For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু'গোলে সুইডেনকে হারিয়ে ২৮ বছর পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড

ইংল্যান্ড বনাম সুইডেন ম্যাচের লাইফ আপডেট পান এখানে।

Google Oneindia Bengali News

চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং সুইডেন। দুই দলই এই বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে।

World Cup Live: সেমিফাইনালের ছাড়পত্র নিশ্চিত করতে আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন

দু'টিল দল বিশ্বকাপে হেরে একটি করে ম্যাচ। এবং যে দু'টি ম্যাচ এই দু'দল হেরেছে তাও সাময়িক ভুলের কারণে।
আক্রমণ থেকে ডিফেন্স, প্রতিটি বিভাগেই দুই দলের ভারসম্য দারুণ। ফলে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে এটি। দুই দলেও প্রতিভার অভাব নেই। এমন কিছু প্লেয়ার দুই দলে আছেন যারা একক দক্ষতায় ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।

1
958081

Newest First Oldest First
9:27 PM, 7 Jul

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড।
9:22 PM, 7 Jul

শেষ হয়ে গেল খেলা। সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নিল ইংল্যান্ড।
9:21 PM, 7 Jul

ইতিমধ্যেই পাঁচ মিনিট অতিরিক্ত সময় যোগ করেছেন চতুর্থ রেফারি।
9:21 PM, 7 Jul

শেষ মুহূর্তে এসে উপস্থিত ম্যাচ।
9:13 PM, 7 Jul

আজকের ম্যাচের প্রথম হলুদ কার্ড। কা্ড দেখলেন ইংল্যান্ডের প্রথম গোলদাতা ম্যাগুয়ার।
9:10 PM, 7 Jul

বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারল না ইংল্যান্ড।
9:07 PM, 7 Jul

আক্রমণে ওঠার চেষ্টা চালাচ্ছে সুইডেন।
9:06 PM, 7 Jul

গোল হজম করলেও সুইডেনের সমর্থকেরা গ্যালারি থেকে দলকে উৎসাহিত করছেন।
9:03 PM, 7 Jul

খেলোয়াড় পরিবর্তন করল ইংল্যান্ড। ডেলে আলির পরিবর্তে মাঠে এলেন ফ্যাবিয়ান ডেল্প।
8:58 PM, 7 Jul

কর্নার থেকে কাজের কাজ করতে ব্যর্থ সুইডেন।
8:58 PM, 7 Jul

সহজ সুযোগ মিস করলেন সুইডেনের ফুটবলার। নিশ্চিত গোল বাঁচালেন পিকফোর্ড।
8:55 PM, 7 Jul

ফর্সবার্গের পরিবর্তে মাঠে এলেন মার্টিন ওলসন।
8:54 PM, 7 Jul

খেলোয়াড় পরিবর্তন করল সুইডেন। টোইভোনেনের পরিবর্তে মাঠে নামলেন গুইদেট্টি।
8:52 PM, 7 Jul

কর্নার পেল ইংল্যান্ড।
8:48 PM, 7 Jul

অনবদ্য সেভ পিকফোর্ডের। নিশ্চিত গোল বাঁচালেন তিনি।
8:45 PM, 7 Jul

ডেলে আলির অনবদ্য গোল, সুইডেনের বিরুদ্ধে দু'গোলের লিড নিয়ে নিল ইংল্যান্ড।
8:43 PM, 7 Jul

কর্নার পেল ইংল্যান্ড।
8:43 PM, 7 Jul

আক্রমণে চাপ বজায় রাখছে ইংল্যান্ড।
8:41 PM, 7 Jul

দারুণ আক্রমণ ইংল্যান্ডের। কিন্তু ঠিক জায়গায় বলটা রাখতে পারলেন না স্টারলিং।
8:40 PM, 7 Jul

প্রায় বিপদ ডেকে এনেছিলেন ইংল্যান্ডের ফুটবলাররা।
8:40 PM, 7 Jul

ফ্রি কি পেল ইংল্যান্ড।
8:36 PM, 7 Jul

আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে সুইডেন।
8:36 PM, 7 Jul

দুরন্ত সেভ করলেন পিকফোর্ড। সুইডেনের নিশ্চিত গোল বাঁচালেন তিনি।
8:35 PM, 7 Jul

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।
8:19 PM, 7 Jul

শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা শেষে ইংল্যান্ড-১, সুইডেন-০।
8:16 PM, 7 Jul

এক মিনিট অতিরিক্ত সময় যোগ রেফারি।
8:16 PM, 7 Jul

কর্নার পেল ইংল্যান্ড।
8:16 PM, 7 Jul

প্রায় দ্বিতীয় গোল পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। বাজে মিস স্টারলিংয়ের।
8:15 PM, 7 Jul

বিশ্বকাপের মঞ্চেও খারাপ রেফারিং। নিশ্চিত অফ সাইড দিতে বেশ দেরি করলেন লাইন্স ম্যান। গোল হলে বিতর্ক হতেই পারত। যদিও পরে নিজের ভুল শুধরে নেন তিনি।
8:11 PM, 7 Jul

আর একটি গোল করলে ১৯৬৬ সালে নিজেদের তৈরি করে রেকর্ড ছুঁয়ে ফেলবে ইংল্যান্ড। সেইবার চ্যাম্পিয়ন ইংল্যান্ড মোট গোল করেছিল ১১টি।
READ MORE

English summary
Get live update of FIFA World Cup 2018 matches between England and Sweden.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X