গ্রুপ ডি-র মরণ-বাঁচন ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। এই ম্যাচে যে দল জিতবে, পরের রাউন্ডে সেই দলই যাবে। ড্র করলে নাইজেরিয়া পরের রাউন্ডে যাবে, তবে লিওনেল মেসির দল ড্র করলে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এই গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়া। ২টি খেলে ২টিতেই জিতে গ্রুপ শীর্ষে রয়েছে তাঁরা। আইসল্যান্ডের সঙ্গে তাঁদের ম্যাচ রয়েছে এদিন একইসময়ে। হারলেও ক্রোয়েশিয়া পরের রাউন্ডে চলে গিয়েছে। এদিকে আইসল্যান্ড কি করে সেটাই দেখার। তবে সকলের নজর রয়েছে আর্জেন্তিনা ম্যাচের দিকে।
বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। শেষ ১৬-য় আর্জেন্তিনা পৌঁছে গেল নাইজেরিয়াকে হারিয়ে।
সময় নষ্টের জন্য মেসিকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
জেতার একেবারে কাছাকাছি চলে এসেছে আর্জেন্তিনা। আর বাকী মাত্র ২ মিনিট। শেষ ১৬-য় উঠতে আর কিছু মুহূর্তের অপেক্ষা মেসিদের।
নব্বই মিনিট খেলা অতিক্রান্ত। ৪ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
৮৭ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে ২-১ গোলে এগিয়ে মার্কাস রোহো।
GOAL! GOAL! GOAL!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 26, 2018
ROJO!#NGAARG 1-2 pic.twitter.com/kBAH1ED0YL
৮৫ মিনিট অতিক্রান্ত। শেষ সময়ে কি গোল করে দলকে এগিয়ে দিতে পারবেন মেসি।
আর্জেন্তিনা বক্সে আক্রমণ নাইজেরিয়ার। দ্বিতীয় গোলের সুযোগ হারাল নাইজেরিয়া।
ম্যাচ গড়াল ৮০ মিনিটে। গোল মেতে মরিয়া আর্জেন্তিনা। ইগুয়াইন বাইরে শট মেরে বসলেন। গোল মিস করল আর্জেন্তিনা।
বক্সে বল হাতে লাগালেন আর্জেন্তিনার খেলোয়াড়। পেনাল্টি দিলেন না রেফারি। ফের ধাক্কা খেতে খেতে বেঁচে গেল আর্জেন্তিনা।
সময় ফুরিয়ে আসছে। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে নাইজেরিয়া। পরের পর্বে উঠতে হলে জিততেই হবে মেসিদের। আক্রমণ থেকে ডিফেন্স সব জায়গাতেই লোক বাড়াচ্ছে সুপার ঈগলসরা। ৭৫ মিনিটের মাথায় বক্সে সুযোগ নষ্ট নাইজেরিয়ার।
দি মারিয়াকে বসিয়ে দিলেন কোচ স্যাম্পাওলি।
ম্যাচ গড়াল ৭০ মিনিটে। দূরপাল্লার অসাধারণ শট মারলেন নাইজেরিয়ার খেলোয়াড়। পোস্টের কিছুটা উপর দিয়ে বল উড়ে গেল। পাল্টা আক্রমণ আর্জেন্তিনার।
দুটি দলই জেতার লক্ষ্যে খেলছে। যে দল জিতবে তাঁরাই পরের পর্বে যাবে। ড্র করলে বেরিয়ে যাবে আর্জেন্তিনা।
নাইজেরিয়া বক্সে চাপ বজায় রাখার চেষ্টায় মেসিরা। খেলা গড়ায় ৬০ মিনিটে। যেকোনওভাবেই হোক আর্জেন্তিনাকে এই ম্যাচ জিততেই হবে।
Victor Moses sends the Argentina GK the wrong way, he places it low into the far corner! Nigeria 1-1 Argentina #SoarSuperEagles #NGA #Team9jaStrong pic.twitter.com/wwGgIFUBpV
— 🇳🇬 Super Eagles (@NGSuperEagles) June 26, 2018
এদিন আর্জেন্তিনাকে জিততেই হবে। ড্র করলে বিশ্বকাপ থেকে বেরিয়ে যাবে মেসিরা। গোল পেয়ে আক্রমণাত্মক হয়ে উঠেছেন নাইজেরিয়া খেলোয়াড়রা।
