পরপর ছয়টি বিশ্বকাপে লাগাতার খেলছে জাপান। তবে কোনওবারই শেষ ১৬-র বাধা কাটিয়ে শেষ আটে পৌঁছতে পারেনি জাপানিরা। ১৯৯৮ সাল থেকে চার বছর অন্তর আট বছরের মাথায় তাঁরা শেষ ১৬-য় উঠেছে অথবা গ্রুপ লিগে ছিটকে গিয়েছে। এদিকে বেলজিয়ামের রেকর্ড অনেকটা ভালো। তাছাড়া ফিফা ক্রমতালিকায় একেবারে উপরের দিকে রয়েছে এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুর দল। এই ম্যাচেও ফেভারিট হিসাবেই তাঁরা শুরু করবে। কারা শেষ হাসি হাসে সেদিকেই সারা বিশ্বের নজর থাকবে।
৯৪ মিনিটে গোল দিয়ে বেলজিয়ামকে ৩-২ এগিয়ে দিলেন বেলজিয়ামের নাসের চাডলি। পরিবর্ত হিসাবে নেমেছিলেন তিনি।
৯২ মিনিটে বেলজিয়াম বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল জাপান। হন্ডা দারুণ শট নিলেন। তবে বেলজিয়াম গোলরক্ষক বাঁচিয়ে দিলেন।
৯০ মিনিট খেলার সময় অতিক্রান্ত। ৪ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
পরপর দুটি অসাধারণ সেভ করলেন জাপানের গোলকিপার কাওয়াশিমা।
২-০ গোলে এগিয়ে গিয়েও অনভিজ্ঞতাই জাপানকে মানসিকভাবে পিছিয়ে দিল।
৮০ মিনিট অতিক্রান্ত। বেলজিয়াম ক্ষুধার্ত বাঘের মতো বারবার আক্রমণে আসছে। কিছুটা চাপে পড়ে গিয়েছে জাপান।
৭৪ মিনিটে হেড করে বেলজিয়ামের হয়ে ২-২ সমতা ফেরালেন ফেলাইনি।
#BEL GOAL! 2-2!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
Another header, this time from @Fellaini!
FOOTBALL. #BELJPN pic.twitter.com/NKTKE3fUdB
৬৯ মিনিটে গোল দিল বেলজিয়াম। অবিশ্বাস্য হেডে জালে বল জড়িয়ে দিলেন বেলজিয়ামের জ্যান ভারটোনগেন। ফলে খেলার ফলাফল জাপান ২-১ বেলজিয়াম।
আবার সুযোগ এসে গিয়েছিল জাপানের কাছে। কোনওমতে বেঁচে গেল বেলজিয়াম। ৩-০ হতে গিয়েও হল না।
ম্যাচের ৬২ মিনিটে ফ্রি হেডার পেয়ে গিয়েছিলেন লুকাকু। তবুও বেলজিয়াম গোল শোধ করতে পারল না। ২ গোল খেয়ে কিছুটা গুটিয়ে গিয়েছে বেলজিয়াম।
বক্সের বাইরে থেকে গোল করে ৫২ মিনিটে জাপানকে ২-০ করে দিলেন তাকাশি ইনুই।
৪৭ মিনিটে জাপানকে গোল করে এগিয়ে দিলেন ৮ নম্বর জার্সিধারী হারাগুচি।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। বল পজেশনে খুব বেশি এগিয়ে নেই বেলজিয়াম। জাপান সমানে-সমানে টক্কর দিয়েছে। তবে গোলে অনেক বেশি শট নিয়েছে বেলজিয়াম।
#BEL have had more shots, but so far there really hasn't been that much between them... #BELJPN pic.twitter.com/no5MuiKWP3
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধ। মাঠে নেমে পড়লেন দুই দলের খেলোয়াড়রা। কোন দল নির্ধারিত সময়ের মধ্যেই জয় তুলে পরের রাউন্ডে যাবে? নাকি ফের অতিরিক্ত সময়ে খেলা গড়াবে? আগামী ৪৫ মিনিটে তার উত্তর পাওয়া যাবে।
শেষ হল প্রথমার্ধের খেলা। আপাতত গোলশূন্য রয়েছে ম্যাচ।
প্রথমার্ধের ৪৫ মিনিট খেলা অতিক্রান্ত। ১ মিনিট অতিরিক্ত সময় দিয়েছেন রেফারি।
