For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

World Cup Live- ৪০ বছরের ক্ষরা কাটিয়ে বিশ্বকাপে জয়ের স্বাদ পেল টিউনিশিয়া, ইতিহাস গড়া হল না পানামার

পানামা আজ পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচেও জয় পায়নি। অন্যদিকে টিউনিশিয়ারএবারের বিশ্বকাপের প্রাপ্তি ও শূন্য। এই পরিস্থিতি আজ জি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পানামা ও টিউনিশিয়া।

Google Oneindia Bengali News

পানামা আজ পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচেও জয় পায়নি। অন্যদিকে টিউনিশিয়ারএবারের বিশ্বকাপের প্রাপ্তি ও শূন্য। এই পরিস্থিতি আজ জি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে পানামা ও টিউনিশিয়া। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বাইরে চলে গিয়েছে এই দল। তাই এদিনের ম্যাচ শুধুমাত্র নিয়ম রক্ষার।

মর্যাদার ম্য়াচে আজ জয় চায় পানামা ও টিউনিশিয়া

নিয়ম রক্ষার এই ম্যাচকেই এখন কুড়িয়ে পাওয়া ষোল আনার মতোই ভাবছে পানামা ও টিউনিশিয়া। সেই কারণে এই ম্যাচ এখন দুই দলের কাছে মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

1
958063

Newest First Oldest First
12:57 AM, 29 Jun

৬৬ মিনিটে দুরন্ত পাস খেলতে খেলতে পানামার গোলে বল ঢোকাল টিউনিশিয়া, খাজরি গোলটি করেন।
12:40 AM, 29 Jun

বেন ইউসুফের গোলে ৫১ মিনিটে সমতা ফেরাল টিউনিশিয়া।
12:11 AM, 29 Jun

১ গোলে এগিয়ে গেল পানামা, জোসে লুই রডরিগেজ-এর করা সেন্টার ৩৩ মিনিটে টিউনিশিয়ার মেরিহার পায়ে লেগে গোলে ঢুকে যায়।
11:31 PM, 28 Jun

জাতীয় দলের হয়ে আজ ১৩৪ নম্বর ম্যাচ খেলতে নেমেছেন পেনডো, আজকের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন।
11:27 PM, 28 Jun

প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির পানামার সমর্থকরাও।
11:26 PM, 28 Jun

দলকে সমর্থন জানাতে হাজির টিউনিশিয়ার সমর্থকরা।
11:23 PM, 28 Jun

আজ কেমন দল নিয়ে মাঠে নামছে পানামা ও টিউনিশিয়া, দেখে নিন এক নজরে।
7:00 PM, 28 Jun

টিউনিশিয়ার এই বিশ্বকাপের ফলাফলে চোখ বুলিয়ে নিন।
6:56 PM, 28 Jun

রাশিয়া বিশ্বকাপে পানামা এখন পর্যন্ত কেমন ফল করেছে, দেখে নিন একনজরে।
6:53 PM, 28 Jun

এরপর বিশ্বকাপে ১৪টি ম্যাচ খেলেছে টিউনিশিয়া, কিন্তু একটিও জয় নেই।
6:53 PM, 28 Jun

১৯৭৮ সালে আর্জিন্তিনা বিশ্বকাপে মেক্সিকো-কে হারিয়েছিল টিউনিশিয়া, আজ পর্যন্ত বিশ্বকাপে সেটাই এই দলের একমাত্র জয়। সেই ম্যাচের ফল ছিল ৩-১।
6:53 PM, 28 Jun

আজ ৪-১-৪-১ ফর্মেশনে দল সাজাতে চাইছে পানামা।
6:53 PM, 28 Jun

২ দলেরই একটা কমন বিষয় রয়েছে, এরা ৬টি-র বেশি গোল খেয়েছে, দ্বিতীয় ম্যাচেই দুই দলই ৪টার বেশি গোল খেয়েছে।
6:52 PM, 28 Jun

টিউনিশিয়া বিশ্বকাপে শেষ জয় পেয়েছে ৪০ বছর আগে। ইংল্যান্ডের বিরুদ্ধে হারে বেলজিয়ামের বিরুদ্ধে ছক পরিবর্তন করেছিল। কিন্তু, তাতে আরও ভরাডুবি হয় তারা। ৫-২ গোলে বেলজিয়ামের কাছে হার স্বীকার করতে হয় টিউনিশিয়াকে।
6:52 PM, 28 Jun

আজ পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচও জেতেনি পানামা। তাই আজ এই ম্যাচ জিতে নয়া ইতিহাস তৈরি করতে চাইছে তারা।

English summary
Panama and Tunisia both team are already outlined from the FIFA World Cup 2018. But these two want to win in their last match in this World Cup. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X