For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯১ মিনিটের মাথায় হেডে গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে জেতালেন অধিনায়ক হ্যারি কেন

তিউনিশিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। গ্রুপ জি-র লড়াইয়ে ভোলগোগ্রাদ এরিনায় দুই দল মুখোমুখি হবে। তিউনিশিয়ার বিশ্বকাপ রেকর্ড চমকপ্রদ নয়। এদিকে ইংল্যান্ড ফেভারিট দল।

  • |
Google Oneindia Bengali News

তিউনিশিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড। গ্রুপ জি-র লড়াইয়ে ভোলগোগ্রাদ এরিনায় দুই দল মুখোমুখি হবে। তিউনিশিয়ার বিশ্বকাপ রেকর্ড চমকপ্রদ নয়। এদিকে ইংল্যান্ড ফেভারিট দল। তবে এবার শুরু থেকেই বড় দলগুলি হোঁচট খেতে শুরু করেছে। ফলে ইংল্যান্ডকে সাবধানে খেলতে হবে। ২০০৬ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামছে তিউনিশিয়া। এর আগে চারবার বিশ্বকাপের মূল পর্বে খেললেও কোনওবারই গ্রুপ স্টেজের বাধা তিউনিশিয়া টপকাতে পারেনি। এদিকে ইংল্যান্ড ও বেলজিয়াম এই গ্রুপ থেকে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাবে বলে সকলে ধরে নিয়েছেন। এই অবস্থায় কেমন খেলা হয় সেটাই দেখার।

৯১ মিনিটের মাথায় হেডে গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে জেতালেন অধিনায়ক হ্যারি কেন

1
958059

ম্যাচের সমস্ত আপডেট দেখে নিন একনজরে

Newest First Oldest First
1:25 AM, 19 Jun

শেষ খেলা। শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে একার দক্ষতায় জয় এনে দিলেন অধিনায়ক হ্যারি কেন। একাই ২ গোল করলেন তিনি। নব্বই মিনিট সমতা বজায় রাখার পরে ৯১ মিনিটে থেমে গেল তিউনিশিয়ার দৌড়। ২-১ গোলে ম্যাচ জিতল ইংল্যান্ড।
1:21 AM, 19 Jun

শেষ হল নব্বই মিনিট। চার মিনিট বেশি সময় দিলেন রেফারি। কর্ণার পেল ইংল্যান্ড। মাথা ছুঁইয়ে গোল করলেন হ্যারি কেন। ২-১ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।
1:18 AM, 19 Jun

খেলা শেষ হতে আর কিছুক্ষণ বাকী। ডিফেন্সে নেমে গিয়েছে গোটা তিউনিশিয়া দল। এদিকে ইংল্যান্ড মুহূর্মুহু আক্রমণ করে যাচ্ছে ইংল্যান্ড।
1:09 AM, 19 Jun

বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল ইংল্যান্ড। তবে গোল পেল না ইংল্যান্ড। ফের একটি পরিবর্তন আনলেন সাউথগেট।
1:05 AM, 19 Jun

৭৫ মিনিট খেলা অতিক্রান্ত। ইংল্যান্ড আক্রমণে ভার বাড়িয়ে চলেছে। মরিয়া লড়াই চালাচ্ছে তিউনিশিয়াও। ধীরে ধীরে অনেকটা নেমে ডিফেন্স সংঘবদ্ধ করছে তিউনিশিয়া।
12:57 AM, 19 Jun

৬৭ মিনিট খেলা হয়ে গিয়েছে। স্টারলিংকে বসিয়ে রাশফোর্ডকে নামালেন ইংল্যান্ড কোচ।
12:51 AM, 19 Jun

ষাট মিনিট খেলা হয়ে গিয়েছে। আক্রমণে লোক বাড়াচ্ছে ইংল্যান্ড। এদিকে তিউনিশিয়া ডিফেন্স মজবুত করার চেষ্টা করছে।
12:45 AM, 19 Jun

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট খেলার পর স্কোর লাইন একই রয়েছে। ইংল্যান্ড আক্রমণ চালিয়ে গেলেও তিউনিশিয়াও দারুণ খেলছে।
12:41 AM, 19 Jun

