For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্টিনার নাটকীয় জয়ে অসুস্থ মারাদোনা! স্টেডিয়ামেই হল চিকিৎসা

ফিফা বিশ্বকাপ ২০১৮: নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর স্টেডিয়ামেই অসুস্থ হয়ে পড়লেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। 

Google Oneindia Bengali News

সেন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর স্টেডিয়ামেই অসুস্থ হয়ে পড়লেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। গোটা ম্যাচে আর্জেন্টিনার আশা-আশঙ্কার সম্ভাবনার সঙ্গে পাল্লা দিয়ে দেখা গিয়েছে মারাদোনার আবেগের ওঠাপড়া। শেষ পর্যন্ত খেলা শেষে প্যারামেডিকদের মারাদোনাকে চিকিৎসা করতে দেখা যায়।

আর্জেন্টিনার নাটকীয় জয়ে অসুস্থ মারাদোনা!

মঙ্গলবারের ম্যাচে হারলে শেষ হয়ে যেত আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ অভিযান। এই হাই টেনশন ম্যাচে আর্জেন্টিনা দল ও তাদের সমর্থকদের উজ্জীবিত করতে মাঠে আর্জেন্টিনার কিংবদন্তী খেলোয়ার মারাদোনাকে প্রায় চিয়ারলিডারের ভূমিকায় দেখা যায়।

তবে স্টেডিয়ামে ঢুকে ম্যাচ শুরুর আগে মারাদোনাকে নাইজেরিয়ার সমর্থকদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। খেলা শুরু হতেই কিন্তু নাইজেরিয়া প্রীতি ছেড়ে রীতিমতো যুদ্ধংদেহী হয়ে ওঠেন এই ফুটবল কীংবদন্তি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লিওনেল মেসির অসাধারণ গোলের পর তাঁর আবেগ উচ্ছ্বাসের বহিপ্রকাশই বলে দিচ্ছিল কতটা চাপে ছিলেন তিনি। শিশুর মতো উচ্ছাস প্রকাশ করেন। চোখ দিয়ে জলও বেরিয়ে আসে খুশিতে।

এর কিছুক্ষণ পরেই আবার দেখা যায় স্ট্যান্ডে বসেই তিনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু তাঁর ঘুম ভাঙিয়ে দেয় ৫১ মিনিটে নাইজেরিয়ার মোজেসের সমতা ফেরানো গোল। এরপর থেকে টেনশন-গ্রস্ত মারাদোনাকে দেখা যায় স্ট্যান্ড থেকেই চিৎকার করতে। মার্কাস রোহোর ৮৬ মিনিটের গোলে আর্জেন্টিনার শেষ ষোলয় ওঠা নিশ্চিত হতেই মারাদোনা আবার ভেসে যান উচ্ছ্বাসে। যদিও এবার তিনি শালীনতার মাত্রাও ছাপিয়ে যান। নাইজেরিয়ান সমর্থকদের দিকে তাঁকে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="fr" dir="ltr">Malore per <a href="https://twitter.com/hashtag/Maradona?src=hash&ref_src=twsrc%5Etfw">#Maradona</a> a fine gara <a href="https://twitter.com/hashtag/NigeriaArgentina?src=hash&ref_src=twsrc%5Etfw">#NigeriaArgentina</a> <a href="https://t.co/8DnoiHy18B">pic.twitter.com/8DnoiHy18B</a></p>— Tutti Convocati (@tutticonvocati) <a href="https://twitter.com/tutticonvocati/status/1011706547972530182?ref_src=twsrc%5Etfw">June 26, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

কিন্তু ম্যাচ শেষ হতেই দেখা যায় অসুস্থ হয়ে পড়েছেন মারাদোনা। প্যারামেডিকরা এসে তাঁর চিকিৎসা করেন। তারপরও তাঁকে ধরে ধরেই মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়। তবে, ৫৭ বছরের এই কীংবদন্তির অসুস্থতা গুরুতর কিনা তা জানা যায়নি। এর আগে দুবার মারাদোনা গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।

English summary
FIFA World Cup 2018: Maradona receives treatment after Argentina's dramatic win over Nigeria &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X