For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজান স্টেডিয়ামে বিষাদের সুর, ১-২ হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

গত ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে তিতের ব্রাজিল। বেলজিয়ামকে হারিয়ে সেই রেকর্ড অক্ষত রেখেই ব্রাজিল সেমি ফাইনালে উঠতে চাইছে।

  • |
Google Oneindia Bengali News

গত ১৫ ম্যাচে অপরাজিত রয়েছে তিতের ব্রাজিল। বেলজিয়ামকে হারিয়ে সেই রেকর্ড অক্ষত রেখেই ব্রাজিল সেমি ফাইনালে উঠতে চাইছে। ব্রাজিল ১৯৯৪ সাল থেকে এই নিয়ে একটানা সাতবার কোয়ার্টার ফাইনালে খেলছে। বেলজিয়াম এই নিয়ে পরপর ২টি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলছে। ২০১৪ সালে আর্জেন্তিনার কাছে হেরে বেলজিয়ামকে বিদায় নিতে হয়। আগের বিশ্বকাপে কলম্বিয়াকে হারিয় ব্রাজিল সেমিফাইনালে উঠেছিল। আর এবার সামনে বেলজিয়াম। এদিন কী ফলাফল হবে, তার জন্য সকলের চোখ থাকবে কাজান এরিনা স্টেডিয়ামে।

কাজান স্টেডিয়ামে বিষাদের সুর, ১-২ হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

1
958079

ম্যাচের সমস্ত আপডেট দেখুন একনজরে

Newest First Oldest First
1:23 AM, 7 Jul

বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল।
1:22 AM, 7 Jul

নেইমারের গোলমুখী শট ফের আটকে দিলেন বেলজিয়ামের গোলকিপার কোর্তোইস।
1:18 AM, 7 Jul

ফের হ্যাজার্ডকে উাফল করায় ফ্যাগনারকে হলুদ কার্ড দেখালেন রেফারি। ম্যাচ গড়াল ৯০ মিনিটে। ৫ মিনিট অতিরিক্ত সনয় দিলেন রেফারি।
1:15 AM, 7 Jul

তিলেমান্সকে নামিয়ে লুকাকুকে বসালেন বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেস।
1:13 AM, 7 Jul

হ্যাজার্ডকে আটকানোয় ফের্নান্দিনহোকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
1:12 AM, 7 Jul

৮৩ মিনিট খেলা অতিক্রান্ত। কুটিনহোকে দারুণ পাস বাড়িয়েছিলেন নেইমার। তবে বাইরে মেরে বসলেন কুটিনহো।
1:04 AM, 7 Jul

৭৫ মিনিটে গোল করলেন পরিবর্ত হিসাবে নামা রেনাতো অগাস্তো।
1:03 AM, 7 Jul

ঝটিতি আক্রমণে গিয়েছিল ব্রাজিল। তবে গোলের মুখ কিছুতেই খুলতে পারছেন না নেইমাররা।
1:00 AM, 7 Jul

দিয়েগো কোস্তা বক্সের বাইরে থেকে শট মারলেন। আটকে দিলেন গোলকিপার কোর্তোইস।
12:59 AM, 7 Jul

নেইমারকে মাঝমাঠে ফাউল। মিউনিয়ারকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
12:58 AM, 7 Jul

৭০ মিনিট অতিক্রান্ত। ম্যাচের দেওয়াল লিখন স্পষ্ট হতে শুরু করেছে।
12:50 AM, 7 Jul

ফের সুযোগ এসে গিয়েছিল ব্রাজিলের সামনে। তবে শত চেষ্টা করেও গোলের মুখ খুলছে না। ম্যাচ ৬২ মিনিট অতিক্রান্ত।
12:48 AM, 7 Jul

এর আগে কোনও দল প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকে বিশ্বকাপের ম্যাচে জয় পায়নি। ব্রাজিল জিতলে এক অনন্য রেকর্ড তৈরি করবে।
12:46 AM, 7 Jul

