For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ট উইন ম্যাচে দু'গোলে পেরুর কাছে হেরে বিদায় অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া বনাম পেরু ম্যাচের লাইফ আপডেট পান এখানে।

Google Oneindia Bengali News

গুরুত্বপূর্ণ ম্যাচে পেরুর মুখোমুখি অস্ট্রেলিয়া। গত দু'টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে এবং ড্র হয়েছে একটি ম্যাচ। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে পরবর্তী রাউন্ডে যেতে হলে ফ্রান্সের বিরুদ্ধে হারাতে হবে ডেনমার্ককে। তবে, অস্ট্রেলিয়া পরবর্তী রাউন্ডে যেতে পারবে কি না, তা ঠিক হয়ে যাবে এই ম্যাচের পরেই। ফলাফল যাই হোক, এই ম্যাচ জিততে আত্মবিশ্বাসী টিম অস্ট্রেলিয়া। কারণ একটিও ম্যাচ না জিতে বিশ্বকাপ অভিযান শেষ করতে চায় না তারা। একই চিন্তাভাবনা পেরুর শিবিরেও। ১৯৮২ সালের পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী পেরুও ব্যর্থ হয়েছে দাগ কাটতে। তবে, নিজেদের শেষ ম্যাচ জিতেই বিশ্বকাপ থেকে বাইরে যেতে চায় পেরু।

LIVE: পেরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া

1
958039

Newest First Oldest First
9:25 PM, 26 Jun

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল পেরু। পেরুর হয়ে গোল দু'টি করেন আন্দ্রে কারিয়োর এবং পেরুর অধিনায়ক পাওলো গেরেরো।
9:23 PM, 26 Jun

শেষ হল অস্ট্রেলিয়া বনাম পেরু ম্যাচ।
9:19 PM, 26 Jun

পেরুর গোলমুখী আক্রমণ কোনওক্রমে রক্ষা করলেন মই।
9:16 PM, 26 Jun

আজ অন্য উচ্চতায় নিজেকে মেলে ধরেছেন পেরুর গোলরক্ষক।
9:14 PM, 26 Jun

শেষ পাঁচ মিনিটের খেলা বাকি।
9:12 PM, 26 Jun

ফ্রি কিক থেকে দলকে কাঙ্খিত গোল এনে দিতে ব্যর্থ অজি অধিনায়ক জেডিনাক।
9:11 PM, 26 Jun

ভাল জায়গা থেকে ফ্রি কিক পেল অস্ট্রেলিয়া।
9:09 PM, 26 Jun

দুর্ভাগ্য পেরুর। ভাগ্যের সহায়তা না থাকায় এল না তৃতীয় গোল।
9:08 PM, 26 Jun

ফের পরিবর্তন নিল পেরু। প্রথম গোলদাতা আন্দ্রে কারিয়োর পরিবর্তে মাঠে এলেন উইল্ডার কার্টাজিনা।
9:06 PM, 26 Jun

দলের খেলায় হতাশ অস্ট্রেলীয় সমর্থকেরা।
9:05 PM, 26 Jun

শেষ ম্যাচে এসে যেন ছন্দ খুঁজে পাচ্ছে পেরু।
9:03 PM, 26 Jun

আক্রমণে উঠছে অস্ট্রেলিয়া, সুন্দর ডিফেন্ডিং পেরুর।
9:02 PM, 26 Jun

কর্নার পেল পেরু।
9:01 PM, 26 Jun

খেলোয়াড় পরিবর্তন অস্ট্রেলিয়ার।
8:59 PM, 26 Jun

আক্রমণে উঠছে অস্ট্রেলিয়া।
8:56 PM, 26 Jun

বারে লেগে ফিরে এল আর্জানির শট।
8:54 PM, 26 Jun

ভাল জায়গা থেকে ফ্রি কিক পেল অস্ট্রেলিয়া।
8:53 PM, 26 Jun

রেনেতো তাপিয়ার পরিবর্তে মাঠে এলেন পেরুর পাওলো হার্টাডো।
8:52 PM, 26 Jun

মাঠে নেমেই হলুদ কার্ড দেখলেন আর্জানি।
8:49 PM, 26 Jun

সুযোগ চলে এসেছিল অস্ট্রেলিয়ার সামনে। সহজ সুযোগ হারালেন মই।
8:48 PM, 26 Jun

দ্বিতীয় পরিবর্তনটি নিল অস্ট্রেলিয়া। রবি ক্রুসের পরিবর্তে মাঠে এলেন তরুণ ড্যানিয়েল আর্জানি।
8:44 PM, 26 Jun

কাজে এল না ফ্রি কিক।
8:44 PM, 26 Jun

ফ্রি কিক পেল অস্ট্রেলিয়া।
8:43 PM, 26 Jun

খেলোয়াড় পরিবর্তন করল অস্ট্রেলিয়া। মাঠে এলেন সব থেকে অভিজ্ঞ অজি ফুটবলার টিম চাহিল।
8:40 PM, 26 Jun

ভাল সেভ পেরুর গোলরক্ষকের।
8:40 PM, 26 Jun

কর্নার পেল অস্ট্রেলিয়া।
8:40 PM, 26 Jun

পরের রাউন্ডে যেতে গেলে যে কোনও মূল্যে জয় প্রয়োজন অস্ট্রেলিয়ার।
8:39 PM, 26 Jun

বেশ চাপে অস্ট্রেলিয়া।
8:39 PM, 26 Jun

দেশের জার্সিতে ৩৫ নম্বর গোলটি করলেন তিনি।
8:38 PM, 26 Jun

ফের গোল পেরুর! অসাধারণ গোল করলেন অধিনায়ক পাওলো গেরেরো। বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন গেরেরো।
READ MORE

English summary
Get live update of FIFA World Cup 2018 matches between Australia and Peru.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X