For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন রবি উইলিয়ামস, সম্প্রীতির বার্তা পুতিনের

বোধন হচ্ছে ২০১৮ ফিফা বিশ্বকাপের। রাশিয়ায় প্রথমবারের জন্য বিশ্বকাপের আসর বসছে। পূর্ব ইউরোপে এই প্রথম বিশ্বকাপ হচ্ছে। ফলে সবদিক থেকেই এই বিশ্বকাপ অনন্য। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের মাঠে উদ্বোধন হবে।

  • |
Google Oneindia Bengali News

বোধন হচ্ছে ২০১৮ ফিফা বিশ্বকাপের। রাশিয়ায় প্রথমবারের জন্য বিশ্বকাপের আসর বসছে। পূর্ব ইউরোপে এই প্রথম বিশ্বকাপ হচ্ছে। ফলে সবদিক থেকেই এই বিশ্বকাপ অনন্য। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলা হবে। এই মাঠেই বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হবে। উদ্বোধনী কনসার্টে বিখ্যাত তারকা রবি উইলিয়ামস থাকছেন। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনাও ব্রাজিলকে দুবার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনাল্ডো। এর পাশাপাশি হলিউড তারকা উইল স্মিথ পারফর্ম করবেন। এর সঙ্গে থাকবেন কোসোভান গায়ক এরা ইস্ত্রেফি ও নিকি জ্যাম। একনজরে দেখে নিন উদ্বোধনী অনুষ্ঠানের নানা মুহূর্ত।

LIVE বিশ্বকাপের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মঞ্চ মাতাচ্ছেন রবি উইলিয়ামস

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের নানা মুহূর্ত

Newest First Oldest First
8:31 PM, 14 Jun

শেষ হল বি্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান।
8:27 PM, 14 Jun

রাশিয়াকে ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য ধন্যবাদ জানালেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। আগামী একমাস রাশিয়া ডুবে থাকবে ফুটবলে। ধন্যবাদ জানালেন প্রেসিডেন্ট পুতিনকে।
8:24 PM, 14 Jun

ম্যাচ শুরুর আগে ভাষণ রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে ফুটবলের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিলেন তিনি।
8:23 PM, 14 Jun

রোনাল্ডো ম্যাচ বল পাস করলেন বিশ্বকাপের ম্যাসকট জাবিভাকার হাতে।
8:12 PM, 14 Jun

গোটা মাঠকে প্রায় ঢেকে ফেলা হয়েছে ফুটবলের চাদরে।
8:09 PM, 14 Jun

ফিফার পেশ করা বিশ্বকাপের ওপেনার ভিডিওটি দেখুন একনজরে।
8:07 PM, 14 Jun

গানের তালে মেতে উঠেছে গোটা লুঝনিকি স্টেডিয়াম।
8:06 PM, 14 Jun

গানের তালে মঞ্চ মাতাচ্ছেন রবি উইলিয়ামস।
8:06 PM, 14 Jun

শুরু বিশ্বকাপের জমজমাট অনুষ্ঠান। শুরুতেই দেখা গেল ব্রাজিলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোকে।
8:00 PM, 14 Jun

স্টেডিয়ামে ঢুকে পড়ল সৌদি দলও।
7:59 PM, 14 Jun

রাশিয়া দল ঢুকছে স্টেডিয়ামে। দেখুন ভিডিও।
7:48 PM, 14 Jun

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে লুঝনিকি স্টেডিয়ামে উপস্থিত অসংখ্য ফুটবলভক্ত।
7:43 PM, 14 Jun

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইগর ক্যাসিয়াস।
6:41 PM, 14 Jun

লুঝনিকি স্টেডিয়ামের বাইরে ইতিমধ্যে ভিড় জমতে শুরু করে দিয়েছে। দর্শক একে একে স্টেডিয়ামে প্রবেশ করছেন। ফুটবলের সবচেয়ে বড় শো-এর উদ্বোধনী দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
6:28 PM, 14 Jun

ফিফা বিশ্বকাপের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে তৈরি ভিডিওটি উসকে দেবে নস্ট্যালজিয়া।
5:08 PM, 14 Jun

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে কী বলছেন রাশিয়ার কোচ।
4:34 PM, 14 Jun

বিশ্বকাপে সৌদি আরবের পারফরম্যান্স একঝলকে
4:34 PM, 14 Jun

বিশ্বকাপে রাশিয়ার পারফরম্যান্স একঝলকে
4:14 PM, 14 Jun

আয়োজক দেশ হিসাবে বিশ্বকাপে খেলছে রাশিয়া। এই প্রথমবার পূর্ব ইউরোপে ফিফা বিশ্বকাপের আসর বসেছে। যা আগে কোনওদিন হয়নি। রাশিয়ার বিশ্বকাপে পারফরম্যান্স তেমন আহামরি নয়। আগে সোভিয়েত ইউনিয়ন হিসাবে বিশ্বকাপে অংশ নিয়েছিল রাশিয়া। ১৯৯৪ সাল থেকে শুধু রাশিয়া হিসাবে অংশ নিচ্ছে।
3:47 PM, 14 Jun

বিশ্বকাপের নানা মুহূর্ত নিয়ে ভিডিও তৈরি করেছে ফিফা। দেখে নিন একনজরে।
3:44 PM, 14 Jun

রাশিয়া বনাম সৌদি আরবের ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে।
3:33 PM, 14 Jun

বিশ্বকাপে সৌদি আরব : এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপের আসরে। শেষবার কোয়ালিফাই করে ২০০৬ সালে। সেরা পারফরম্যান্স ১৯৯৪ সালে শেষ ১৬-য় ওঠা। প্রধান খেলোয়াড় : আল আবেদ, আল মুয়াল, আল শেহরি।
3:32 PM, 14 Jun

বিশ্বকাপে রাশিয়া : এই নিয়ে ১১ বার বিশ্বকাপের মূলপর্বে। ৩ বার কোয়ার্টার ফাইনাল ও ১ বার সেমিফাইনালিস্ট। ২০১৪ সালে গ্রুপ স্টেজ থেকেই বিদায়। প্রধান খেলোয়াড় : আকিনফিভ, সেমেনোভ, স্মোলোভ।
3:29 PM, 14 Jun

ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটায় ম্যাচ শুরু হবে। তার আগে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। প্রথম ম্যাচে রাশিয়া নামছে সৌদি আরবের বিরুদ্ধে।
3:23 PM, 14 Jun

কোথায় হবে উদ্বোধনী অনুষ্ঠান? মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলা হবে। এই মাঠেই বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হবে। শহরের বিখ্যাত রেড স্কোয়ারে চোখধাঁধানো কনসার্টও হবে।

English summary
Fifa World Cup 2018 : Get live updates of Russia vs Saudi Arabia match opening ceremony from Moscow Luzhniki stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X