For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা ফুটবল পর্যায়ক্রম: ব্রাজিল নামল, ভারত উঠল, দূরত্ব কমল

Google Oneindia Bengali News

ফিফা ফুটবল পর্যায়ক্রম: ব্রাজিল নামল, ভারত উঠল, দূরত্ব কমল
জুরিক, ১৯ জুলাই: বিশ্বকাপে জয়ের ফলে ফিফার প্রকাশিত শেষ তালিকায় প্রথম স্থান অধিকার করে নিল জার্মানি। জার্মানের সংগ্রহে রইল ১,৭২৪ পয়েন্ট। বিশ্বকাপ শুরুর আগে কিন্তু দ্বিতীয় স্থানে থেকেই শুরু করেছিল জার্মানি। জার্মানির কাছে বিশ্বকাপে হারায় ১,৬০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এল আর্জেন্টিনা।

ক্রীড়ার সর্বোচ্চ পর্ষদের এই তালিকা কিন্তু খুব একটা সুখকর বার্তা আনতে পারল না ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের জন্য। সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিলই। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোল হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। আর তারই ফলে ১২৪১ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় সপ্তম স্থানে নেমে এল তৃতীয় থেকে। যদিও এটা ব্রাজিলের সবচেয়ে খারাপ পর্যায়ক্রম নয়। ২০১৩ সালের জুনে ২২ তম স্থানে ছিল ব্রাজিল।

ফিফার পর্যায়ক্রমের পুরো তালিকাটি এখানে ক্লিক করে পড়ুন

অন্যান্য দলগুলির মধ্যে, কোস্টা রিকা ২৮ তম স্থান থেকে ১৬ তম স্থানে উঠে এসেছে তালিকায়। উল্লেখযোগ্যভাবে তালিকার উপরের দিকে উঠে এসেছে নেদারল্যান্ড। ১৫ তম স্থান থেকে একেবারে তৃতীয় স্থানে উঠে এসেছে বিশ্বকাপে দ্বিতীয় রানার আপ দল। কলোম্বিয়া চতুর্থ স্থানে রয়েছে। কলম্বিয়া ও কোস্টা রিকা জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য পর্যায়ক্রম পেয়েছে এবার।

ফ্রান্সও তালিকায় উপরের দিকে উঠে এসেছে। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল ফরাসি দল। ১০ থেকে সপ্তম স্থানে উঠে এসেছে তারা। এই তালিকায় উল্লেখযোগ্যা আর একটি নাম হল বেলজিয়াম। পঞ্চম স্থানে উঠে এসেছে তারা।

প্রাক্তন বিশ্বকাপজয়ী দল ইতালি এবং ইংল্যান্ড, দুই দলই গ্রুপ রাউন্ডেই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায়। ফলে ফিফার তালিকায় উপরে ওঠার তো প্রশ্নই নেই। দুই দলই যাথাক্রমে ৫ ও ১০ পর্যায়ক্রম নিচে চলে এসেছে।

তবে ভারতের জন্য খুশির বিষয় হয়, ফিফার তালিকায় ৩ পর্যায়ক্রম উপরে উঠল ভারত। ১৪৪ পয়েন্ট পেয়ে ১৫১ তম স্থানে শেষ করল ভারত।

English summary
Fifa football ranking: Gap between Brazil and India narrows!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X