For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বমানের ফ্রিকিক, সার্বিয়া বনাম কোস্টারিকা ম্যাচে ম্য়ান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন কোলারভ

ফিফা বিশ্বকাপ ২০১৮: সার্বিয়ার বনাম কোস্টারিকা ম্য়াচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন আলেকজান্ডার কোলারভ

Google Oneindia Bengali News

সার্বিয়া বনাম কোস্টারিকা ম্যাচে ম্য়ান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন সার্বিয়ান অধিনায়ক আলেকজান্ডার কোলারভ। রবিবার ফিফা বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে তাঁর অসাধারণ ফ্রিকিক গোলেই কোস্টারিকার বিরুদ্ধে ১-০ জিতল সার্বিয়া। বলতে গেলে সারা ম্যাচের বলার মতো ঘটনা ওই একটিই।

সার্বিয়া বনাম কোস্টারিকা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ কোলারভ

বিরতির আগে অবধি সার্বিয়ার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছিল কোস্টারিকা। বলতে গেলে খেলার প্রথম মিনিট কুড়ি তো ঝাঁঝালো আক্রমণে সাক্বিয়ান ডিফেন্সকে বেশ চাপে ফেলে দিয়েছিল কোস্টারিকানরা। গুজম্যান, ভেনেগাস, ইউরেনারা-দের মুহূর্মুহু আক্রমণে কিছুতেই ছন্দ পাচ্ছিলেন না সার্বিয়ান খেলোয়াররা।

একবার ছন্দটা পেতেই লড়াইটা দাড়ায় সার্বিয়ানদের বিরুদ্ধে কোস্টা রিকান গোলরক্ষক কেলে নাভাসের। ছোট্ট একটা আঙুলের ছোঁয়া বা অসামান্য অনুমান ক্ষমতায় বাতাসে ভেসে বল ফিস্ট করে বের করে দেওয়া - বারবার কোস্টা রিকান ডিফেন্স ভাঙলেও নাভাসকে টপকাতে পারছিলেন না সার্বিয়ান দীর্ঘ উচ্চতার খেলোয়াররা।

সেই প্রতিরোধ ভেঙে যায় সার্বিয়ান অধিনায়ক কোলারভের অসাধারণ ফ্রিকিকে। ৫৯ মিনিটে বক্সের খানিক বাইরে ফ্রিকিক পায় সার্বিয়া। এমনিতেই এএস রোমায় খেলা কোলারভের ফ্রিকিক বিশেষজ্ঞ হিসেবে নাম আছে। কিন্তু এতদিন তা বিশ্বকাপে দেখার সূযোগ হয়নি দর্শকদের। আজ প্রথম কিকেই বাজিমাত করলেন তিনি। ওয়ালের মাথার উপর দিয়ে গিয়ে হাল্কা ডানদিকে বাঁক খেয়ে ও একটু নেমে এসে গোলের ঠিক উপরের দিকের ডান কোনা দিয়ে বল জড়িয়ে যায় জালে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">FULL-TIME!<br><br>Aleksandar Kolarov's stunning free-kick wins it for <a href="https://twitter.com/hashtag/SRB?src=hash&ref_src=twsrc%5Etfw">#SRB</a> in their opener against <a href="https://twitter.com/hashtag/CRC?src=hash&ref_src=twsrc%5Etfw">#CRC</a>.<br><br>Recap: <a href="https://t.co/kpaWnaREPa">https://t.co/kpaWnaREPa</a> <a href="https://t.co/n23Vnov7YJ">pic.twitter.com/n23Vnov7YJ</a></p>— Sky Sports World Cup (@SkyFootball) <a href="https://twitter.com/SkyFootball/status/1008347254737031168?ref_src=twsrc%5Etfw">June 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এই ফ্রিকিককে বিশেষজ্ঞদের একাংশ স্পেনের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্রিকিকের থেকেও এগিয়ে রাখছেন। এই নিয়ে এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রিকিক থেকে তিন তিনটি গোল হয়ে গেল।

English summary
FIFA World Cup 2018: Aleksandar Kolarov declared as the man of the match of Costa Rica vs Serbia.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X