For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডকে ২-০ গোলে হারাল বেলজিয়াম

বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারীর লড়াইয়ে এদিন মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বেলজিয়াম।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারীর লড়াইয়ে এদিন মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বেলজিয়াম। দুই দলই বিশ্বকাপ জেতার দাবিদার হয়ে উঠেছিল। তবে অবশেষে সেমিফাইনালের লড়াইয়ে বিদায় নিতে হয়েছে। ইংল্যান্ড হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। আর ফ্রান্সের কাছে হেরে বেলজিয়ামকে বিদায় নিতে হয়েছে। একদিক থেকে দেখতে গেলে এই ম্যাচের কাপ জেতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। বিশেষ গুরুত্বও নেই। তবে একদিকে ইংল্যান্ড দল যেমন হ্যারি কেনের নেতৃত্বে পুনরুজ্জীবিত হয়ে উঠেছে, তেমনই বেলজিয়ামের এই দলকে সোনার প্রজন্ম বলা হচ্ছে। তাই শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়েই রাশিয়া ছাড়তে চাইছে দুই দল।

LIVE তৃতীয় হওয়ার লড়াইয়ে নামছে ইংল্যান্ড-বেলজিয়াম

1
958084

ম্যাচের সমস্ত আপডেট দেখে নিন এখানে

Newest First Oldest First
9:23 PM, 14 Jul

শেষ হল ম্যাচ। বিশ্বকাপে তৃতীয় স্থান পেল বেলজিয়াম। ২-০ হেরে ইংল্যান্ড হল চতুর্থ।
9:21 PM, 14 Jul

৯০ মিনিট খেলার সময় অতিক্রান্ত। অতিরিক্ত ৩ মিনিট সময় দিলেন রেফারি। বেলজিয়ামের তৃতীয় হওয়া এখন সময়ের অপেক্ষা।
9:17 PM, 14 Jul

সময় প্রায় শেষ হতে চলল। এখান থেকে ইংল্যান্ডের ফিরে আসা প্রায় অসম্ভব। ফলে ফের এই বিশ্বকাপেই বেলজিয়ামের কাছে ইংল্যান্ড হারতে চলেছে।
9:10 PM, 14 Jul

৮১ মিনিটে গোল করে বেলজিয়ামকে ২-০ করে দিলেন অধিনায়ক এডেন হ্যাজার্ড।
9:08 PM, 14 Jul

ডি ব্রুইনের দুরন্ত শট আটকে দিলেন ইংরেজ গোলরক্ষক পিকফোর্ড।
9:03 PM, 14 Jul

ম্যাগুয়ারের হেড গোলপোস্টের সাইড ঘেঁষে বেরিয়ে গেল। ইংল্যান্ড মাথা কুটেও যেন গোল পাচ্ছে না। এদিকে ৭৫ মিনিট খেলা অতিক্রান্ত।
9:00 PM, 14 Jul

যার ফলে ইংল্যান্ড প্রথম গোলটা পেল না। ভীষণ হতাশ ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
8:59 PM, 14 Jul

৬৯ মিনিটে একেবারে গোললাইন সেভ করলেন বেলজিয়ামের অল্ডারওয়েরেল্ড।
8:56 PM, 14 Jul

৬৫ মিনিট সময় অতিক্রান্ত দ্রুত প্রতি আক্রমণে উঠছে বেলজিয়াম। ইংল্যান্ড বারবার আক্রমণ করার চেষ্টা করে চলেছে। ইংল্যান্ডকে ম্যাচ জিততে গেলে হ্যারি কেনকে গোল করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।
8:43 PM, 14 Jul

গোল পেয়ে যেত ইংল্যান্ড। তবে গোলমুখী বলে পা লাগাতে পারলেন না হ্যারি কেন। সাত নম্বর গোল পেতে গিয়েও পেলেন না। ৫৫ মিনিট খেলা অতিক্রান্ত।
8:39 PM, 14 Jul

প্রথমার্ধে বল পজেশনে ইংল্যান্ড অনেকটা এগিয়ে রয়েছে। তবে গোল পেয়ে এগিয়ে রয়েছে বেলজিয়াম।
8:39 PM, 14 Jul

