For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়া

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লুঝনিকি স্টেডিয়ামে নামছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে লুঝনিকি স্টেডিয়ামে নামছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের কাছে সুযোগ রয়েছে ফের একবার ফাইনালে পৌঁছনোর। ১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপে একবারই মাত্র বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার অধিনায়ক হ্যারি কেনের নেতৃত্বে দারুণ সুযোগ রয়েছে। এদিকে ক্রোয়েশিয়ার কাছেও সুযোগ রয়েছে প্রথমবার ফাইনালে ওঠার। দুই দলেই দারুণ খেলোয়াড় রয়েছেন। ইংল্যান্ডের ডেলে আলি, হ্য়ারি কেনরা যেমন রয়েছে তেমনই ক্রোয়েশিয়ায় লুকা মডরিচ, রাকিটিচরা রয়েছেন। এবার দেখার কোন দল ফাইনালের টিকিট কাটতে পারে।

LIVE দ্বিতীয় সেমিফাইনালে নামছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

1
958083

ম্যাচের সমস্ত আপডেট একনজরে

Newest First Oldest First
2:08 AM, 12 Jul

বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। ইতিহাস তৈরি করে প্রথমবার ফিফা বিশ্বকাপের ফাইনালে চলে গেল ক্রোয়েশিয়া।
2:07 AM, 12 Jul

শেষ সুযোগ ইংল্যান্ডের। ক্রোয়েশিয়া বক্সের কিছুটা দূরে ফ্রি কিক পেল ইংল্যান্ড।
2:03 AM, 12 Jul

১২০ মিনিটে খেলার পরে ৪ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
2:02 AM, 12 Jul

অধিনায়ক মডরিচকে তুলে নিলেন কোচ। অতিরিক্ত সময়ের আর মাত্র কয়েক মুহূর্ত বাকী।
1:59 AM, 12 Jul

সময় গড়িয়ে যাচ্ছে। ইতিহাস থেকে আর কিছুটা দূরে মডরিচরা। ১১৬ মিনিট সময় অতিক্রান্ত।
1:55 AM, 12 Jul

১০৯ মিনিটে গোল করে এগিয়ে গেল ক্রোয়েশিয়া। গোল করলেন মান্ডজুকিচ।
1:50 AM, 12 Jul

শুরু অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটের খেলা।
1:46 AM, 12 Jul

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। কোনও দল গোল করতে পারেনি। ম্যাচের শেষ ১৫ মিনিট খেলা হবে এবার।
1:41 AM, 12 Jul

ক্লান্ত লাগছে ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের। পরপর তিনটি ম্যাচে ১২০ মিনিট খেলা কম কতা নয়। ইংল্যান্ড এই ক্লান্তিকে কাজে লাগিয়ে ফেলতে পারে কিনা সেটাই দেখার।
1:37 AM, 12 Jul

১০১ মিনিটে রেবিচকে বসিয়ে ক্রামারিচকে নামাল ক্রোয়েশিয়া।
1:36 AM, 12 Jul

৯৮ মিনিটের মাথায় গোললাইন সেভ করে ক্রোয়েশিয়াকে বাঁচালেন ভারসালকো।
1:31 AM, 12 Jul

কুচকিতে টান লেগে বেরিয়ে গেলেন ক্রোয়েশিয়ার স্ট্রিনিচ। মাঠে এলেন পিভারিচ।
1:28 AM, 12 Jul

বল পজেশন থেকে গোলে শট ও পাস খেলা- সবেতেই এগিয়ে ক্রোয়েশিয়া। শেষ অবধি মডরিচরাই কি শেষ হাসি হাসবেন? অপেক্ষা আর কিছু মিনিটের।
1:27 AM, 12 Jul

শুরু হল অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা।
1:22 AM, 12 Jul

পরপর তিনটি ম্যাচে অতিরিক্ত সময়ে খেলছে ক্রোয়েশিয়া। ডেনমার্ক, রাশিয়া ম্যাচের পর ইংল্যান্ডের বিরুদ্ধেও অতিরিক্ত সময় খেলছে ক্রোটরা।
1:21 AM, 12 Jul

