For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গিমিনেজের একমাত্র গোলে মিশরকে হারিয়ে দিল উরুগুয়ে

শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মিশর এবং উরুগুয়ে। গ্রুপ-‘এ’ এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এইটি।

Google Oneindia Bengali News

শুক্রবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামল মিশর এবং উরুগুয়ে। গ্রুপ-'এ' এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এইটি। এমনিতেই প্রথম ম্যাচে আয়োজক দেশ রাশিয়া, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবকে হারিয়ে গ্রুপে সুবিধাজনক জায়গায় আছে। ফলে মিশর এবং উরুগুয়ের মধ্যে এই ম্যাচে যে দল জিতবে, সেই দলই পরের পর্যায় যাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে।

গিমিনেজের একমাত্র গোলে মিশরকে হারিয়ে দিল উরুগুয়ে

এই দুটি দলেই রয়েছে একাধিক তারকা ফুটবলারা। যদিও মিশরের প্রথম একাদশে এই ম্যাচে রাখা হয়নি মহম্মদ সালাহকে।

ম্যাচের লাইভ আপডেট পান এখানে।

Newest First Oldest First
7:29 PM, 15 Jun

শেষ হল মিশর বনাম উরুগুয়ের ম্যাচ। ১-০ গোলে মিশরকে হারিয়ে দিল উরুগুয়ে।
7:29 PM, 15 Jun

গোল করে উরুগুয়েকে ম্যাচে এগিয়ে দিলেন গিমিনেজ।
7:13 PM, 15 Jun

অবধারিত গোল বঁচালেন মিশরের গোলরক্ষক। কাভানির শট দুরন্ত দক্ষতায় মাঠের বাইরে পাঠান তিনি।
7:07 PM, 15 Jun

ম্যাচ যত অন্তিম পর্যায় এগোচ্ছে ততই মিশরের উপর আক্রমণের মাত্রা বাড়াচ্ছে উরুগুয়ে।
7:02 PM, 15 Jun

সহজ সুযোগ মিস করলেন লুইস সুয়ারেজ। সুয়ারেজের পা থেকে বল ছিনিয়ে নিলেন মিশরের গোলরক্ষক।
6:57 PM, 15 Jun

দুরন্ত প্রতিআক্রমণ তুলে আনলেও ভেদ শক্তির অভাবে গোল করতে ব্যর্থ মিশর।
6:56 PM, 15 Jun

মরিয়া লড়াই মিশরের ডিফেন্ডারদের।
6:51 PM, 15 Jun

গোল না পেলেও বল পজিশনে এগিয়ে উরুগুয়ে।
6:48 PM, 15 Jun

ফুটবলার পরিবর্তন উরুগুয়ের। নান্দেজের পরিবর্তে মাঠে এলেন স্যাঞ্চেজ।
6:47 PM, 15 Jun

প্রতি আক্রমণে গোল পাওয়ার চেষ্টায় উরুগুয়ে। কিন্তু চরম ফ্লপ উরুগুয়ের আক্রমণের অন্যতম ভরসা লুইস সুয়ারেজ।
6:44 PM, 15 Jun

স্রেফ অভিজ্ঞতার অভাবে গোল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে মিশর।
6:43 PM, 15 Jun

একের পর এক আক্রমণ তুলে আনছে মিশরের ফুটবলাররা।
6:43 PM, 15 Jun

শুরুর দিকে উরুগুয়ের আক্রমণ সামলে প্রতিআক্রমণে উঠছে মিশর।
6:40 PM, 15 Jun

মরিয়া লড়াই চালাচ্ছে মিশরের ডিফেন্স। একের পর এক আক্রমণ তুলে আনছে উরুগুয়ে।
6:37 PM, 15 Jun

প্রথম মিনিচ থেকেই আক্রমণে ওঠার চেষ্টা চালাচ্ছে উরুগুয়ে।
6:36 PM, 15 Jun

মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা। শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
6:23 PM, 15 Jun

চেষ্টা করেও গোলমুখ খুলতে ব্যর্থ দুই দল।
6:22 PM, 15 Jun

শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধ শেষে খেলার ফল ০-০।
6:21 PM, 15 Jun

অন্তিমলগ্নে উপস্থিত প্রথমার্ধের খেলা। এখনও কোনো দলই গোলের মুখ দেখতে পায়নি।
6:16 PM, 15 Jun

অন্তিমলগ্নে উপস্থিত প্রথমার্ধের খেলা। এখনও কোনো দলই গোলের মুখ দেখতে পাননি।
6:11 PM, 15 Jun

ব্যাক ভলি করতে গিয়ে সামান্য চোট পেলেন সালাহের পরিববর্তে মাঠে নামা ওয়াডা।
6:10 PM, 15 Jun

ডিফেন্সে নির্ভরতা দেওয়ার পাশাপাশি আক্রমণে উঠে আসছেন উরুগুয়ের অধিনায়ক দিয়েগো গডিন।
6:08 PM, 15 Jun

ফের একবার সুবিধা জনক জায়গা থেকে বলের পজিশন হারাল উরুগুয়ে।
6:07 PM, 15 Jun

ডান ডিক দিয়ে একাধিক আক্রমণ তুলে আনলেও সচল নয়, মিশরের বাঁ প্রান্ত।
6:03 PM, 15 Jun

সুবিধাজনক জায়গায় ফ্রি কিক পেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারলেন না সুয়ারেজ।
6:01 PM, 15 Jun

এখনও পর্যন্ত অফ-কালার বার্সা তারকা লুইস সুয়ারেজ।
5:59 PM, 15 Jun

দুরন্ত লড়াই ওয়াডার। আক্রমণে উঠে আসছেন ফেরাওরা।
5:56 PM, 15 Jun

অফসাইড! সুয়ারেজের গোল অফসাইডের কারণে বাতিল করলেন রেফারি।
5:56 PM, 15 Jun

কাভানির অসাধারণ গোলমুখী শট কর্নারের বিনিময়ে বাইরে পাঠালেন মিশরের এক সেন্ট্রাল ডিফেন্ডার।
5:53 PM, 15 Jun

আলনেনিকে এই ম্যাচে একটু অন্যভাবে ব্যবহার করছেন মিশরের কোচ। আক্রমণে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে তাঁকে। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন তিনি।
READ MORE

English summary
Uruguay will face Egypt in their first match of 2018 fifa world cup. The match is very crucial for both teams. Winning team of this match will get benefit. Get live updates of this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X