For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নক আউটে বেলজিয়াম

গ্রুপ জি শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। এদিন একে অপরের বিরুদ্ধে নামছে।

  • |
Google Oneindia Bengali News

গ্রুপ জি শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। পরের রাউন্ডও নিশ্চিত হয়ে গিয়েছে। গ্রুপের অন্য দুটি দল তিউনিশিয়া ও পানামা ২টি করে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ফলে এদিন হারলেও ইংল্যান্ড অথবা বেলজিয়াম দুই দলই পরের রাউন্ডে উঠবে। নক আউটে নামার আগে দুই দলই নির্ভরযোগ্য খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের ক্ষমতা যাচাই করে নিতে চাইবে। কারা কতটা তৈরি পরের রাউন্ডের জন্য তা এই ম্যাচে যাচাই হয়ে যাবে।

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে নক আউটে বেলজিয়াম

1
958062

ম্যাচের সমস্ত আপডেট দেখুন একনজরে

Newest First Oldest First
1:21 AM, 29 Jun

শেষ হল ইংল্যান্ড বেলজিয়াম ম্যাচ। ১-০ গোলে জিতল বেলজিয়াম। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে চলে গেল তাঁরা।
1:18 AM, 29 Jun

৮৮ মিনিটে ইংল্যান্ড বক্সে দারুণ সুযোগ পেয়েছিল বেলজিয়াম। একটুর জন্য গোল এল না। নব্বই মিনিটের পর অতিরিক্ত তিন মিনিট সময় দিলেন রেফারি।
1:04 AM, 29 Jun

ইংল্যান্ড খেলোয়াড়কে ফাউল করায় বক্সের বাইরে ফ্রি কিক পেলেন রাশফোর্ডরা। তবে বল সোজা গোলকিপারের হাতে চলে গেল। খেলা ৭৫ মিনিট অতিক্রান্ত।
12:53 AM, 29 Jun

৬৬ মিনিটের মাথায় ফের সহজ সুযোগ নষ্ট করলেন ইংল্যান্ডের রাশফোর্ড।
12:51 AM, 29 Jun

৬০ মিনিট সময় অতিক্রান্ত। বেলজিয়াম এখনও পর্যন্ত ২১টি ম্যাচে বেলজিয়াম অপরাজিত রয়েছে।
12:39 AM, 29 Jun

৫১ মিনিটে গোল পেয়ে গেল বেলজিয়াম। বাঁ পায়ের দুরন্ত শটে গোল করলেন জানুসাজ।
12:35 AM, 29 Jun

সুযোগ পেয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের রাশফোর্ড। তবে ডান পোস্টের অনেকটা বাইরে দিয়ে বল গোল কিক হয়ে গেল।
12:33 AM, 29 Jun

শুরু দ্বিতীয়ার্ধের খেলা।
12:16 AM, 29 Jun

৪৫ মিনিট খেলা ইংল্যান্ড ০-০ বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে পারে সেটাই দেখার।
12:13 AM, 29 Jun

প্রথমার্ধের খেলা শেষের পথে। ৪৫ মিনিট হতে চলল। এখনও কোনও দল গোল করতে পারেনি। সাবধানী হয়ে দুই দল আক্রমণে যেতে চাইছে। কারণ নক আউটের আগে কোনও চোট আঘাত লাগুক তা কোনও দলের খেলোয়াড়রাই চাইছেন না।
12:06 AM, 29 Jun

কর্ণার থেকে সুযোগ কাজে লাগাতে পারলেন না ইংরেজরা। এখনও পর্যন্ত খেলা হয়েছে ৩৫ মিনিট। ইংল্যান্ড ৩ টি ও বেলজিয়াম ১টি কর্ণার পেয়েছে।
12:04 AM, 29 Jun

ফের বেলজিয়াম বক্সের বাইরে সেট পিস আক্রমণ ইংল্যান্ডের। কর্ণার হয়ে গেল বেলজিয়াম খেলোয়াড়ের গায়ে লেগে।
11:57 PM, 28 Jun

দুই দলই পরের পর্বে উঠে গিয়েছে। ফলে সতর্ক হয়ে আক্রমণে উঠছে। এর মধ্যেই বেলজিয়াম চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড বক্সে।
11:50 PM, 28 Jun

ম্যাচের প্রথম হলুদ কার্ড বের করলেন রেফারি। কার্ড দেখলেন বেলজিয়ামের তিলেম্য়ান্স। খেলা গড়াল ২০ মিনিটে। এখনও কোনও দল গোল পায়নি।
11:42 PM, 28 Jun

১১ মিনিটের মাথায় কর্ণার পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে সুযোগ কাজে এল না।
11:38 PM, 28 Jun

ইংল্যান্ড দলে অনেক পরিবর্তন করলেও আক্রমণে ধার বাড়িয়ে প্রথম থেকেই ম্যাচে জাঁকিয়ে বসতে চাইছে গ্যারেথ সাউথগেটের ছেলেরা।
11:32 PM, 28 Jun

শুরু হল ম্যাচ। ইংল্যান্ডকে হারিয়ে কি গ্রুপ শীর্ষে উঠতে পারবে বেলজিয়াম? দেখা যাক ম্যাচের শেষে কি ফলাফল উঠে আসে।
11:27 PM, 28 Jun

দুই দেশের খেলোয়াড়রা মাঠে নেমে পড়েছেন। দুই দলের জাতীয় সঙ্গীতের পর শুরু হবে ম্যাচ।
11:25 PM, 28 Jun

বাস থেকে নেমে দুই দল ঢুকছে স্টেডিয়ামে। প্রথম একাদশে আজ একাধিক পরিবর্তন করেছেন দুই দলের কোচ।
11:24 PM, 28 Jun

দুই দেশের প্রথম একাদশে কারা রয়েছেন তা দেখে নেওয়া যাক একনজরে।
11:13 PM, 28 Jun

দুই দল আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হলে কী অবস্থা হয়েছে তা দেখে নেওয় যাক একনজরে।
11:12 PM, 28 Jun

বিশ্বকাপে দুই দল মুখোমুখি হলে কি হয়েছে তা দেখে নেওয়া যাক।
7:52 PM, 28 Jun

ম্যাচের অনেক আগে থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় করেছেন বেলজিয়ামের সমর্থকেরা।
7:50 PM, 28 Jun

ভারতীয় সময় রাত সাড়ে ১১টা শুরু হবে ম্যাচ। তার আগে সেজে উঠেছে কালিনিনগ্রাদ স্টেডিয়াম।

English summary
Fifa World Cup 2018 : England to take on Belgium in group G clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X