For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে এশিয়ার জয়ের খাতা খুলল জাপান, ২-১ গোলে হারাল কলম্বিয়াকে

গ্রুপ এইচের ম্যাচে জাপানের বিরুদ্ধে নামছে কলম্বিয়া।

  • |
Google Oneindia Bengali News

গ্রুপ এইচের ম্যাচে জাপানের বিরুদ্ধে নামছে কলম্বিয়া। আগের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট হামেস রদরিগেসের দল। এবার বিশ্বকাপের অন্যতম কালো ঘোড়া। দক্ষিণ আমেরিকার এই দল এবারও সকলকে চমকে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এশিয়ার ফুটবল শক্তি জাপান কতটা প্রতিরোধ গড়তে পারে সেটাই দেখার। জাপান এর আগে বড় দলগুলিকে হারিয়ে বা আটকে দিয়ে অঘটন ঘটিয়েছে অবশ্য। এদিন সেরকম কিছু হলে অবাক হওয়ার থাকবে না।

বিশ্বকাপে এশিয়ার জয়ের খাতা খুলল জাপান, ২-১ গোলে হারাল কলম্বিয়াকে

1
958069

জাপান বনাম কলম্বিয়া ম্যাচের আপডেট দেখুন এখানে

Newest First Oldest First
7:25 PM, 19 Jun

রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। ২-১ গোলে জাপান হারাল কলম্বিয়াকে। এই ম্যাচে হেরে গ্রুপ লিগ থেকে পরের রাউন্ডে ওঠা বেশ কঠিন হয়ে গেল কলম্বিয়ার।
7:18 PM, 19 Jun

নব্বই মিনিটের খেলা শেষ। কলম্বিয়াকে হারিয়ে নতুন রেকর্ড তৈরির পথে জাপান। পাঁচ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
7:15 PM, 19 Jun

জাপান কি পারবে শেষ অবধি লিড ধরে রাখতে? খেলা শেষ হতে আর বাকী সময় বাকী নেই।
7:10 PM, 19 Jun

তবে থেমে নেই জাপানও। বিশ্বকাপের প্রথম ম্যাচে জাপান জয়ের গন্ধ পেয়ে গিয়েছে।
7:09 PM, 19 Jun

৮০ মিনিট খেলা অতিক্রান্ত। জাপানের গোল পরিশোধ করার চেষ্টা করে চলেছে কলম্বিয়া। একটা সেট পিস ম্যাচে সমতা ফিরিয়ে আনতে পারে।
7:06 PM, 19 Jun

মরিয়া হয়ে গোলের জন্য ঝাঁপিয়েছে কলম্বিয়াও। সুযোগ এসেছিল রদরিগেসের সামনে। তবে গোল আসেনি। জাপানি ডিফেন্ডাররা বিপদ এড়িয়েছেন।
7:02 PM, 19 Jun

৭৩ মিনিটের মাথায় কর্ণারে হেড করে জাপানকে এগিয়ে দিলেন ওসাকো। ১-২ গোলে পিছিয়ে পড়ল কলম্বিয়া।
6:54 PM, 19 Jun

কলম্বিয়ার বক্সের কাছে আক্রমণ সাজানোর চেষ্টায় জাপান। কর্ণার পেল জাপান। তবে নিষ্ফলা আক্রমণ।
6:49 PM, 19 Jun

৬০ মিনিট খেলা হয়ে গিয়েছে। ১০ জনের কলম্বিয়াকে বাগে আনতে পারছেন না জাপানের খেলোয়াড়রা।
6:47 PM, 19 Jun

ফ্রি কিকের ফায়দা তুলতে পারল না জাপান। খেলার ফলাফল ১-১।
6:46 PM, 19 Jun

কলম্বিয়ার বক্সের কাছে ফ্রি কিক পেল জাপান। মাঠে নামছেন হামেস রদরিগেস। বাইরে গেলেন গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেওয়া কুইন্তেরো।
6:45 PM, 19 Jun

বলের লড়াই জমে উঠেছে দুই দলের মধ্যে। জাপান একজনে বেশি খেলেও গোলের মুখ খুলতে পারছে না। ওসাকা ফের একটি গোলের সুযোগ মিস করলেন।
6:42 PM, 19 Jun

