For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা-তে রয়েছে লিঙ্গবিদ্বেষ-বর্ণবিদ্বেষ! বিশ্বকাপের এক মাস আগে বিস্ফোরক ফিফা সেক্রেটারি জেনারেল

ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামৌরার দাবি, এই পদটি গ্রহণের পর, প্রথমদিকে, তাঁকে লিঙ্গবৈষম্য ও বর্ণবৈষম্যের সম্মুখীন হতে হয়েছিল।

Google Oneindia Bengali News

বিস্ফোরক অভিযোগ করলেন ফিফার সেক্রেটারি জেনারেল বা মহাসচিব ফাতমা সামৌরা। তাঁর দাবি এই পদটি গ্রহণের পর, প্রথমদিকে, তাঁকে লিঙ্গবিদ্বেষ ও বর্ণবিদ্বেষের সম্মুখীন হতে হয়েছিল। একজন 'কালো মহিলা' ফুটবলের বিশ্বব্যাপী নিয়ামক সংস্থার এত উচ্চ পদে থাকবেন, তা নাকি অনেকেরই হজম হয়নি।

ফিফা-তে রয়েছে লিঙ্গবিদ্বেষ-বর্ণবিদ্বেষ! বিশ্বকাপের এক মাস আগে বিস্ফোরক ফিফা সেক্রেটারি জেনারেল

এক বছর আগে ফিফার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেলের পদে বসেন ফাতমা। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি অভিযোগ করেছেন প্রথমদিকে ফুটবেলর সর্বোচ্চ নিয়ামক সংস্থার অনেকেই তাঁকে এই পদে মানতে চাননি। এক তো তিনি একজন মহিলা। তার ওপরে কালো। তাই লিঙ্গ এবং বর্ণ, দুদিক থেকেই বিদ্বেষমূলক পরিবেশে পড়তে হয়েছে তাঁকে।

কিরকম? তিনি জানান বিষয়টা অত্যন্ত সরল, 'কিছু মানুষ আছেন যারা ভাবতেই পারেন না যে একজন কালো মহিলা ফিফায় নেতৃত্ব দিচ্ছে।' তবে এ কোনও নতুন বিষয় নয়। বরং, এ ধরণের ঘটনার মুখে শুধু তাঁকে নয়, তাঁর মতো প্রত্যেক কালো মহিলাদের প্রতিদিনই পড়তে হয় বলে জানিয়েছেন ফিফার সেক্রেটারি জেনারেল। তবে এসব তাঁর একেবারেই সহ্য হয় না। তিনি বলেন, 'আমরা প্রতিনিয়ত এই এই বিষয়টার মোকাবিলা করি। তবে, আমি চাই না আমার চারপাশে কোন বর্ণবিদ্বেষী ঘোরাফেরা করুক।'

আসলে এতদিন ফিফার উচ্চপদে কোনও মহিলাকে দেখা যায়নি। এখনও ফিফাতে পুরুষদেরই আধিপত্য রয়েছে। তাই ফাতমার মতে তাঁর এরকম বাধার মুখে পড়াটাই স্বাভাবিক ছিল। কারণ, তাঁর মতে, তিনি একটি 'পুরুষ-আধিপত্যের সংস্থা'-র মাথার ওপরের পলকা 'কাচের সিলিং-টা'-ই ভেঙে দিয়েছেন। তবে সেসব বিদ্বেষীদের ইতিমধ্যেই তিনি শায়েস্তা করে ফেলেছেন। তিনি বলেন, 'তারা এখন আমাকে মেনে নিয়েছে'।

তাঁর অভিযোগ, 'চাকরি করতে গেলে কখনো কোনও পুরুষের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে না। সবাই ধরেই নেয় যে সে কাজটা করতে পারবে। কিন্তু একজন মহিলাকে উপরে উঠতে গেলে প্রতিপদে তার যোগ্যতার প্রমাণ দিতে হয়। পাতমার পথেও অনেক ক্ঁটা বিছানো হয়েছে। গত এপ্রিলে ২০১৬ সালের মরক্কো বিশ্বকাপের বিড নিয়ে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। তদন্তে জানা যায় তিনি কোনও অন্যায় কাজে জড়িত ছিলেন না। আদালত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে 'হাস্যকর' বলে অভিহিত করে। এই মুহূর্তে শুধু ফুটবল কেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে ক্ষমতাধর মহিলা তিনিই।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">What's it like to be the most powerful woman in international sport? ⚽<a href="https://twitter.com/fatma_samoura?ref_src=twsrc%5Etfw">@Fatma_Samoura</a> is FIFA's first female secretary general. She's challenging those "who don’t think that a black woman should be leading Fifa." <a href="https://t.co/YEpmyjoWfw">pic.twitter.com/YEpmyjoWfw</a></p>— BBC 100 Women (@BBC100women) <a href="https://twitter.com/BBC100women/status/1000321165058035713?ref_src=twsrc%5Etfw">May 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

৫৫ বছরের সেনেগালের কূটনীতিক ফাতমা সামবা দিয়ুফ সামৌরা-কে ফিফার প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল করা হয় ২০১৬-র মে মাসে। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত ফিফার ৬৬তম কংগ্রেসে সংগঠনটির মহাসচিব হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। তাঁর আগে কোনও মহিলা ফিফার এত উচ্চপদে বসেননি। দুর্নীতির অভিযোগে বরখাস্ত জেরোমি ভালকের জায়গায় দায়িত্ব পান ফাতমা।

English summary
FIFA Secretary General Fatma Samoura claimed she encountered sexism and racism when she took over the job.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X