গ্যাব্রিয়েল জিসুসকে বসিয়ে ডগলাস কোস্তাকে নামালেন তিতে। ৫৭ মিনিটে খেলোয়াড় পরিবর্তন করল ব্রাজিল।
12:45 AM, 7 Jul

বক্সে ফাউল করলেও ব্রাজিল পেনাল্টি পেল না। রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন।
12:43 AM, 7 Jul

বল নিয়ে উঠছিলেন নেইমার। কর্ণার কিক পেল ব্রাজিল। তবে কাজের কাজ হল না।
12:42 AM, 7 Jul

প্রথমার্দে বল পজেশনে এগিয়ে ব্রাজিল। তবে বেলজিয়াম ২ গোলে এগিয়ে রয়েছে।
12:40 AM, 7 Jul

৫১ মিনিটের মাথায় মার্সেলোর মাইনাস থেকে সুয়োগ এসে গিয়েছিল ফিরমিনোর কাছে। তবে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলেন তিনি। ব্রাজিল মাথা কুটেও গোল পাচ্ছে না।
12:33 AM, 7 Jul

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। ব্রাজিল কি পারবে বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছতে? আগামী ৪৫ মিনিটে সেই উত্তর পাওয়া যাবে।
12:18 AM, 7 Jul

শেষ হল প্রথমার্ধ। ০-২ গোলে পিছিয়ে রয়েছে ব্রাজিল। প্রথমার্ধে অনেকগুলি আক্রমণ করলেও বেলজিয়াম ২ গোলে এগিয়ে রয়েছে।
12:16 AM, 7 Jul

৪৫ মিনিটের খেলা শেষ। ১ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
12:15 AM, 7 Jul

ব্রাজিল আক্রমণ করলেও প্রতি আক্রমণে নেইমারদের ছাপিয়ে যাচ্ছেন হ্যাজার্ডরা। প্রতি আক্রমণ থেকেই ২টি গোল করেছে বেলজিয়াম। যদিও তার মধ্যে একটি আত্মঘাতী গোল হয়েচে কর্ণার থেকে।
12:09 AM, 7 Jul

ব্রাজিল আক্রণে করে গেলেও বেলজিয়াম গোলকিপারের সামনে এসে সমস্ত আক্রমণ থমকে যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি অসাধারণ সেভ করে ফেলেছেন তিনি।
12:02 AM, 7 Jul

৩১ মিনিটে ডি ব্রুইনের দূরপাল্লার শটে ২-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
12:01 AM, 7 Jul

কর্ণারের কাছে ফ্রি কিক পেল ব্রাজিল। শট নিচ্ছেন উইলিয়ান। আবার কর্ণার পেল ব্রাজিল। আগের কর্ণারে কোনও সুয়োগ তৈরি হল না।
11:57 PM, 6 Jul

ম্যাচ গড়াল ২৫ মিনিটে। ব্রাজিল একের পর এক আক্রমণ করে চলেছে। তবে এখনও গোলের মুখ খুলতে পারেনি।
11:55 PM, 6 Jul

বেলজিয়ামও আক্রমণ করার চেষ্টা করে চলেছে। কয়েকটি সুযোগ তৈরি করে ফেলেছিলেন লুকাকু-হ্যাজার্ডরা।
11:50 PM, 6 Jul

বক্সের বাইরে থেকে শট নিলেন কুটিনহো। বল চলে গেল বেলজিয়ামের গোলকিপারের হাতে।
11:47 PM, 6 Jul

গোল খেয়েও আক্রমণের রাস্তা থেকে পিছু হটেনি ব্রাজিল। বেলজিয়াম বক্সে ফের সুযোগ এসে গিয়েছিল। তবে গোলের সামনে জটলায় গোল হল না।
11:45 PM, 6 Jul

কর্ণার পেল বেলজিয়াম। ফের্নান্দিনহোর আত্মঘাতী হেডে এগিয়ে গেল বেলজিয়াম।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : Brazil vs Belgium quarter final match live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X