সুযোগ পেয়ে গিয়েছিলেন জাপানের ওসাকো। তবে গোলের মুখ খুলতে পারলেন না।
6:37 PM, 19 Jun

প্রথমার্ধে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের। বল পজেশনেও দুই দল প্রায় সমান জায়গায় দাঁড়িয়ে।
6:34 PM, 19 Jun

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। এখন দেখার কলম্বিয়ার পরিকল্পনা ভেস্তে কীভাবে জাপান ম্যাচে জাঁকিয়ে বসতে পারে। জাপান ১১ জনে ও কলম্বিয়া ১০ জনে খেলছে।
6:17 PM, 19 Jun

শেষ হল প্রথমার্ধের খেলা। জাপান ১-১ কলম্বিয়া।
6:17 PM, 19 Jun

৪৫ মিনিট খেলা শেষ। মাত্র ১ মিনিট ইনজুরি টাইম দিলেন রেফারি।
6:15 PM, 19 Jun

গোল পেয়ে চাঙ্গা হয়ে গিয়েছে দশ জনের কলম্বিয়া। আক্রমণে ধার বাড়ানোর চেষ্টায় ফালকাওরা।
6:14 PM, 19 Jun

চল্লিশ মিনিটের মধ্যে কুইন্তেরোর ফ্রি কিকে কলম্বিয়া সমতা ফেরাল।
6:11 PM, 19 Jun

ফ্রি কিক থেকে গোল করে ম্যাচ ১-১ করে ফেলল কলম্বিয়া।
6:09 PM, 19 Jun

জাপান বক্সের সামনে ফ্রি কিক পেল কলম্বিয়া।
6:05 PM, 19 Jun

মাঝমাঝ থেকে বাড়ানো বলে হাফ চান্স পেয়েছিলেন ফালকাও। তবে গোল করতে পারেননি।
6:03 PM, 19 Jun

৩০ মিনিটের পর কুয়াদ্রাদোকে তুলে নিলেন কোচ হোসে পেকেরম্যান।
6:02 PM, 19 Jun

প্রথমমার্ধের ৩০ মিনিট শেষ। কিছুটা ডিফেন্ডিং খেলে প্রতি আক্রমণের চেষ্টা করছে কলম্বিয়া। এদিকে একজন বেশি খেলোয়াড় থাকা সত্ত্বেও জাপান গোলের মুখ খুলতে পারেনি।
5:54 PM, 19 Jun

ম্যাচ গড়িয়েছে ২০ মিনিটের বেশি্। দশ জনে খেলার সমস্যা হাড়ে হাড়ে টের পাচ্ছে কলম্বিয়া। বেশ কিছু সুযোগ তৈরি করেও জাপান গোলের মুখ খুলতে পারেনি।
5:46 PM, 19 Jun

মাঝমাঠে ফাউল করল জাপান। ফ্রি কিক পেল কলম্বিয়া। একজন কমে যাওয়ায় মাঝমাঠের দখলে এগিয়ে জাপান। তবে চেষ্টার খামতি নেই কলম্বিয়ারও।
5:44 PM, 19 Jun

১১ মিনিটের মাথায় সেটপিস থেকে গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল কলম্বিয়া। তবে ফালকাও পায়ে ঠিকমতো বলটা ছোঁয়াতে পারলেন না। বল চলে গেল গোলকিপারের হাতে।
5:36 PM, 19 Jun

পেনাল্টি থেকে জাপানকে গোল করে এগিয়ে দিলেন কাগাওয়া।
5:36 PM, 19 Jun

মাঠ থেকে বেরিয়ে যেতে হচ্ছে স্যাঞ্চেসকে।
5:35 PM, 19 Jun

বক্সে কলম্বিয়ার খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে গোলের দিকে যাওয়া বল হাতে লাগিয়ে লাল কার্ড দেখলেন। সেজন্য কার্লোস স্যাঞ্চেসকে লাল কার্ড দেখিয়ে পেনাল্টি দিলেন রেফারি।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : Live updates of Japan vs Colombia match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X