বেলজিয়াম গোব কিপার কোর্টোয়িসের হাত ফসকে বল ঢুকে যাচ্ছিল গোলে। কোনওক্রমে বাঁচালেন তিনি।
হ্যাজার্ড, লুকাকুরা জাপান বক্সে ঝড় তোলার চেষ্টা করে চলেছেন সমানে। তবে কাঙ্খিত গোল এখনও আসেনি।
বেলজিয়াম অনেক বেশি আক্রমণ শানাচ্ছে। তবে জাপান প্রতি আক্রমণের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাইছে। এই বিশ্বকাপের কালো ঘোড়া বলা হচ্ছে বেলজিয়ামকে। আর জাপান এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসাবে লড়াই করছে।
৩০ মিনিটের মাথায় প্রতি আক্রমণে এসে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিল জাপান। তবে শেষ অবধি বেলজিয়ামের গোলরক্ষক বাঁচিয়ে দিলেন।
খেলা ২৫ মিনিট গড়িয়ে গিয়েছে। জাপান বক্সে একেরপর এক আক্রমণ তুলে আনছে বেলজিয়াম। সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন লুকাকু। এদিকে হ্যাজার্ডের দুরন্ত শট আটকে দিলেন গোলরক্ষক। বেলজিয়ামের সাঁড়াশি আক্রমণে কোণঠাসা জাপানিরা।
জাপানের বেশ কিছু খেলোয়াড় ইউরোপীয় লিগে খেলেন। ফলে ইউরোপীয়দের দীর্ঘকায় শরীর সামাল দেওয়া জাপানি খেলোয়াড়দের কাছে খুব একটা সমস্যা হচ্ছে না। গতির দিক থেকেও জাপানিরা বেশ এগিয়ে।
ম্যাচ গড়াল ১৫ মিনিটে। দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে ঝড় তোলার চেষ্টা করছে।
বক্সের বাইরে থেকে জায়গা পেয়ে জাপানের আতঙ্ক বাড়িয়ে ঢুকে পড়েছিল বেলজিয়াম। তবে কাজের কাজ করতে পারলেন না হ্যাজার্ডরা।
মাঝমাঠের দখল নিতে লড়াই চালাচ্ছে দুই দল।
শুরু হল বেলজিয়াম-জাপান ম্যাচ।
এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসাবে টিমটিম করে জ্বলছে জাপান। শেষ আটে যেতে পারলে ইতিহাস তৈরি করবে কাগাওয়া-র দল।
মাঠে নেমে পড়েছে দুই দল। জাতীয় সঙ্গীতের পরই দুই দল নেমে পড়বে সম্মুখ-সমরে। যে দল জিতবে, তাঁরাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে।
দুই দলের প্রথম একাদশে কারা জায়গা পেলেন, দেখে নেওয়া যাক একনজরে।
And here are how #BEL and #JPN are shaping up for #BELJPN...
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
Thoughts on the teams? #WorldCup pic.twitter.com/N2JNZkPL0v
টিম বাস নিয়ে দুই দল ঢুকে পড়েছে অনেকক্ষণ আগে। মাঠের লড়াইয়ে কারা এগিয়ে থাকে সেটাই দেখার।
Welcome to Rostov-on-Don, #BEL and #JPN!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 2, 2018
Want to watch #BELJPN live tonight? TV listings 👉 https://t.co/xliHcxWvEO#WorldCup
এশিয়ার একমাত্র আশা-ভরসা জাপানকে ঘিরে। কেমন তাদের বিশ্বকাপ পারফরম্যান্স। দেখুন একনজরে।
এই বিশ্বকাপের অন্যতম সেরা দল বেলজিয়ামের।
বিশ্বকাপে কেমন খেলেছে বেলজিয়াম। একনজরে পারফরম্যান্স।
শেষ আটের লক্ষ্যে রোস্তভ এরিনার মাঠে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও জাপান। রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচ।