For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রুপ ডি এনকাউন্টারে আর্জেন্তিনাকে আটকে ইতিহাস তৈরির সুযোগ নাইজেরিয়ার সামনে

গ্রুপ ডি-র মরণ-বাঁচন ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। এই ম্যাচে যে দল জিতবে, পরের রাউন্ডে সেই দলই যাবে।

  • |
Google Oneindia Bengali News

গ্রুপ ডি-র মরণ-বাঁচন ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। এই ম্যাচে যে দল জিতবে, পরের রাউন্ডে সেই দলই যাবে। ড্র করলে নাইজেরিয়া পরের রাউন্ডে যাবে, তবে লিওনেল মেসির দল ড্র করলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে।

আর্জেন্তিনাকে আটকে ইতিহাস তৈরির সুযোগ নাইজেরিয়ার সামনে

এই গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। ২টি খেলে ২টিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে তাঁরা। আইসল্যান্ডের সঙ্গে তাঁদের ম্যাচ রয়েছে মঙ্গলবার একইসময়ে। হারলেও ক্রোয়েশিয়া পরের রাউন্ডে চলে গিয়েছে।

অন্যদিকে নাইজেরিয়া ২টি খেলে ১টিতে জয় ও ১টিতে হারের মুখ দেখেছে। আর আর্জেন্তিনা আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পরে ক্রোয়েশিয়ার কাছে ০-৩ গোলে পর্যুদস্ত হয়েছে। ফলে এদিন যে দল জিতবে, পরের নক আউট পর্বে তাঁরাই যাবে।

নাইজেরিয়া যেভাবে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরেছিল, তারপরে আইসল্যান্ডের বিরুদ্ধে ২-০ জিতে দলের আত্মবিশ্বাস ফিরে এসেছে। আহমেদ মুসা একা পার্থক্য গড়ে দিতে পারেন। এদিকে মেসির দল কতটা আত্মবিশ্বাসী হয়ে নামবে সেটাই দেখার।

একটি বিষয়ে আর্জেন্তিনা আশ্বস্ত হতে পারে যে বিশ্বকাপে চারবার খেলে নাইজেরিয়া কোনওবারই নীল-সাদা জার্সিকে হারাতে পারেনি। তবে স্ট্রাইকিং থেকে গোলকিপিং - কোনটাই ভালো করে করতে পারেনি আর্জেন্তিনা। যার ফলে জর্জ স্যাম্পাওলিও দলকে নিয়ে প্রশ্ন উঠেছে। লিও মেসিও সেই ফর্মে নেই যা তিনি ক্লাব ফুটবলে দেখিয়ে থাকেন।

গত ৫৬ বছরের মধ্যে একমাত্র ২০০২ সালে আর্জেন্তিনা গ্রুপ স্টেজের বাধা পেরিয়ে পরের রাউন্ডে পৌঁছতে পারেনি। এবার কিন্তু পথে কাঁটা বিছিয়ে দিতে তৈরি নাইজেরিয়া।

এই ম্যাচে জেতার লক্ষ্যে নামবে আর্জেন্তিনা। ফলে ইগুয়েন, আগেরো, ডায়বালা ও মেসিকে সামনে রেখে আক্রমণ সাজানোর কথা ভাববেন স্যাম্পাওলি। পিছন থেকে দি মারিয়া ও পেরেস ও মাসচেরানো থাকবেন। গোলে কাবাইয়েরো, ডিফেন্সে সালভিও, ওতামেন্দি, রোহো তাগলিয়াফিকোরা থাকবেন।

এদিকে নাইজেরিয়া দলেইহিয়ানাচো, মুসা, ইতুডো, মোয়েস, এনডিডি, মিকেল এবুয়েহি, বালোগুনরা থাকবেন।

সবমিলিয়ে দুই দল মোট ৯বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্তিনা ৫ বার ও নাইজেরিয়া ২বার জয় পেয়েছে। এদিকে ১৯৯৪ সাল থেকে এই নিয়ে পঞ্চমবার দুই দল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। এর আগের চারবার নাইজেরিয়া হারাতে পারেনি আর্জেন্তিনাকে।

English summary
Fifa World Cup 2018 : Argentina vs Nigeria match preview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X