সার্বিয়ার বিরুদ্ধে এদিন নামছে সুইজারল্যান্ড। গ্রুপ ই-র এনকাউন্টারে সার্বিয়া প্রথম ম্যাচে কোস্টারিকাকে হারিয়ে জয় পেয়েছে। আর বিশ্বজয়ী ব্রাজিলকে আটকে দিয়েছে সুইজারল্যান্ড। এই অবস্থায় গ্রুপ ই থেকে দুই দলের মধ্যেই মূলত লড়াই হবে পরের পর্বে কে যাবে তা নিয়ে। ইতিমধ্যে এদিন কোস্টারিকার খেলায় ব্রাজিল ২-০ জয়লাভ করে গ্রুপ শীর্ষে চলে এসেছে। কোস্টারিকা পরপর হারায় মূলপর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে এদিন সার্বিয়া বনাম কোস্টারিকার ম্যাচে যে দল হারবে তাঁরা খাদের কিনারে চলে যাবে। সার্বিয়া জিতলে সরাসরি পরের রাউন্ডে চলে যাবে। সুইজারল্যান্ড জিতলে ব্রাজিলের সঙ্গে মোকাবিলা হবে।
শেষ হল খেলা। সার্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে সুবিধাজনক জায়গায় চলে গেল সুইজারল্যান্ড। ১ গোলে পিছিয়ে থাকলেও পরের অর্ধে ২টি গোল করে ম্যাচ জিতে নিল শাকিরিরা।
রেফারি ৪ মিনিটের অতিরিক্ত সময় দিলেন। মাঠে ফের বৃষ্টি শুরু। শেষ সময়ে হলুদ কার্ড দেখলেন শাকিরি।
নব্বই মিনিটের মাথায় প্রতি আক্রমণে গোল করে সুইজারল্যান্ডকে ২-১ এগিয়ে দিলেন শাকিরি।
৮৪ মিনিটের মাথায় বক্সের একেবারে বাইরে ফ্রি কিক পেল সুইজারল্যান্ড। তবে সার্বিয়ার খেলোয়াড়ের গায়ে লেগে বল বাইরে গেল। কর্ণার থেকে কোনও সুবিদা করতে পারল না শাকিরিরা।
এদিকে সুইজারল্যান্ড জিতলে পরের রাউন্ডের জন্য অনেকটা এগিয়ে যাবে। আর এদিন ড্র করলে পরের ম্যাচে খেলতে হবে কোস্টারিকার কাছে। যারা ইতিমধ্যে গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে। ফলে ম্যাচ ড্র করলেও সুইসদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। পরের ম্যাচ জিততে হবে। এদিকে ব্রাজিল হারাবে সার্বিয়াকে। তাহলেই দল শেষ ১৬য় পৌঁছে যাবে।
৮০ মিনিট খেলা হয়ে গেল। এদিনসার্বিয়া জিতলে পরের রাউন্ডে যাবে। এদিকে ড্র করলে চাপে পড়ে যাবে। কারণ তখন পয়েন্ট হবে ৪। তাহলে শেষ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে হবে। যা বেশ কঠিন কাজ।
৭৩ মিনিটের মাথায় সুইজারল্যান্ড দারুণ সুযোগ পেয়েছিল। বল গোলের বাইরে মারলেন খেলোয়াড়। লাইন্সম্যান অফসাইডের পতাকাও অবশ্য তুলেছিলেন।
সার্বিয়ার কাছে সোনার সুযোগ রয়েছে এই ম্যাচে জিতে পরের রাউন্ডে যাওয়ার। এর আগে কোনওদিন বিশ্বকাপে শেষ ষোলোয় জায়গা করে নিতে পারেনি সার্বিয়া।
অধিনায়ক কোলোরভ অসাধারণ ক্রস করলেন। তবে মিত্রোভিচ বল পর্যন্ত পৌঁছতে পারলেন না। সত্তর মিনিটের মাথায় ফের সুযোগ তৈরি করে ফেলেছিল সার্বিয়া।
ম্যাচের ৬৫ মিনিট অতিক্রান্ত। দুই দলই গোলের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিত্রোভিচকে দুই ডিফেন্ডার আটকে বক্সে ফেলে দিলেন। তবে রেফারি পেনাল্টি দিলেন না। গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল সার্বিয়া।
গোল করার পরে উল্লাসে মেতেছেন সুইস সমর্থকেরা। এদিন ম্যাচ জিতলে তো বটেই, ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুইসদের।
দূরপাল্লার বিশ্বমানের শটে সুইজারল্যান্ডের হয়ে গোল করে দলকে সমতায় আনলেন গ্রানিট হাকা।
সমর্থকেরা কালিনিনগ্রাদ স্টেডিয়াম ভরিয়ে ফেলেছেন।
#Orlovi će imati veliku podršku u Kalinjingradu! 🦅🇷🇸🦅 #SrcemSvim pic.twitter.com/hrcgoz99S6
— Fudbalski savez Srbije | FA Serbia (@FSSrbije) June 22, 2018
