For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে বয়স ভাঁড়ানো ইস্যুতে কঠিন পদক্ষেপ ফিফার, তাই বাতিল নাইজেরিয়া

ভারতে বসছে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর। কিন্তু এবার নেই পাঁচ বারের বিজয়ী নাইজেরিয়া। কারণ ফিফার হস্তক্ষেপ। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

পাঁচবারের অনুর্ধ্ব ১৭ বিশ্ব চ্যাম্পিয়ন তারা। কিন্তু ভারতের বিশ্বকাপে তারা খেলবেন না। তারা নাইজেরিয়া। আইএসএলে খেলবেন নাইজেরিয়ার ফুটবলার কেলেচি নাকালি। তিনি খুবই দুঃখিত দল বিশ্বকাপের মঞ্চ থেকে বঞ্চিত হওয়ায়।

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে বয়স ভাঁড়ানো ইস্যুতে কঠিন পদক্ষেপ ফিফার, তাই বাতিল নাইজেরিয়া

২০১৬ সালে আফ্রিকান নেশসন কাপের আগে নাইজেরিয়া অনুর্ধ্ব ১৭ দলের বয়সের পরীক্ষা করা হতে পুরো দল তাতে অসফল হয়। এরপরই ফিফা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। সাম্প্রতিক কালে যুব ফুটবলে নাইজেরিয়া রীতিমতো ভয়ঙ্কর নাম। পাঁচবারের যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন নাইজেরিয়া। অথচ বয়স ভাঁড়ানো কান্ডের পর বড় ধাক্কা খায় নাইজেরিয়া।

ভারতের বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বে যে কোয়ালিফাইং টুর্নামেন্ট নাইজেরিয়া খেলেছিল তাতে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। কনফেডারেশন অফ আফ্রিকা-র পক্ষ থেকে সেরা চার দল হিসেবে যোগ্যতা অর্জন করে মালি ঘানা, গিনি, নাইজার।

আসলে বয়স ভাঁড়ানো অভিযোগে ধরা পড়ার পরই পুরো দলের খোলনলচে বদলে ফেলতে হয় তাঁদের। আর নতুন গ্রুপ এখনও দল হিসেবে সেই দাপট দেখাতে পারেনি। তাই ভারতে আসার টিকিটও যোগাড় করতে পারেনি 'গোল্ডেন ঈগলরা'।

English summary
FIFA takes strict measures about age verification for U_17 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X