For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল রাশিয়া

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামছে রাশিয়া ও সৌদি আরব। খেলা হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

Google Oneindia Bengali News

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি রাশিয়া ও সৌদি আরব। রাশিয়া এই নিয়ে ১১বার বিশ্বকাপ খেলতে নামল। অন্য দিকে, সৌদি নামল পঞ্চমবার বিশ্বকাপের আসরে। সৌদি আরবের বিশ্বকাপের অভিজ্ঞতা খুব একটা মধুর নয়। এর আগে চারবারের মধ্যে একবারই ১৯৯৪ সালে গ্রুপ স্টেজের বাধা টপকাতে পেরেছে সৌদি। অন্য দিকে, রাশিয়া তিনবার কোয়ার্টার ফাইনাল ও একবার ১৯৬৬ সালে সেমিফাইনাল খেলেছে। এবার আয়োজক দেশ হিসাবে বিশ্বকাপ খেলছে রাশিয়া। ফলে প্রথম ম্যাচে আপাত ফেভারিট রুশরাই।

সৌদিকে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু রাশিয়ার

ম্যাচের সমস্ত আপডেট পান এখানে

Newest First Oldest First
10:32 PM, 14 Jun

শেষ হল ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়ে দিল আয়োজক দেশ রাশিয়া।
10:31 PM, 14 Jun

ফের রুশ ম্যাজিক। ফের গোল! অনবদ্য! ফ্রি কিক থেকে গোল করে রাশিয়ার পক্ষে ম্যাচের ফল ৫-০ করলেন গোলভিন।
10:30 PM, 14 Jun

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল তুলে নিল রাশিয়া। গোল করলেন চেরিসেভ। রাশিয়ার পক্ষে খেরাল ফল ৪-০।
10:22 PM, 14 Jun

তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
10:18 PM, 14 Jun

ফুটবলার পরিবর্তন সৌদি আরবের। মহম্মদ ইব্রাহিমের পরিবর্তে মাঠে এলেন মোহনাদ আসেরি।
10:14 PM, 14 Jun

জিউবার গোলের সেই দৃশ্য।
10:08 PM, 14 Jun

সুপার সাব! পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে নেমেই গোল জিউবার।
10:06 PM, 14 Jun

তৃতীয় পরিবর্তনটি নিয়ে নিলেন রাশিয়ার কোচ।স্মোলোভের পরিবর্তে মাঠে এলেন জিউবা।
10:01 PM, 14 Jun

অনবদ্য! নিশ্চিত গোল বাঁচালেন সৌদি গোলরক্ষক আল মায়ফ।
9:59 PM, 14 Jun

পরিবর্তন নিল রাশিয়া।
9:57 PM, 14 Jun

প্রথম পরিবর্তন নিল সৌদি আরব। আবদুল্লা ওতায়েফের পরিবর্তে মাঠে নামলেন ফাহাদ আল মুয়াল্লাদ।
9:51 PM, 14 Jun

আল জাসামের ফ্রি কিকে থেকে ভাসানো বলে মাথা ছোঁয়ালেও গোলের মধ্যে রাখতে ব্যর্থ হন আল ফারাজ।
9:49 PM, 14 Jun

অল্পের জন্য গোলের খাতা খুলতে পারল না সৌদি আরব।
9:48 PM, 14 Jun

ব্যবধান কমানোর সহজ সুযোগ হাতছাড়া করল সৌদি আরব। ওপেন নেট মিস করলেন আল সালাওয়ি
9:42 PM, 14 Jun

দুরন্ত আক্রমণ। অল্পের জন্য লক্ষভ্রষ্ট রুশ ফরওয়ার্ড।
9:35 PM, 14 Jun

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।
9:21 PM, 14 Jun

শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধে পুরোটাই দাপট দেখিয়েছে রাশিয়া। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আয়োজক রাশিয়া।
9:20 PM, 14 Jun

জোবনিনের পাস থেকে গোল করে গেলেন চেরিসভ।
9:16 PM, 14 Jun

রাশিয়ের হয়ে ম্যাচে লিড বাড়ালেন চেরিসেভ
9:14 PM, 14 Jun

জরামরিতে সহজ সুযোগ হাতছাড়া করল রাশিয়া।
9:08 PM, 14 Jun

প্রতিআক্রমণে দুরন্ত ফুটবলের নমুনা রাখছে রাশিয়া। তুলে আনছে একের পর এক আক্রমণ।
9:04 PM, 14 Jun

তিরিশ মিনিট অতিক্রান্ত হল ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ।
9:03 PM, 14 Jun

সুবিধাজনক জায়গা থেকে ফ্রি-কিক পেয়েও তা কাজে লাগাতে পারল না সৌদি আরব।
9:02 PM, 14 Jun

প্রথম গোলের পর গাজিনস্কিকে ঘিরে উচ্ছ্বাস সতীর্থদের।
9:00 PM, 14 Jun

বিক্ষিপ্তভাবে প্রতিআক্রমণে ওঠার চেষ্টা সৌদি আরবের।
8:59 PM, 14 Jun

দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার চোট পেলেও, আক্রমণের ধারা বজায় রেখেছে রাশিয়া।
8:58 PM, 14 Jun

বড় ধাক্কা রাশিয়ার। চোট পেয়ে মাঠের বাইরে গেলেন অ্যলান জেগভ। তাঁর পরিবর্তে মাঠে এলেন চেরিসেভ।
8:55 PM, 14 Jun

ফের আক্রমণ রাশিয়ার। কিন্তু ফরওয়ার্ড লাইনের ভুল বোঝাবুঝিতে সুযোগ হাতছাড়া।
8:53 PM, 14 Jun

ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় নিজেদের দখলে নিয়ে নিয়েছে রাশিয়া। প্রথম ২০ মিনিটেই অনেকটা ফিকে দেখাচ্ছে সৌদি ফুটবলারদের।
8:48 PM, 14 Jun

প্রথম গোলদাতা হিসেবে ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপের স্কোরশিটে নাম তুললেন গাজিনস্কি।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : Get live updates of Russia vs Saudi Arabia match from Moscow Luzhniki stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X