গোল করার চেষ্টা শুরু করে দিয়েছে ইংল্যান্ড। তবে এখনও বেলজিয়ামের রক্ষণ ভেদ করতে পারেনি। এদিকে বেলজিয়ামও পাল্টা দ্বিতীয় গোল করার চেষ্টা করে চলেছে।
8:34 PM, 14 Jul

দুটি খেলোয়াড় শুরুতেই পরিবর্তন করে ফেলল ইংল্যান্ড। শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
8:32 PM, 14 Jul

শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। ইংল্যান্ড কি পারবে গোল শোধর করে সমতা ফেরাতে?
8:20 PM, 14 Jul

প্রথমার্ধের খেলা শেষ। ১-০ এগিয়ে রইল বেলজিয়াম।
8:17 PM, 14 Jul

৪৫ মিনিট অতিক্রান্ত। অতিরিক্ত ২ মিনিট সময় দিলেন রেফারি।
8:11 PM, 14 Jul

প্রথমার্ধে আর গোল করার সুযোগ দিতে চাইছে না রেড ডেভিলসরা। ফলে ডিফেন্সে লোক বাড়িয়েছে। ইংল্যান্ডের আক্রমণ থামিয়ে প্রতি আক্রমণে ওঠাই আপাতত রণকৌশল বেলজিয়ামের। সময় ৪০ মিনিট অতিক্রান্ত।
8:05 PM, 14 Jul

৩৪ মিনিট অতিক্রান্ত। বারবার আক্রমণ তুলে আনছেন হ্যাজার্ড, মিউনিয়াররা। কর্ণার থেকে সুযোগ এসে গিয়েছিল বেলজিয়ামের কাছে। সাইড ভলি গোলের উপর দিয়ে উড়ে গেল।
7:58 PM, 14 Jul

বেলজিয়াম মাঝেমাঝেই আক্রমণে উঠে আসছে। এদিন জিতলে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সবচেয়ে ভালো পারফরম্যান্সে শেষ করবে রেড ডেভিলসরা।
7:54 PM, 14 Jul

বক্সের বাইরে থেকে শট নিলেন হ্যারি কেন। তবে গোলের মধ্যে রাখতে পারলেন না। রাখলে প্রথম গোল পেয়ে যেতে পারত ইংল্যান্ড।
7:50 PM, 14 Jul

২০ মিনিট অতিক্রান্ত। তবে ইংল্যান্ড এখনও গোল শোধর করতে পারেনি। বেলজিয়াম গোলকিপার কোর্তোইসকে পরাস্ত করা সহজ কাজ নয়।
7:48 PM, 14 Jul

ইংল্যান্ডও ক্রমাগত আক্রমণের চেষ্টা করে চলেছে। হ্যারি কেন, ডেলে আলিরা যেকোনও সময় গোল করতে দক্ষ।
7:46 PM, 14 Jul

বেলজিয়ামের কাছে ফের সুযোগ চলে এসেছিল। রেড ডেভিলসদের আক্রমণে এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা রয়েছেন। যেকোনও সময় গোল করতে পারেন।
7:40 PM, 14 Jul

হ্যারি কেন গোল্ডেন বলের দৌড়ে রয়েছেন। এখনও পর্যন্ত ৬টি গোল করেছেন তিনি। তবে নক আউটের ম্যাচে তিনি গোল করতে পারেননি। এদিন কি পারবেন গোল করে দলকে জেতাতে?
7:35 PM, 14 Jul

গোল করলেন মিউনিয়ার। ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
7:34 PM, 14 Jul

৩ মিনিট ৩৮ সেকেন্ডে গোল করে এগিয়ে গেল বেলজিয়াম।
7:31 PM, 14 Jul

শুরু হয়ে গেল তৃতীয় স্থান দখলের ম্যাচ।
7:30 PM, 14 Jul

মাঠে নেমে পড়ল দুই দল। জাতীয় সঙ্গীতের পরই শুরু হবে ম্যাচ।
7:04 PM, 14 Jul

কোন ফর্মেশনে আজ মাঠে নামছে দুই দল? দেখে নেওয়া যাক একনজরে।
7:03 PM, 14 Jul

একনজরে দুই দলের প্রথম একাদশ।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : England vs Belgium 3rd place qualifier live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X