৫০ মিনিটের মাথায় বল ক্লিয়ার করতে গিয়ে কর্ণার দিল তিউনিশিয়া। তবে ইংল্যান্ড গোল করতে পারল না। তবে আক্রমণ করার চেষ্টা করছে ইংল্যান্ড। অনেকটা ছড়িয়ে খেলার চেষ্টা করছে।
12:35 AM, 19 Jun

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। ইংল্যান্ড এগিয়ে যেতে পারে কিনা সেটাই দেখার।
12:19 AM, 19 Jun

প্রখমার্ধের খেলা শেষ। ইংল্যান্ডকে চাপে রেখে খেলা ১-১ ড্র করে বেরোচ্ছে তিউনিশিয়ার খেলোয়াড়রা। পরের অর্ধেও একই খেলা তাঁরা খেলতে পারে কিনা সেটাই দেখার। প্রথমার্ধের বল পজেশনে অনেকটাই এগিয়ে ব্রিটিশরা।
12:17 AM, 19 Jun

ইংল্যান্ডের বিরুদ্ধে নেমে প্রথম ম্যাচেই দারুণ শুরু করল তিউনিশিয়া।
12:16 AM, 19 Jun

তিন মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন রেফারি। দুই দলই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
12:15 AM, 19 Jun

প্রথমার্ধের খেলা প্রায় শেষ হতে চলল। পোস্টে লেগে ইংল্যান্ডের শট বাইরে। দ্বিতীয় গোলের সুযোগ হারাল ইংল্যান্ড।
12:13 AM, 19 Jun

আজও কি ফের অঘটন ঘটতে চলেছে বিশ্বকাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে কি অনভিপ্রেত ফল হতে পারে?
12:11 AM, 19 Jun

দুটি দলই খুব তরুণ। একটুও জমি ছাড়ছেন না কেউ। বেশ গতিতে খেলা চলছে। বক্সের অনেক বাইরে ফ্রি কিক পেল ইংল্যান্ড। তবে কাজে লাগাতে পারলেন না ব্রিটিশরা।
12:05 AM, 19 Jun

পেনাল্টি থেকে গোল করে তিউনিশিয়াকে গোল এনে দিলেন সাসি। খেলার স্কোর ১-১।
12:04 AM, 19 Jun

৩২ মিনিটের মাথায় ইংল্যান্ড বক্সে উত্তেজনা। পেনাল্টি পেল তিউনিশিয়া।
11:57 PM, 18 Jun

সুযোগ তৈরি করে ফেলেছিল তিউনিশিয়া। তবে গোল আসেনি। ডানদিকে পোস্ট ঘেঁষে বল চলে গেল বাইরে।
11:54 PM, 18 Jun

গোল খেয়ে খোলসে ঢুকে পড়েছে তিউনিশিয়া। বিশ্বকাপে স্বপ্নের শুরু ইংল্যান্ডের। কেন, স্টোন, হেন্ডারসনরা দারুণ ছন্দে শুরু করলেন।
11:50 PM, 18 Jun

ম্যাচ প্রায় ২০ মিনিটে গড়াল। মুহূর্মুহু আক্রমণ করছেন ইংল্যান্ড খেলোয়াড়রা।
11:43 PM, 18 Jun

১০ মিনিটের মাথায় ইংল্যান্ডকে গোল করে এগিয়ে দিলেন হ্যারি কেন। ইংল্যান্ড ১-০ তিউনিশিয়া।
11:36 PM, 18 Jun

ফের এক অসাধারণ সুযোগ এসে গিয়েছিল ইংল্যান্ডের সামনে।
11:33 PM, 18 Jun

২ মিনিটের মাথায় অসাধারণ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তবে গোল এল না।
11:31 PM, 18 Jun

শুরু হল ইংল্যান্ড বনাম তিউনিশিয়ার ম্যাচ।
9:29 PM, 18 Jun

একনজরে তিউনিশিয়ার পারফরম্যান্স।
9:29 PM, 18 Jun

একনজরে ইংল্যান্ডের পারফরম্যান্স।
9:25 PM, 18 Jun

ভারতীয় সময় রাত সাড়ে ১১ টায় ভোলগোগ্রাদ এরিনায় শুরু হবে ম্যাচ।

English summary
Fifa World Cup 2018 : Live updates of England vs Tunisia match from Volvograd Arena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X