For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) আমেরিকার সঙ্গে ড্র করে টিকে রইল পর্তুগাল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মানাউস (ব্রাজিল), ২৩ জুন: হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দু'পক্ষই। শেষ পর্যন্ত ২-২ গোলে শেষ হল আমেরিকা বনাম পর্তুগালের ম্যাচ। ড্র করায় বিশ্বকাপ থেকে ছিটকে গেল না পর্তুগিজরা। পর্তুগালের পক্ষে দু'টি গোল করেছেন নানি ও সিলভেস্ত্রে ভারেলা। আমেরিকার তরফে দু'টি গোল করেন জার্মেইন জোন্স ও ক্যাপ্টেন ক্লিন্ট ডেম্পসে। প্রসঙ্গত, আগে জার্মানির কাছে গোহারা হেরে গিয়েছিল পর্তুগিজরা।

জলমগ্ন রাস্তা

জলমগ্ন রাস্তা

শ্রীনগর , অনন্তনাগ, পুলওয়ামা এবং পুঞ্চ জেলা প্লাবিত হয়ে গিয়েছে।

খাতা খুললেন

খাতা খুললেন

আমেরিকার বিরুদ্ধে প্রথম গোলটি করে আনন্দে আটখানা পর্তুগালের নানি।

জল থৈ থৈ

জল থৈ থৈ

ক্রমশই বাড়ছে জল। উদ্বিগ্ন গ্রামবাসীরা।

দৌড়ে দাঁড়ির চেষ্টা!

দৌড়ে দাঁড়ির চেষ্টা!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুর্বার গতিকে রোধ করতে চেষ্টা আমেরিকার।

পারাপার

পারাপার

নদীর জল ফুলে ফেঁপে উঠছে। এক ব্যক্তি কোনওমতে দড়ির সাহায্যে জলের স্রোত পেরোনোর চেষ্টা করছে।

ইয়েস ইয়েস, আই ক্যান

ইয়েস ইয়েস, আই ক্যান

দলের তরফে প্রথম গোলটি করে উচ্ছ্বসিত আমেরিকার জার্মেইন জোন্স।

মৃত্যুভয়

মৃত্যুভয়

জম্মু-কাশ্মীরের অবিরাম বৃষ্টি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত দুদিনে বৃষ্টিতে ৭০ জনের মৃত্যুর খবর মিলেছে। বন্যার ফলে কাশ্মীরের বহু গ্রাম ধুয়ে গিয়েছে। গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

নাচানাচি

নাচানাচি

আমেরিকার পক্ষে দ্বিতীয় গোলটি করেন ক্লিন্ট ডেম্পসে। সেই উপলক্ষে আনন্দে আটখানা মার্কিন শিবির।

উদ্ধার কাজে সেনাবাহিনী

উদ্ধার কাজে সেনাবাহিনী

জলের বাধা পেরিয়ে উদ্ধারকাজে তৎপর সেনাকর্মী।

গো-ও-ও-ও-ও-ল!

গো-ও-ও-ও-ও-ল!

বিপক্ষের জালে বল ঢুকিয়ে দিলেন পর্তুগালের সিলভেস্ত্রা ভারেলা।

বিঘ্ন

বিঘ্ন

প্রবল বৃষ্টির কারণে উদ্ধারকার্যেও সমস্যা হচ্ছে বলে রাজৌরির পুলিশের তরফে জানানো হয়েছে।

English summary
FIFA World Cup 2014: Portugal draw 2-2 with United States
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X