গোল করলেন মিডফিল্ডের খেলোয়াড় মোয়েস।
Victor Moses sends the Argentina GK the wrong way, he places it low into the far corner! Nigeria 1-1 Argentina #SoarSuperEagles #NGA #Team9jaStrong pic.twitter.com/wwGgIFUBpV
— 🇳🇬 Super Eagles (@NGSuperEagles) June 26, 2018
৫০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নাইজেরিয়া সমতা ফেরাল।
মাসচেরানোকে হলুদ কার্ড দেখালেন রেফারি। বক্সে নাইজেরিয়া খেলোয়াড়কে ফেলে দিয়েছেন তিনি। পেনাল্টি দিলেন তিনি।
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধে বল পজেশনে অনেকটা এগিয়ে আর্জেন্তিনা। মাঠে ৬৪ হাজারের বেশি দর্শকের সিংহভাগ নীল-সাদা জার্সির হয়ে গলা ফাটাচ্ছেন।
Key stats:
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 26, 2018
👉 #ARG have won 29/30 World Cup matches in which they were leading at half-time, the only exception the 4-2 defeat in the 1930 final against #URU
👉 Saint Petersburg Stadium is the 100th stadium where Leo Messi has scored a goal for #ARG or Barcelona #NGAARG pic.twitter.com/Lm1Xo3yDRw
শেষ হল প্রথমার্ধের খেলা। ১-০ গোলে এগিয়ে রয়েছে মেসির আর্জেন্তিনা।
ম্যাচ ৪০ মিনিট অতিক্রান্ত। মুসা সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে বল ক্লিয়ার করে দিলেন আর্জেন্তাইন গোলরক্ষক আরমানি।
আক্রমণে ঝড় তুলে নাইজেরিয়াকে ব্যতিব্যস্ত করে তুলেছে আর্জেন্তিনা। ২০১৪ বিশ্বকাপের পরে ২০১৮ সালেও নাইজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে গোল পেলেন মেসি।
Messi vs #NGA 2014 ⚽️⚽️
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 26, 2018
Messi vs #NGA 2018 ⚽️#NGAARG #WorldCup pic.twitter.com/2D55qzadU5
ফ্রি কিক নিচ্ছেন মেসি। ডানদিকের পোস্টে লেগে বল ফিরে এল। নীল-সাদা ঢেউয়ে মেতে উঠেছে গোটা স্টেডিয়াম। আনন্দে উদ্বেল সব সমর্থকেরা।
অসাধারণ সুযোগ তৈরি করে ফেলেছিল আর্জেন্তিনা। মারিয়াকে বক্সের বাইরে ফাউল করায় ফ্রি কিক পেল আর্জেন্তিনা।
ম্যাচ গড়াল ৩০ মিনিটে। বাম দিক থেকে অ্যাঞ্জেলো দি মারিয়াকে আর একটু সক্রিয় হয়ে উঠতে হবে। তাহলে নীল-সাদা ব্রিগেড আরও ধারালো আক্রমণ করতে পারবে।
ডিফেন্স চেরা পাস দিলেন মেসি। তবে ইগুয়াইন সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোল করতে পারলেন না।
সারা মাঠ জুড়ে খেলার চেষ্টা করছে আর্জেন্তিনা। মেসি মাঝমাঠ থেকে আক্রমণ সব জায়গায় বিচরণ করছেন। যেন নিজের ক্লাব ফর্ম বিশ্বকাপে ফিরে পেয়েছেন মেসি।
ম্যাচের ২০ মিনিট অতিক্রান্ত। মেসির নামে জয়ধ্বনিতে ফেটে পড়ছে স্টেডিয়াম। এদিন রাশিয়া বিশ্বকাপের শততম গোলটি এল মেসির পা থেকে।
👋
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 26, 2018
Goal 100 of the 2018 FIFA #WorldCup is scored by Leo Messi! #NGAARG 0-1 pic.twitter.com/SyoFDSqqeN
