For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঠ মাতালেন মেসি! নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬-য় আর্জেন্তিনা

গ্রুপ ডি-র মরণ-বাঁচন ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা।

  • |
Google Oneindia Bengali News

গ্রুপ ডি-র মরণ-বাঁচন ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। এই ম্যাচে যে দল জিতবে, পরের রাউন্ডে সেই দলই যাবে। ড্র করলে নাইজেরিয়া পরের রাউন্ডে যাবে, তবে লিওনেল মেসির দল ড্র করলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এই গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। ২টি খেলে ২টিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে তাঁরা। আইসল্যান্ডের সঙ্গে তাঁদের ম্যাচ রয়েছে এদিন একইসময়ে। হারলেও ক্রোয়েশিয়া পরের রাউন্ডে চলে গিয়েছে। এদিকে আইসল্যান্ড কি করে সেটাই দেখার। তবে সকলের নজর রয়েছে আর্জেন্তিনা ম্যাচের দিকে।

মাঠ মাতালেন মেসি! নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬-য় আর্জেন্তিনা

1
958045

একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের সমস্ত আপডেট

Newest First Oldest First
1:24 AM, 27 Jun

বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। শেষ ১৬-য় আর্জেন্তিনা পৌঁছে গেল নাইজেরিয়াকে হারিয়ে।
1:23 AM, 27 Jun

সময় নষ্টের জন্য মেসিকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
1:21 AM, 27 Jun

জেতার একেবারে কাছাকাছি চলে এসেছে আর্জেন্তিনা। আর বাকী মাত্র ২ মিনিট। শেষ ১৬-য় উঠতে আর কিছু মুহূর্তের অপেক্ষা মেসিদের।
1:20 AM, 27 Jun

নব্বই মিনিট খেলা অতিক্রান্ত। ৪ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
1:16 AM, 27 Jun

৮৭ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে ২-১ গোলে এগিয়ে মার্কাস রোহো।
1:14 AM, 27 Jun

৮৫ মিনিট অতিক্রান্ত। শেষ সময়ে কি গোল করে দলকে এগিয়ে দিতে পারবেন মেসি।
1:12 AM, 27 Jun

আর্জেন্তিনা বক্সে আক্রমণ নাইজেরিয়ার। দ্বিতীয় গোলের সুযোগ হারাল নাইজেরিয়া।
1:09 AM, 27 Jun

ম্যাচ গড়াল ৮০ মিনিটে। গোল মেতে মরিয়া আর্জেন্তিনা। ইগুয়াইন বাইরে শট মেরে বসলেন। গোল মিস করল আর্জেন্তিনা।
1:05 AM, 27 Jun

বক্সে বল হাতে লাগালেন আর্জেন্তিনার খেলোয়াড়। পেনাল্টি দিলেন না রেফারি। ফের ধাক্কা খেতে খেতে বেঁচে গেল আর্জেন্তিনা।
1:04 AM, 27 Jun

সময় ফুরিয়ে আসছে। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে নাইজেরিয়া। পরের পর্বে উঠতে হলে জিততেই হবে মেসিদের। আক্রমণ থেকে ডিফেন্স সব জায়গাতেই লোক বাড়াচ্ছে সুপার ঈগলসরা। ৭৫ মিনিটের মাথায় বক্সে সুযোগ নষ্ট নাইজেরিয়ার।
1:01 AM, 27 Jun

দি মারিয়াকে বসিয়ে দিলেন কোচ স্যাম্পাওলি।
1:00 AM, 27 Jun

ম্যাচ গড়াল ৭০ মিনিটে। দূরপাল্লার অসাধারণ শট মারলেন নাইজেরিয়ার খেলোয়াড়। পোস্টের কিছুটা উপর দিয়ে বল উড়ে গেল। পাল্টা আক্রমণ আর্জেন্তিনার।
12:53 AM, 27 Jun

দুটি দলই জেতার লক্ষ্যে খেলছে। যে দল জিতবে তাঁরাই পরের পর্বে যাবে। ড্র করলে বেরিয়ে যাবে আর্জেন্তিনা।
12:47 AM, 27 Jun

