For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জন্য ফুটবলের নিয়ম পাল্টানোর পক্ষে ফিফা, কোন নিয়মে বদল আসতে পারে জেনে নিন

করোনার জন্য ফুটবলের নিয়ম পাল্টানোর পক্ষে ফিফা, কোন নিয়মে বদল আসতে পারে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব ফুটবল লিগ আজ বন্ধ। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কয়েকটি ফুটবল লিগের পর্দা উঠতে চলেছে। জার্মানির বুন্দেসলিগা, ইতালির সিরি আ লিগ শুরুর সম্ভাবনার কথা প্রকাশ করা হয়েছে। জুন মাসে শুরু হতে পারে প্রিমিয়র লিগ। এই পরিস্থিতিতে এবার ফুটবলের নিয়ম বদলের পক্ষে প্রস্তাব দিল ফিফা।

করোনা পরবর্তী সময়ে ফুটবলের নিয়মে বদল চায় ফিফা

করোনা পরবর্তী সময়ে ফুটবলের নিয়মে বদল চায় ফিফা

করোনার পরবর্তী সময়ে ফুটবল চালু হলে ‌বদলি খেলোয়াড়ে নতুন নিয়ম আনছে ফিফা। ক্রিকেটে যেমন বলে লালা লাগানো বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। তেমনি ফুটবলের নিয়ম কানুনেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সেই নিয়ে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে ফিফা।

কোন নিয়মে পরিবর্তন আনতে চায় ফিফা

কোন নিয়মে পরিবর্তন আনতে চায় ফিফা

করোনার পর ফুটবল শুরুতে ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহার করা নিয়ে প্রস্তাব দিওয়া হয়েছে।শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বাড়তি বদলি খেলোয়াড় যোগ করতে পারবে দলগুলো। অর্থাৎ অতিরিক্ত সময় মিলিয়ে মোট ছটি পরিবর্তন করা যাবে। এই নিয়েই প্রস্তাব দেওয়া হয়েছে।

আগে কী নিয়ম ছিল

আগে কী নিয়ম ছিল

প্রতিযোগিতামূলক ফুটবলে এখন নির্ধারিত সময়ে সর্বোচ্চ ৩ জন ফুটবলারকে পরিবর্ত হিসেবে নামানোর নিয়ম রয়েছে। ম্যাচ অতিরিক্তি সময়ে পৌঁছলে বাড়তি আরও একজন খেলোয়াড়কে বদল করা যায়। সব মিলিয়ে অতিরিক্ত সময় ধরলে মাঠে বদলি ফুটবলারের সংখ্যা হয় ৪।

কেন এই নিয়মে পরিবর্তনের ভাবনা

কেন এই নিয়মে পরিবর্তনের ভাবনা

ফিফার এক মুখপাত্রের জানিয়েছেন, 'করোনা পরবর্তী সময়ে খেলা শুরু হলেও খেলোয়াড়দের নিরাপত্তা ফিফার অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে সবার আগে। করোনায় দীর্ঘদিন ফুটবল বন্ধ, খেলায়াররা বেতন পাচ্ছেন না। বিশ্বজুড়ে করোনায় ফুটবল অর্থনীতি ধাক্কা খেয়েছে। ক্লাবগুলি আর্থিক লোকসানে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের অতিরিক্ত চাপের মধ্যে খেলতে হবে। এতে খেলোয়ারদের চোট পাওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।এজন্য ফিফা বদলি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানার প্রস্তাব রেখেছে। এখনকার সর্বোচ্চ ৩ জন বদলি বাড়িয়ে ৫ জন করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।'

প্রিমিয়র লিগে কবে থেকে মহম্মদ সালাহরা মাঠে নামতে পারেন জেনে নিনপ্রিমিয়র লিগে কবে থেকে মহম্মদ সালাহরা মাঠে নামতে পারেন জেনে নিন

English summary
Fifa to help teams after coronavirus crisis,poropose for Five substitutions in future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X