For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিল

ডু অর ডাই ম্যাচে গ্রুপ ই-র শীর্ষে থাকা ব্রাজিল আজ নামছে সার্বিয়ার বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

ডু অর ডাই ম্যাচে গ্রুপ ই-র শীর্ষে থাকা ব্রাজিল আজ নামছে সার্বিয়ার বিরুদ্ধে। ২টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। ১টি জয় ও ১টি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে সার্বিয়া ২টি খেলে ১টিতে জয় পেয়েছে, অন্যটি হেরেছে। এই গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে কোস্টারিকা। কোস্টারিকা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এদিকে সুইসরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের লক্ষ্যে পা বাড়িয়ে রেখেছে। এই অবস্থায় ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার মধ্যে যেকোনও দুটি দলই যেতে পারে পরের রাউন্ডে। এখন দেখার স্পার্টাক স্টেডিয়ামে সাম্বার জাদু দেখাতে পারেন কিনা নেইমাররা।

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিল

1
958050

ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের সমস্ত আপডেট একনজরে

Newest First Oldest First
1:22 AM, 28 Jun

নেইমার শেষ লগ্নে ফের সুযোগ তৈরি করে ফেলেছিলেন। ফের একবার গোলকিপার স্টজকোভিচ বাঁচিয়ে দিলেন। বলতে বলতে বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬-য় পৌঁছল ব্রাজিল।
1:19 AM, 28 Jun

৯০ মিনিট খেলা শেষ। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
1:17 AM, 28 Jun

গোলের জন্য মরিয়া হয়ে উঠেছেন নেইমার। তবে এখনও গোল পাননি নেইমার।
1:14 AM, 28 Jun

ম্যাচ একেবারে অন্তিম লগ্নে পৌঁচে গিয়েছে। এখন শুধু বাকী নেইমারের গোল পাওয়া। সেই সুযোগও এসে গিয়েছিল। গোটা গ্যালারি নেইমারের গোলের অপেক্ষায় রয়েছে।
1:11 AM, 28 Jun

গোলের সুযোগ চলে এসেছিল ৮২ মিনিটে। দারুণ শট করেছিলেন নেইমার। তবে বল তিন-কাঠির মধ্যে থাকল না।
1:07 AM, 28 Jun

সার্বিয়া খেলোয়াড়রা নেমে এসেছে ডিপ ডিফেন্সে। বল নিয়ে নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরির চেষ্টায় ব্রাজিল। ম্যাচের ভবিতব্য প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ম্যাচ গড়াল ৮০ মিনিটে।
1:05 AM, 28 Jun

দ্বিতীয় গোল খাওয়ার পর যেন গুটিয়ে গিয়েছে সার্বিয়া। মাঠে ব্রাজিলিয়ান শিল্প ফুটবলের ছোঁয়া দেখাচ্ছেন নেইমার, কুটিনহোরা।
1:00 AM, 28 Jun

সার্বিয়ার কাছে এই ম্যাচ এখন কঠিন হয়ে গেল। পরের রাউন্ডে জিততে হলে সার্বিয়াকে জিততেই হবে।
12:57 AM, 28 Jun

মাঠের দর্শক নেইমারের স্কিলের জাদুতে আচ্ছন্ন। ৬৮ মিনিটে নেইমারের সেট পিস থেকে হেডে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দিলেন অধিনায়ক থিয়াগো সিলভা।
12:54 AM, 28 Jun

৬৫ মিনিটে পাউলিনহোকে তুলে নিয়ে ফের্নান্দিনহোকে নামালেন তিতে।
12:51 AM, 28 Jun

পরপর আক্রমণে ঝড় তুলেছে সার্বিয়া। নেতৃত্বে মিত্রোভিচ। সঙ্গে রয়েছেন মাটিচ, টাডিচরা।
12:49 AM, 28 Jun

৬০ মিনিট খেলা অতিক্রান্ত। ব্রাজিলকে ছাপিয়ে গোল পেতে মরিয়া সার্বিয়া। দারুণ সুযোগ পেয়ে গিয়েছিলেন মিত্রোভিচ। গোল পেতে পেতেও পেল না সার্বিয়ানরা।
12:46 AM, 28 Jun

গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন নেইমার। ব্রাজিল কর্ণার কিক পেল। শট করলেন নেইমার। তবে ফের কর্ণার হয়ে গেল। এবার কর্ণার করলেন উইলিয়ান। তবে কার্যকরী শট হল না।
12:44 AM, 28 Jun

