Resignation letter of Srinjoy Bose was accepted by Anjan Mitra. In the same day Mohun Bagan officials selected Pradip Chowdhury as Mohun Bagan Ratna 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X