For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে খেলা তারকাদের নিয়ে দল সাজিয়েছে আয়োজক দেশ রাশিয়া, কারা রয়েছেন দলে

এবারের বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। এই নিয়ে ২১ বারের মধ্যে মোট ১১ বার বিশ্বকাপের মূলপর্বে খেলছে লেভ ইয়াসিনের দেশ।

  • |
Google Oneindia Bengali News

এবারের বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। এই নিয়ে ২১ বারের মধ্যে মোট ১১ বার বিশ্বকাপের মূলপর্বে খেলছে লেভ ইয়াসিনের দেশ। ১৯৫৮ সালে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন হিসাবে প্রথমবার বিশ্বকাপে খেলে সমষ্টিগত রাশিয়া। সেইসময়ে সোভিয়েত ১৯৯০ সাল পর্যন্ত ৯ বারের মোট সাতবার মূলপর্বে খেলেছিল। তারপরে ১৯৯৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত সাত বারের মধ্যে চারবার বিশ্বকাপের মূলপর্বে খেলছে।

ঘরের মাঠে খেলা তারকাদের নিয়ে দল সাজিয়েছে আয়োজক দেশ রাশিয়া

দেশের মাঠে খেলা বলে উন্মাদনা যেমন রয়েছে, তেমনই চাপা উত্তেজনাও রয়েছে। রাশিয়া মূলত ঘরের মাঠে খেলা খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছে। এই ২৩ জনের দলে মাত্র ২জন বিদেশের ক্লাবে খেলেন। রাশিয়া ১৪ জুন সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে। তারপরে মিশর ও উরুগুয়ের বিরুদ্ধেও খেলবে।

রাশিয়ার ২৩ জনের দল

গোলকিপার : ইগোর আকিনফিভ, আন্দ্রেই লুনেভ, ভ্লাদিমির গাবুলোভ

ডিফেন্ডার : মারিও ফের্নান্দেজ, ইলয়া কুতেপোভ, সের্গেই ইগনাশেভিচ, আন্দ্রে সেমেনভ, ফেদর কুন্দিয়াশভ, ভ্লাদিমির গ্রানাট, ইগোর স্মোলনিকভ

মিডফিল্ডার : ডেনিস শেরিশেভ, ডেলর কুজিয়ায়েভ, আইয়ুরি গাসিনস্কি, অ্যালান জাগোয়েভ, রোমান জোবনিন, অ্যালেক্সে মিরাঞ্চুক, অ্যান্টন মিরাঞ্চুক, অ্যালেকজান্ডার গোলোভিন, য়ুরি জিরকোভ, আলেকজান্ডার স্য়ামেডোভ, আলেকজান্ডার এরোখিন

ফরওয়ার্ড : ফেডর স্মোলভ, আর্তেম জাইয়ুবা

[আরও পড়ুন: ইউরোপ সেরা থেকে বিশ্বসেরা হতে চায় রোনাল্ডোর পর্তুগাল, ২৩ জনের দলে জায়গা পেলেন কারা][আরও পড়ুন: ইউরোপ সেরা থেকে বিশ্বসেরা হতে চায় রোনাল্ডোর পর্তুগাল, ২৩ জনের দলে জায়গা পেলেন কারা]

English summary
FIFA World Cup 2018 : Hosts Russia name 23-man squad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X