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট অতিক্রান্ত। সার্বিয়া ইতিবাচকভাবে পরের অর্ধে শুরু করেছে। গোলের খোঁজে মিত্রোভিচরা।
12:41 AM, 28 Jun

সার্বিয়া প্রতিআক্রমণে উঠেছিল। তবে বক্সের কাছে কিছুটা ভুল করে ফেললেন মাটিচ। বল ক্লিয়ার করে দিলেন ব্রাজিলের ডিফেন্ডাররা।
12:39 AM, 28 Jun

মেসি, রোনাল্ডোরা দলকে পরের পর্বে তুলেছেন। নেইমারের কাছে সুযোগ রয়েছে দলকে পরের রাউন্ডে তোলার।
12:37 AM, 28 Jun

জিসুসকে কড়া চ্যালেঞ্জ করে হলুদ কার্ড দেখলেন মাটিচ।
12:36 AM, 28 Jun

প্রথমার্ধের বল পজেশনে অনেকটা এগিয়ে রয়েছে ব্রাজিল। দেখে নিন পরিসংখ্যান।
12:35 AM, 28 Jun

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। সার্বিয়াকে পরের রাউন্ডে যেতে হলে ব্রাজিলের বিরুদ্ধে জিততেই হবে। তবে ড্র করলেই ব্রাজিল পরের রাউন্ডে চলে যাবে।
12:19 AM, 28 Jun

শেষ হল প্রথমার্ধের খেলা। মার্সেলো বেরিয়ে যাওয়ার পরও ব্রাজিল খেলাটাকে দারুণভাবে ধরে রেখেছিল। সার্বিয়া বার কতক আক্রমণ করলেও সুযোগ পেয়েই প্রত্যাঘাত নেইমারদের। ১-০ এগিয়ে রয়েছে সাম্বা বাহিনী।
12:16 AM, 28 Jun

৪৫ মিনিট খেলা শেষ। ২ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। ব্রাজিল নিজেদের অগ্রগমন ধরে রেখেছে।
12:15 AM, 28 Jun

নেইমারকে কড়া ট্যাকল করতে ছাড়ছেন না সার্বিয়ার খেলোয়াড়রা। মাঝমাঠে তিনিই টার্গেট। কারণ ব্রাজিলের মধ্যমনি তিনিই।
12:12 AM, 28 Jun

ম্যাচ চল্লিশ মিনিট অতিক্রান্ত। ব্রাজিল ১-০ গোলে এগিয়ে গিয়েছে। তবে সার্বিয়া সুযোগ তৈরির অপেক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে।
12:06 AM, 28 Jun

৩৫ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিলেন পাউলিনহো। ব্রাজিল এগিয়ে গেল ১-০ গোলে।
12:04 AM, 28 Jun

বার্জিল বক্সে হানা সার্বিয়ার। মিত্রোভিচ সুযোগ পেয়ে গিয়েছিলেন। এই স্ট্রাইকারকে নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে ব্রাজিলকে।
12:02 AM, 28 Jun

নেইমারকে কড়া চ্যালেঞ্জ সার্বিয়ার খেলোয়াড়ের। মাঝমাঠ থেকে বল নিয়ে উঠছিলেন নেইমার। হলুদ কার্ড দেখলেন জাজিচ।
12:01 AM, 28 Jun

৩০ মিনিট খেলা শেষ। সার্বিয়া কড়া টক্কর দিয়ে চলেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে।
12:00 AM, 28 Jun

মাঝমাঠ থেকে থ্রু বল পেয়ে গিয়েছিলেন জিসুস। তবে গোল করতে পারলেন না। নেইমার বা কুটিনহো থাকলে ফল ব্রাজিলের পক্ষে চলে আসতে পারত।
11:57 PM, 27 Jun

খেলা গড়াল ২৫ মিনিটে। তবে এখনও ব্রাজিল গোল পায়নি। ২-১টি সুযোগ তৈরি হলেও গোল করার জায়গায় কুটিনহোরা পৌঁছতে পারেননি।
11:55 PM, 27 Jun

সুযোগ পেয়ে গিয়েছিলেন নেইমার। তবে সার্বিয়ার গোলরক্ষক বাঁচিয়ে দিলেন।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : Brazil vs Serbia live match updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X