ভেঙে গেল লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক দশকের আধিপত্য। ভাঙলেন ক্রোয়েশিয়ার রূপকথার নায়ক লুকা মদ্রিচ। সোমবার তিনিই হলেন এই বছরের ফিফার সেরা ফুটবলার। দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের ফাইনালে তোলার সঙ্গে ক্লাব দল রিয়াল মাদ্রিদকেও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সাহায্য করেছিলেন তিনি।
সেরা ফুটবলার হওয়ার পর দৃশ্য়তই আবেগমথিত হয়ে পড়েন মদ্রিচ। তিনি বলেন, 'এত লোক এগিয়ে এসে আমাকে সমর্থন করেছেন, এ আমি ভাবতেও পারিনি।'
#Modric, #TheBest FIFA Men's Player, standing on top of the world 🏆🌍#FIFAFootballAwards pic.twitter.com/vNWZZegcps
— #TheBest (@FIFAcom) September 24, 2018
এবারে তাঁর সঙ্গে এই পুরষ্কার জেতার দৌড়ে ছিলেন ক্রিশ্চয়ানো রোনাল্ডো ও মহম্মদ সালাহ। মেসি প্রথম তিনেই ছিলেন না। তাই রোনাল্ডো ভক্তদের অনেকেই ভেবেছিলেন এই বার সেরা ফুটবলেরের পুরষ্কার জেতায় মেসিকে ছাপিয়ে যাবেন রোনাল্ডো। কিন্তু তাদের সেই সাধ পূর্ণ হয়নি। প্রসঙ্গত মেসি ও রোনাল্ডো দুজনের ঝুলিতেই ৫টি করে পুরস্কার রয়েছে।
Dedicated to everyone who loves football ⚽️❤️ pic.twitter.com/pCAs2Llc7i
— Luka Modrić (@lukamodric10) September 24, 2018
বুধবার, জুভেন্টাস ও বার্সেলোনা দুই দলেরই খেলা আছে। তাই সোমবার লন্ডনে ফিফার বর্ষসেরার পুরস্কার বিতড়নী অনুষ্ঠআনে দুজনের কেউই আসেননি। এনিয়ে তাঁদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। অনেকেরই মত, পুরস্কার না জিতলেও এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকা উচিত ছিল।
The world hails #TheBest winners #FIFAFootballAwardshttps://t.co/j5BWe4qFMd pic.twitter.com/j8PIvQXYpw
— #TheBest (@FIFAcom) September 25, 2018
মদ্রিচ এই প্রসঙ্গে বলেন, 'প্রত্যেকেই নিজের নিজের কারণে ব্যস্ত। নিশ্চিতভাবেই আমি ওদের এখানে দেখতে চেয়েছিলাম। কিন্তু ওরা আসেনি, কী করা যাবে।'
🎙️#TheBest FIFA Men's Player, #LukaModric#BeProud #FIFAFootballAwards #Vatreni🔥 pic.twitter.com/jtdWPYaLRO
— HNS | CFF (@HNS_CFF) September 24, 2018
মদ্রিচ আরও জানিয়েছেন, 'গত মরসুমটা অবিশ্বাস্য ছিল। আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি, আমামর দলের জন্য ব্যক্তিগতভাবে কী ভাল একটা বছর আমার কেটেছে। আমি এই বছর যা যা অর্জন করেছি তার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং তা আমার চিরকাল মনে রয়ে যাবে।'
Thibaut Courtois 👐#TheBest FIFA Goalkeeper 2018 🏆#FIFAFootballAwards pic.twitter.com/HvzMTAJ6PB
— #TheBest (@FIFAcom) September 25, 2018
বর্ষসেরা ফুটবল কোচের পুরস্কার জিতেছেন বিশ্বকাপজয়ী ফরাসী কোচ দিদিয়ের দেশঁ। সেরা গোলকিপার হয়েছেন বেলজিয়ান গোলকিপার থিব কুর্তোয়া। পুসকাস অ্যাওয়ার্ড অর্থাত সেরা গোল করার পুরস্কার পেয়েছেন মহম্মদ সালাহ। ষষ্ঠবারের জন্য সেরা মহিলা ফুটবলার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্তা। আর সেরা ফুটবল সমর্থকের পুরস্কার জিতে নিয়েছেন পেরুর জাতীয় দলের সমর্থকরা।
The @FIFPro @World11 👌 #TheBest #FIFAFootballAwards pic.twitter.com/pqCPMWVEjJ
— #TheBest (@FIFAcom) September 25, 2018