১৪ মিনিটের মাথায় আর্জেন্তিনাকে গোল করে এগিয়ে দিলেন লিওনেল মেসি।
M E S S I !#ARG take the lead through @TeamMessi!#NGAARG 0-1 pic.twitter.com/YVgSfq4i0r
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 26, 2018
আর্জেন্তিনা ও নাইজেরিয়া দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা উপভোগ্য করে তুলেছে। আর্জেন্তিনা ডিফেন্সকে কিছুটা নড়বড়ে মনে হচ্ছে। তবে মেসিরা আক্রমণে ধার বাড়িয়ে তা ঢেকে দিতে চাইছেন।
মেসি আজ ফর্মে রয়েছেন। আজ তিনি জ্বলে উঠতে পারলে আর্জেন্তিনা সহ বিশ্বের তামাম দর্শক আনন্দে বিহ্বল হবেন।
নাইজেরিয়াও চাপ বজায় রাখার খেলা খেলছে। প্রতি আক্রমণে নাইজেরিয়াও সুযোগ তৈরির চেষ্টা করছে।
মেসির কাছে এটি প্রমাণ করার ম্যাচ। মেসি ২টি ম্যাচে গোল পাননি। মাঝমাঠের কিছুটা দূরে নাইজেরিয়া অর্ধে মেসিকে ফাউল। আর্জেন্তিনা আক্রমণে ধার বাড়ানোর চেষ্টায় ব্যস্ত।
শুরু হয়ে গেল ম্যাচ। সর্বশক্তি দিয়ে ম্যাচ জিততে মরিয়া দুই দলই।
মাঠে নেমে পড়ল দুই দল। জাতীয় সঙ্গীতের তালে তাল মেলানোর পর দুই দলের খেলোয়াড়রা শুরু করে দেবেন যুদ্ধ।
সুপার ঈগলসদের প্রথম একাদশে কারা রয়েছেন, দেখে নেওয়া যাক একনজরে।
.@NGSuperEagles XI Vs #Argentina #SoarSuperEagles #NGA #WorldCup #Team9jaStrong pic.twitter.com/8FvRPq2aUL
— 🇳🇬 Super Eagles (@NGSuperEagles) June 26, 2018
আর্জেন্তিনার প্রথম একাদশে কারা রয়েছেন, দেখে নেওয়া যাক একনজরে।
#SomosArgentina Estos son los once jugadores elegidos por Jorge Sampaoli para afrontar el encuentro ante Nigeria. ¡Vamos Argentina! pic.twitter.com/aAht9zlS5n
— Selección Argentina (@Argentina) June 26, 2018
সেইন্ট পিটার্সবার্গে টিম বাস থেকে নেমে ঢুকে পড়েছে দুই দল। একনজরে দেখে নিন ফিফার ভিডিও।
Welcome to Saint Petersburg!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 26, 2018
Excited for #NGAARG? Here's where you can watch the game 👉 https://t.co/xliHcxWvEO
কী করলে পরের রাউন্ডে পৌঁছতে পারে নাইজেরিয়া, দেখে নেওয়া যাক একনজরে।
কী করলে পরের রাউন্ডে পৌঁছতে পারে আর্জেন্তিনা, দেখে নেওয়া যাক।
আটবার মুখোমুখি হয়ে দুই দলের মধ্যে আর্জেন্তিনা ৫ বার নাইজেরিয়া ২ বার ও একটি ম্যাচ ড্র হয়েছে।
[SELECCIÓN MAYOR] @Argentina y #Nigeria se enfrentaron en ocho oportunidades, con cinco victorias del conjunto nacional, dos del país africano y un empate https://t.co/pd31LQZ44E pic.twitter.com/YNl7uuirOm
— Selección Argentina (@Argentina) June 25, 2018
ভারতীয় সময় সাড়ে ১১টা নাগাদ সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে নামছে আর্জেন্তিনা বনাম নাইজেরিয়া।
[SELECCIÓN MAYOR]
— Selección Argentina (@Argentina) June 26, 2018
🏆 #Rusia2018
🗓 Martes 26 de junio
⏰ 15.00 (hora argentina)
⚽ @Argentina - #Nigeria
🏟 Zenit Arena
👉 https://t.co/7nE2C54zxb pic.twitter.com/RSrdnJ4ukx