For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিউনিশিয়াকে ৫-২ ফলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেল বেলজিয়াম

আজ (শনিবার) প্রথম ম্যাচে স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি বেলজিয়াম ও তিউনিসিয়া

Google Oneindia Bengali News

শনিবার স্পার্টাক স্টেডিয়ামে গ্রুপ জি-র ম্যাচে তিউনিসিয়ায় মুখোমুখি বেলজিয়াম। গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগেই এই ম্যাচ জিতে বিশ্বকাপের নকআউট পর্বে যাওয়া পাকা করতে চায় রেড ডেভিলসরা। কিন্তু দুর্বল তিউনিশিয়ার সঙ্গে সঙ্গে এডেন হ্যাজার্ডদের সামনে আরেক প্রতিপক্ষ দেশের সমর্থকদের প্রত্য়াশার চাপ। আগের ম্যাচে তিন গোলে জিতলেও সমর্থকদের মনে ধরেনি বেলজিয়ামের খেলা। পানামার বিরুদ্ধে ম্যাচে বোতলবন্দি হয়েছিলেন বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডও। আজ তিনি গোল না পেলে কিন্তু সমর্থকরা ছেড়ে কথা বলবেন না। তাই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও যথেষ্ট চাপেই রেড ডেভিলসরা। তারা বলছে বিশ্বকাপের ম্যাচে যে কোনও সময় অঘটন ঘটতে পারে।

 আজ মুখোমুখি বেলজিয়াম ও তিউনিসিয়া

1
958060

বেলজিয়াম বনাম তিউনিসিয়া ম্যাচের সরাসরি আপডেট পান এখানে

Newest First Oldest First
7:34 PM, 23 Jun

এবারের বিশ্বকাপে এখনও অবধি এই ম্যাচেই সবচেয়ে বেশি গোল হল
7:26 PM, 23 Jun

খেলা শেষ। ম্যাচের চুড়ান্ত স্কোর ৫-২
7:25 PM, 23 Jun

সংযুক্ত সময়ে আরও এক গোল শোধ করলেন তিউনিশিয়ার খাজরি। স্কোর ৫-২
7:24 PM, 23 Jun

নির্ধারিত সময়ের খেলা শেষ। ৩ মিনিট সংযুক্ত সময় দেওয়া হল
7:22 PM, 23 Jun

অবশেষে শিকে ছিড়ল বাতশুয়াইয়ের কপালে। তেলেমেন্স-এর ক্রসে পা ছুঁইয়ে গোল পেলেন তিনি। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহুর্তে। স্কোর হল ৫-১
7:18 PM, 23 Jun

বেলজিয়ামের খেলার পরিবর্তন, মার্টিন্সের বদে মাঠে এলেন তিয়েলেমানস
7:13 PM, 23 Jun

আবার বাতশুয়াইয়ের ভলি আটকে গেল মুস্তাফার হাতে
7:12 PM, 23 Jun

আবার বাতশুয়াইয়ের আক্রমণ, কিন্তু তিউনিশিয় ডিপেন্ডারের হাতে আটকে গেলেন।
7:11 PM, 23 Jun

মুস্তাফার হাত থেকে বেরিয়ে আসা বল ফের গোলে ঠেলতে ব্যর্থ হলেন বাতশুয়াই
7:09 PM, 23 Jun

গোললাইন থেকে বল বের করে দিলেন তিউনিশিয় ডিফেন্ডার
7:08 PM, 23 Jun

চিউনিশিয় গোলকিপারকে পরাস্ত করেই ফাঁকা গোলে গোল করতে পারলেন না বেলজিয়ামের পরিবর্তিত খেলোয়ার বাতশুয়াই।
7:07 PM, 23 Jun

বক্সের একেবারে প্রান্তে এসে বেলজিয়ান আক্রমণ রুখলেন তিউনিৃশিয় গোলকিপার
7:05 PM, 23 Jun

মাতায় সামান্য চোট পেলেন বেলজিয়ান ডিফেন্ডার ভেরতঙ্ঘেন
7:03 PM, 23 Jun

থ্রু বল ধরে গোলের কাছে পৌঁছে গেছিলেন বাতশুয়াই। কিন্তু তিনি অফসাইড পজিশে ছিলেন।
7:02 PM, 23 Jun

তিউনিসিয়ার ফ্রিকিক, বেলজিয়ান বক্সের বাইরে। কিন্তু কাজের কাজ করতে পারল না তিউনিশিয়ার খেলোয়াররা।
7:02 PM, 23 Jun

কারাস্কো বল নিয়ে পৌঁছে গেছিলেন তিউনিসিয় বক্সে, কিন্তু আটকে গেলেন মুস্তাফার কাছে।
7:00 PM, 23 Jun

হ্যাজার্ডকে তুলে নেওয়া হল। মাঠে এলেন বাতশুযাই
6:59 PM, 23 Jun

তিউনিশিয়ার বাদ্রি আসাধারণ টার্নে ডিফেন্সকে পরাস্ত করে শট নিয়েছিলেন। কিন্তু কুর্তোয়াকে পরাস্ত করতে পারলেন না
6:58 PM, 23 Jun

ডিফেন্সে লোক বাড়িয়েছে বেলজিয়াম।
6:58 PM, 23 Jun

খেলার গতি এবার একটু কমাতে চাইছএ বেলজিয়াম।
6:57 PM, 23 Jun

আবার আক্রমণে আসছে তিউনিশিয়া। কিন্তু ডিফেন্স সজাগ আছে।
6:56 PM, 23 Jun

আবার হ্যাজার্ডের শট গোল লশ্ক্ষ্য করে, কিন্তু নিশানাচ্যুত।
6:56 PM, 23 Jun

মাঠে বৃষ্টি শুরু হয়েছে
6:54 PM, 23 Jun

আবার হ্যাজার্ডের পাস থেকে গোল লক্ষ্য করে শট নিলেন কারাস্কো। কিন্তু অল্পের জন্য নিশানায় থাকল না
6:52 PM, 23 Jun

তিউনিশিয়ার খেলেয়ার পরিবর্তন, সাসির বদলে নামলেন স্লিতি
6:51 PM, 23 Jun

বেলজিয়ামের প্রথম খেলোয়ার পরিবর্তন। মকআউট পর্ব নিশ্চিত হতেই তুলে নেওয়া হল লুকাকুকে। ৫৮ মিনিটে নামলেন ফেলাইনি
6:49 PM, 23 Jun

আবার স্কিলের ঝলক হ্য়াজার্ডের। অসাধারণ পাস দিলেন কারাস্কোর উদ্দেশ্যে। কিন্তু গোল এল না
6:43 PM, 23 Jun

দে ব্রুয়েনার থ্রু পাস ধরে অসাধারণ গেল করলেন এডেন হ্যাজার্ড! স্কোর বেলজিয়ামের পক্ষে ৪ -১
6:42 PM, 23 Jun

দ্বিতীয়ার্ধার্ধের শুরুতেই আক্রমণাত্মক তিউনিশিয়া। ফের বাদ্রির শট আটকালেন কুর্তোয়া
6:41 PM, 23 Jun

পর পর দুটি ভাল আক্রমণ তিউনিশিয়ার। কিন্তু কাজের কাজ হল না
READ MORE

English summary
FIFA World Cup 2018 : Get live updates of the match between Belgium and Tunisia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X