নাইজেরিয়া বক্সে চাপ বজায় রাখার চেষ্টায় মেসিরা। খেলা গড়ায় ৬০ মিনিটে। যেকোনওভাবেই হোক আর্জেন্তিনাকে এই ম্যাচ জিততেই হবে।
12:43 AM, 27 Jun

এদিন আর্জেন্তিনাকে জিততেই হবে। ড্র করলে বিশ্বকাপ থেকে বেরিয়ে যাবে মেসিরা। গোল পেয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছেন নাইজেরিয়া খেলোয়াড়রা।
12:41 AM, 27 Jun

গোল করলেন মিডফিল্ডের খেলোয়াড় মোয়েস।
12:40 AM, 27 Jun

৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নাইজেরিয়া সমতা ফেরাল।
12:39 AM, 27 Jun

মাসচেরানোকে হলুদ কার্ড দেখালেন রেফারি। বক্সে নাইজেরিয়া খেলোয়াড়কে ফেলে দিয়েছেন তিনি। পেনাল্টি দিলেন তিনি।
12:35 AM, 27 Jun

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধে বল পজেশনে অনেকটা এগিয়ে আর্জেন্তিনা। মাঠে ৬৪ হাজারের বেশি দর্শকের সিংহভাগ নীল-সাদা জার্সির হয়ে গলা ফাটাচ্ছেন।
12:18 AM, 27 Jun

শেষ হল প্রথমার্ধের খেলা। ১-০ গোলে এগিয়ে রয়েছে মেসির আর্জেন্তিনা।
12:11 AM, 27 Jun

ম্যাচ ৪০ মিনিট অতিক্রান্ত। মুসা সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে বল ক্লিয়ার করে দিলেন আর্জেন্তাইন গোলরক্ষক আরমানি।
12:06 AM, 27 Jun

আক্রমণে ঝড় তুলে নাইজেরিয়াকে ব্যতিব্যস্ত করে তুলেছে আর্জেন্তিনা। ২০১৪ বিশ্বকাপের পরে ২০১৮ সালেও নাইজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে গোল পেলেন মেসি।
12:04 AM, 27 Jun

ফ্রি কিক নিচ্ছেন মেসি। ডানদিকের পোস্টে লেগে বল ফিরে এল। নীল-সাদা ঢেউয়ে মেতে উঠেছে গোটা স্টেডিয়াম। আনন্দে উদ্বেল সব সমর্থকেরা।
12:03 AM, 27 Jun

অসাধারণ সুযোগ তৈরি করে ফেলেছিল আর্জেন্তিনা। মারিয়াকে বক্সের বাইরে ফাউল করায় ফ্রি কিক পেল আর্জেন্তিনা।
12:00 AM, 27 Jun

ম্যাচ গড়াল ৩০ মিনিটে। বাম দিক থেকে অ্যাঞ্জেলো দি মারিয়াকে আর একটু সক্রিয় হয়ে উঠতে হবে। তাহলে নীল-সাদা ব্রিগেড আরও ধারালো আক্রমণ করতে পারবে।
11:58 PM, 26 Jun

ডিফেন্স চেরা পাস দিলেন মেসি। তবে ইগুয়াইন সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোল করতে পারলেন না।
11:55 PM, 26 Jun

সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছে আর্জেন্তিনা। মেসি মাঝমাঠ থেকে আক্রমণ সব জায়গায় বিচরণ করছেন। যেন নিজের ক্লাব ফর্ম বিশ্বকাপে ফিরে পেয়েছেন মেসি।
11:51 PM, 26 Jun

ম্যাচের ২০ মিনিট অতিক্রান্ত। মেসির নামে জয়ধ্বনিতে ফেটে পড়ছে স্টেডিয়াম। এদিন রাশিয়া বিশ্বকাপের শততম গোলটি এল মেসির পা থেকে।
11:45 PM, 26 Jun

১৪ মিনিটের মাথায় আর্জেন্তিনাকে গোল করে এগিয়ে দিলেন লিওনেল মেসি।
11:43 PM, 26 Jun

আর্জেন্তিনা ও নাইজেরিয়া দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা উপভোগ্য করে তুলেছে। আর্জেন্তিনা ডিফেন্সকে কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। তবে মেসিরা আক্রমণে ধার বাড়িয়ে তা ঢেকে দিতে চাইছেন।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : Live updates of Argentina vs Nigeria match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X