For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নক আউটের লড়াইয়ে আর্জেন্তিনার বিরুদ্ধে কিঞ্চিৎ এগিয়ে শুরু করবে ফ্রান্স, পড়ুন ম্যাচ প্রিভিউ

নক আউটের প্রথম ম্যাচে মুখোমুখি নামছে আর্জেন্তিনা ও ফ্রান্স। সি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী ফ্রান্সরা গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানাধিকারী আর্জেন্তিনার বিরুদ্ধে কাজান এরিনা স্টেডিয়ামে নামবে।

  • |
Google Oneindia Bengali News

নক আউটের প্রথম ম্যাচে মুখোমুখি নামছে আর্জেন্তিনা ও ফ্রান্স। সি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী ফ্রান্সরা গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানাধিকারী আর্জেন্তিনার বিরুদ্ধে কাজান এরিনা স্টেডিয়ামে নামবে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাটি শুরু হবে।

আ্রজেন্তিনার বিরুদ্ধে কিঞ্চিৎ এগিয়ে শুরু করবে ফ্রান্স

সাধারণভাবে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলে সেই দলের প্রতি আশা অনেক বেড়ে যায়। তবে ফ্রান্স এখনও নিজেদের সেরা ফর্মে পৌঁছতে পারেনি। কারণ ফ্রান্স শেষ খেলা ও তার আগের ম্যাচের শেষ অর্ধ ধরলে মোট তিনটি অর্ধে কোনও গোল করতে পারেনি। একটি গোল অস্ট্রেলিয়া ম্যাচে আত্মঘাতী হয়েছে।

কোচ দিদিয়ের দেসক্যাম্পস টুর্নামেন্ট জেতার মতো আশাবাদী সেটা নিশ্চিত করে বলতে পারবেন না। কারণ, এই ফ্রান্স দলে প্রতিভার অভাব স্পষ্ট। এই ম্যাচের বাধা টপকাতে পারলে পরের ম্যাচে উরুগুয়ে অথবা পর্তুগালের সামনে পড়তে হবে। ফলে কোয়ার্টার ফাইনালের উপরে ফ্রান্স উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না।

অন্যদিকে আর্জেন্তিনা পরের রাউন্ডে উঠলেও খুব বেশি আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ গ্রুপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে আটকে যাওয়ার পরে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারতে হয়েছে। লিওনেল মেসি জ্বলে উঠতে পারেননি। শেষ অবধি নাইজেরিয়াকে হারিয়ে মেসিরা শেষ ১৬-য় উঠেছেন।

একটা সময়ে মনে হচ্ছিল, মেসিদের বিশ্বকাপ অভিযান গ্রুপ স্টেজেই শেষ হয়ে যাবে। তবে শেষ ম্যাচে মেসি ম্যাজিকে আর্জেন্তিনা সমর্থকদের মুখে হাসি ফুটেছে।

তাই দল হিসাবে আর্জেন্তিনা যে ফ্রান্সের চেয়ে এগিয়ে রয়েছে তা একেবারেই নয়। বরং অত্যন্ত মেসি নির্ভরতা এই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে। ফ্রান্সের মতো আর্জেন্তিনাও প্রতিভার অভাবে ধুঁকছে। ফলে কিছুটা হলেও ফেভারিট হিসাবে নামছে ফ্রান্স।

ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, আর্জেন্তিনা ও ফ্রান্স দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচ দুই দল ১৯৩০ সালে প্রথম মুখোমুখি হয়। আর্জেন্তিনা ৬ বার জিতেছে, ফ্রান্স ২ বার জিতেছে। ৩ ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্তিনার সম্ভাব্য একাদশ

আরমানি, মের্কাদো, ওতামেন্দি, রোহো, তাগলিয়াফিকো, মাসচেরানো, বানেগা, পেরেস, মেসা, আগেরো, মেসি

ফ্রান্সের সম্ভাব্য একাদশ

লোরিস, সিডিবে, ভারানে, উমতিতি, হের্নান্দেজ, কাঁতে, মাতুইদি, এমবাপ্পে, পোগবা, ফেকির, গ্রিজম্যান

English summary
Fifa World Cup 2018 : France vs Argentina knock out match preview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X