For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রিসকে গুঁড়িয়ে দিল কলম্বিয়া, কোস্টা রিকার কাছে পরাজিত উরুগুয়ে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

খেলা
বেলো হরিজোন্তে ও ফোর্তালেজা, (ব্রাজিল), ১৫ জুন: এমনটা বোধ হয় স্বপ্নেও ভাবেনি গ্রিস। গ্রুপ পর্যায়ের খেলায় তারা ৩-০ গোলে হেরে গেল কলম্বিয়ার কাছে। অতিরিক্ত আত্মবিশ্বাসী গ্রিসকে চূর্ণ করে দিয়ে ফিনিক্স পাখির মতো কার্যত ভস্ম থেকে উঠে এল কলম্বিয়া!

গতকাল ভিড়ে ঠাসা স্টেডিয়ামে কলম্বিয়ার পক্ষে প্রথম গোলটি করেন পাবলো আমেরো, পাঁচ মিনিটের মাথাতেই। গ্রিস বারবার গোল শোধ করতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। উল্টে আরও দু'টি গোল খায় তারা। ৫৮ মিনিটের মাথায় আর একটি গোল করেন তেওফিলো গিতেরেজ। ৯২ মিনিটের মাথায় তিন নম্বর গোলটি করে কলম্বিয়াকে আরও এগিয়ে দেন জেমস রদরিগেজ। কলম্বিয়ার গোল তাক করে ১২টি শট হাঁকড়ায় গ্রিস। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় তারা। লাতিন আমেরিকার দলগুলিকে ধরলে কলম্বিয়া হল তৃতীয় দল যারা গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচেই জয়ী হল। বাকি তিনটি দল হল ব্রাজিল, চিলি ও মেক্সিকো। কলম্বিয়ায় দুর্দান্ত বিজয়ে তাদের টুইটারে অভিনন্দন জানিয়েছেন গায়িকা শাকিরা।

এদিকে, আর একটি ম্যাচে হট ফেভারিট উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে দিল কোস্টা রিকা। খেলা শুরুর পর বেশ কিছুক্ষণ ধরে দাপট দেখিয়েছিল উরুগুয়ে। ম্যাচের প্রথম গোলটি তারাই করে। কিন্তু যত সময় গড়ায়, ম্যাচের রাশ নিয়ে নেয় কোস্টা রিকা। কোস্টা রিকার তরফে প্রথম গোলটি করেন ২১ বছর বয়সী ক্যাম্পবেল। তার পর আরও দু'টি গোল করে কোস্টা রিকা। দু'গোলে পিছিয়ে থেকে উরুগুয়ে বারবার চেষ্টা করেছিল ম্যাচ নিজেদের দখলে নিতে। কিন্তু ছোট্ট দেশ কোস্টার রিকার দুর্বার গতির কাছে তারা শম্বুক হয়ে পড়ে। ওয়াকিবহাল মহলের মতে, উরুগুয়ের ম্যাক্সি পেরেইরাকে যদি লাল কার্ড দেখতে না হত, তা হলে হয়তো এমন শোচনীয়ভাবে হারত না তারা। যাই হোক না কেন, গতকালের দুর্ধর্ষ বিজয়ের পর নতুন করে আশায় বুক বেঁধেছে কোস্টা রিকা।

English summary
FIFA World Cup 2014: Columbia beat Greece, Costa Rica crushed Uruguay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X