ফাউল করে হলুদ কার্ড দেখলেন মাটিচ। প্রথমার্ধের খেলা শেষ। আলেকজান্ডার মিত্রোভিচের গোলে ১-০ গোলে এগিয়ে রইল সার্বিয়া।
গোলে দারুণ শট মারলেন টাডিচ। বক্সের সামান্য উপর দিয়ে উড়ে গেল।
প্রথমার্ধের ৪৫ মিনিট খেলা অতিক্রান্তষ ২ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। মাঝমাঝে খেলা ধরার চেষ্টায় সুইজারল্যান্ড।
ম্যাচের প্রথম কর্ণার পেল সার্বিয়া। দারুণ সুযোগ এসে গিয়েছিল। ফের একবার সুইস ডিফেন্স ভেঙে ফেলেছিল সার্বিয়ানরা। তবে হেডার বা শটের টাইমিং ঠিক না হওয়ায় গোলের সংখ্যা বাড়ল না।
৪০ মিনিট খেলা অতিক্রান্ত। খেলা কিছুটা আক্রমণাত্মক হয়ে গিয়েছে। রেফারিকে এখন ব্যস্ততার মধ্যে দিকে কাটাতে হচ্ছে।
৩৬ মিনিটের মাথায় সুইস বক্সের কিছুটা বাইরে বাঁদিকে কর্ণার পেয়েছিল সার্বিয়া। তবে গোল এল না। দুই দলই আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলে খেলা বেশ গতিতে ও আক্রমণাত্মক হচ্ছে।
৩৩ মিনিটের মাথায় ফাউল করে হলুদ কার্ড দেখলেন সার্বিয়ার সের্গেই।
৩০ মিনিটের মাথায় একেবারে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সুইজারল্যান্ডের জেমাইলি।
বল পজেশনে অনেকটা এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। ৬১ শতাংশ বল পজেশন শাকিরিদের। তবে মিত্রোভিচরা প্রথমেই গোল করে অ্যাডভান্টেজে রয়েছেন।
২৫ মিনিট খেলা অতিক্রান্ত। দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় শাকিরি এখনও সেভাবে গোলের সুযোগ তৈরি করচে পারেননি। মাঝমাঠের দখল নিয়ে ম্যাচ দখলে নিতে লড়াই চালাচ্ছে দুই দলই।
ব্রাজিলকে আটকে রাখা সুইজারল্যান্ডকে প্রথম থেকেই নাকানিচোবানি খাওয়াচ্ছে সার্বিয়া। ফরওয়ার্ডে মিত্রোভিচ বারবার আতঙ্কের কারণ হয়ে উঠেছেন। তাঁকে এবার মার্কিংয়ের চেষ্টায় সুইস খেলোয়াড়রা।
অসাধারণভাবে বল নিয়ে বারবার বক্সের কাছাকাছি চলে আসছে মাটিচ, টাডিচ, কস্টিচরা। উদ্দেশ্য মিত্রোভিচকে বক্সে বল তুলে দেওয়া যাতে তিনি গোল করতে পারেন হেডে বা ভলিতে।
গোল খেলেও সুইজারল্যান্ড পাল্টা আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছে।
মাইনাস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দিলেন সার্বিয়ার ৯ নম্বর জার্সিধারী মিত্রোভিচ।
NA NA NA NA NA NAHHHHH 🔥#SRBSUI pic.twitter.com/GMtH6gm4ts
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 22, 2018
৫ মিনিটের মধ্যেই হেড থেকে গোল করে এগিয়ে গেল সার্বিয়া।
শুরু হয়ে গেল ম্যাচ। জেতার লক্ষ্যে মাঠে নেমেছে দুই দলই। ম্যাচের কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। তবে মাঠের ড্রেনেজ সিস্টেম এতটাই ভালো যে মাঠ পুরো শুকিয়ে ফেলা গিয়েছে।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ। দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশে কারা রয়েছেন।
#SRBSUI // TEAMS! pic.twitter.com/kdl1sDMghe
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 22, 2018
গ্রুপ ই-র লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে চারটি দল কেমন ফল করেছে। একনজরে এখন পর্যন্ত হওয়া ম্যাচের পরিসংখ্যান একনজরে।
দুই দল বিশ্বকাপে কি কখনও মুখোমুখি হয়েছে? দুই দলের পারফরম্যান্স কেমন? জেনে নেওয়া যাক একনজরে।
ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ নামছে সার্বিয়া ও সুইজারল্যান্ড।