For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪ : ঘানাকে ২-১ গোলে হারাল আমেরিকা

Google Oneindia Bengali News

নাটাল (ব্রাজিল), ১৭ জুন : বিশ্বকাপে একের পর এক চমক উঠে আসছে। এবার ঘানাকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০১৪-র গ্রুপ জি-এর ম্যাচে এগিয়ে এগোল মার্কিন যুক্তরাষ্ট্র। এই জয় আমেরিকাবাসীদের জন্য আরও বেশি আনন্দের। কারণ ২০১০ সালের দ্বিতীয় রাউন্ডেই আফ্রিকার দিক থেকে এই স্কোর নিয়েই হেরে ছিটকে যান বিশ্বকাপের দৌড় থেকে।

প্রাক্তন জার্মানি কিংবদন্তী খেলোয়াড় তথা কোচ জারগান ক্লিনসম্যান দ্বারা প্রশিক্ষিতি আমেরিকা দল ৩২ সেকেন্ডের মাথায় অধিনায়ক ক্লিন্ট ডেম্পসে গোল করেন। প্রথমার্ধে ডেম্পসে ছাড়া কোনও পক্ষের কেউই গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যেই জোর লড়াই চলে।

দ্বিতীয়ার্ধে ৮২ মিনিটের মাথায় প্রথম গোল করে ঘানা। ঘানার তরফে অ্যান্ড্রে অ্যাওই বল গোলে পাঠান। কিন্তু সে জয় বেশিক্ষণ উপভোগ করার সময় পাননি ঘানার সমর্থকরা। এর পরের ৪ মিনিটের মাথায় অর্থাৎ ৮৬ মিনিটে দ্বিতীয় গোলটি করে এগিয়ে যায় আমেরিকা। শেষের কয়েক মিনিটে সে গোল শোধ করে ম্যাচে সমতা রাখা মুশকিল হয়ে পড়ে ঘানার পক্ষে। যার সুফল পায় আমেরিকা।

উল্লাস

উল্লাস

ক্লিন্ট ডেম্পসের গোল দেখে জারমেইন জোনসের (ডানদিকে) উল্লাস। ঘানার ক্রিস্টিয়ান অ্যাস্টু গোল পোস্টের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে।

ডেম্পসে

ডেম্পসে

গোলে বল ঢোকানোর পর ক্লিন্ট ডেম্পসে।

প্রথম গোল

প্রথম গোল

ঘানাকে প্রথম গোল দিয়ে জয়োল্লাস আমেকিরার খেলোয়াড়দের।

৩২ সেকেন্ড

৩২ সেকেন্ড

৩২ সেকেন্ডের মাথায় অধিনায়ক ক্লিন্ট ডেম্পসে গোল করেন।

হতবাক

হতবাক

হাতের বাইরে থেকে ম্যাচ বেরিয়ে যেতে দেখছেন ঘানার গোলকিপার অ্যাডম কোওয়ারাসে।

English summary
(Pic) Fifa World Cup 2014: USA tame Ghana, win 2-1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X