বাঁসি বাজিয়ে দিলেন রেফারি। নির্ধারিত সময়ের খেলা শেষ। ১-১ শেষ হল ম্যাচ। এবার ৩০ মিনিট অতিরিক্ত সময়ের খেলা হবে।
1:18 AM, 12 Jul

ইংল্যান্ডের গোটা দল প্রায় ডিফেন্সে নেমে এসেছে। ৯০ মিনিট খেলা অতিক্রান্ত। ৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
1:13 AM, 12 Jul

নির্ধারিত সময়ের আর ৫ মিনিট বাকী। এর মধ্যে কি কোনও দল গোল করে শেষ মুহূর্তে গোল পাবে?
1:10 AM, 12 Jul

গোল লক্ষ্য করে জোরাল শট মান্ডজুকিচের। বল সোজা পিকফোর্ডের হাতে। খেলা ৮২ মিনিট অতিক্রান্ত।
1:09 AM, 12 Jul

চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড। বারবার ব্যাক পাস খেলছেন ইংল্যান্ড ডিফেন্ডাররা।
1:05 AM, 12 Jul

ক্রোয়েশিয়ার আক্রমণের পর রাশফোর্ডকে নামানোর পর এবার আক্রমণে উঠছে ইংল্যান্ড। মাঝমাঠের লড়াইয়ে ক্রমশ দুই দল একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে।
1:01 AM, 12 Jul

৭৩ মিনিটে স্টারলিংয়ের পরিবর্তে রাশফোর্ডকে নামালেন কোচ গ্যারেথ সাউথগেট।
12:59 AM, 12 Jul

৭১ মিনিটে একেবারে সহজ সুযোগ এসে গিয়েছিল ক্রোয়েশিয়ার সামনে। তবে গোল এল না। সহজ সুযোগ হারাল ক্রোটরা।
12:55 AM, 12 Jul

৬৭ মিনিটে গোল করে সমতা ফেরাল ক্রোয়েশিয়া। গোল করলেন পেরিসিচ।
12:53 AM, 12 Jul

দারুণ সুযোগ এসে গিয়েছিল ক্রোটদের সামনে। পেরিসিচ গোলে মেরেছিলেন। তবে কাঙ্খিত গোল আসছে না। ইংল্যান্ড ডিফেন্সে লোক বাড়াচ্ছে। আর আক্রমণে ধার বাড়াচ্ছে ক্রোয়েশিয়া।
12:48 AM, 12 Jul

৬০ মিনিট অতিক্রান্ত। লুকা মডরিচ, রাবিচ, রাকিটিচরা ক্রমাগত আক্রমণের চেষ্টা করে চলেছে। তবে এখনও গোল আসেনি। ধীরে ধীরে সময় গড়িয়ে চলেছে।
12:42 AM, 12 Jul

কর্ণার পেল ক্রোয়েশিয়া। তবে ফ্রি কিক হয়ে গেল। ক্রোয়েশিয়া পাস বেশি খেললেও গোলের সুয়োগ তৈরি করতে পারছে না।
12:40 AM, 12 Jul

গোটা স্টেডিয়ামে ইংল্যান্ড সমর্থকদের ভিড় অনেক বেশি। কোলাহলে তাঁরা মাঠ মাতিয়ে তুলছেন। ক্রোট সমর্থকরাও তাঁদের পাল্লা দেওয়ার চেষ্টায় ব্যস্ত।
12:33 AM, 12 Jul

শুরু হল দ্বিতীয়ার্ধ। ১ গোলের ব্যবধান একেবারেই বড় নয়। দ্বিতীয়ার্ধে কি ক্রোটরা গোল করে সমতা ফেরাতে পারবেন? আগামী ৪৫ মিনিটেই সেই উত্তর মিলবে।
12:32 AM, 12 Jul

প্রথমার্ধে বল পজেশনের লড়ািয়ে সামান্য এগিয়ে ক্রোয়েশিয়া। তবে ইংল্যান্ড এক গোলে এগিয়ে রয়েছে।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : England vs Croatia semi final match live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X