শেষ ষোলোর লড়াইয়ে আজ ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেনের বিরুদ্ধে মাঠে নামবে রাশিয়া। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেলেও টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে রাশিয়া। গ্রুপ পর্বের ম্যাচে তিনটির মধ্যে দু'টিতেই জয় পেয়েছে তারা। এক মাত্র ম্যাচটি হেরেছে উরুগুয়ের কাছে।
অন্য দিকে, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও স্পেন একেবারেই হালকা ভাবে নিচ্ছে না রাশিয়াকে। এমনিতেও বিশ্বকাপের শুরুটা আহামরি হয়নি স্পেনের জন্য। গ্রুপ পর্বের ম্যাচে তারা ড্র করেছে দু'টি ম্যাচ এবং একটি ম্যাচ জিতেছে।
বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন। ট্রাইবেকারে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল।
স্পেনের হয়ে শট নিতে চলেছেন আসপাস। এই ম্যাচে বেঁচে থাকতে হলে গোল করতেই হবে আসপাসকে।
পেনাল্টি থেকে গোল করে রাশিয়াকে এগিয়ে দিল চেরিসেভ।
ট্রাইবেকারে গোল করলেন সার্জিও রামোস।
টাইব্রেকার থেকে গোল করে রাশিয়াকে এগিয়ে দিলেন গোলোভিন।
ট্রাইবেকার মিস করলেন কোকে। সেভ রুশ গোলরক্ষকের।
টাইব্রেকারে গোল করলেন রাশিয়ার ইয়াসেভিচ।
টাইব্রেকার থেকে গোল করলেন স্পেনের জেরার্ড পিকে।
টাইব্রেকারে গোল করে রাশিয়াকে সমতায় ফেরালেন স্মোলোভ।
টাইব্রেকারে প্রথম শট নিলেন ইনিয়েস্তা। গোল করলেন তিনি।
ম্যাচের অন্তিমলগ্নে অবধারিত গোল বাঁচালেন ইগার আকিনফেভ।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শেষে এক মিনিট যোগ কপরলেন চতুর্থ রেফারি।
দারুণ ডিফেন্ডিং রাশিয়ার।
আর কিছু সময় বাকি অতিরিক্ত সময়ের খেলা।
কর্নার পেল রাশিয়া।
বৃষ্টি শুরু হয়েছে লুঝনিকি স্টেডিয়ামে।
অসম্ভব ভাল ভাগ্য রাশিয়ার।
এই ম্যাচে রাশিয়ার ফুটবলাররা বারবার ফাউল করছেন ইস্কোকে।
ভাল জায়গা থেকে ফ্রি কিক পেল স্পেন।
বারবার আক্রমণ চালাচ্ছে স্পেন।
রাশিয়ার গোলরক্ষক এবং ডিফেন্সের কারণে রক্ষা পায় রাশিয়া।
প্রায় রাশিয়ার গোলদূর্গে বিপদ ডেকে এনেছিল স্পেন।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী খেলা অতিরিক্ত সময়ে গড়ালে চারটি পরিবর্তন করা যাবে।
দু'টি দলই চারটে করে পরিবর্তন করেছে।
দু'টি দলই চারটে করে পরিবর্তন করেছে।
শুরু হল অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষে এক মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
বক্সের বাইরে ফ্রি কিক পেল রাশিয়া। অসাধারণ সেভ আকিনফেভের।
খেলোয়াড় পরিবর্তন স্পেনের। অ্যাসেন্সিও-এর পরিবর্তে মাঠে এলেন মার্কো রডরিগো।
আক্রমণের চাপ বাড়াচ্ছে স্পেন।
অসাধারণ সেভ রাশিয়ার গোলরক্ষকের। অপ্রতিরোধ্য রুশ গোলরক্ষক ইগর আকিনফেভের।
খেলোয়াড় পরিবর্তন রাশিয়ার।
রাশিয়াকে চেপে ধরেছে স্পেন।
একের পর এক আক্রমণ তুলে আনছে স্পেন।
প্রায় রাশিয়ার গোলমুখ খুলে ফেলেছিল স্পেন। অল্পের জন্য রক্ষা পেল রাশিয়া।
শুরু হল অতিরিক্ত সময়ের খেলা।
আজ রাশিয়া বনাম স্পেন ম্যাচের সাক্ষী থাকতে লুঝনিকি স্টেডিয়ামে উপস্থিত ৭৮,০১১ জন ফুটবলপ্রেমী।
🏟️Packed to the rafters in Moscow!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
As it stands, they're going to get some 'bonus' football, too ⌚️👀#ESPRUS pic.twitter.com/mKKgFpZXcj
অতিরিক্ত সময়ে এগোবে খেলা। ৩০ মিনিট অতিরিক্ত সময়ের খেলা হবে।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। খেলার ফল রাশিয়া-১ স্পেন-১
We may have to all acknowledge that yesterday spoiled us a little 🙄
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
30 more minutes (and perhaps penalties) inbound...#ESPRUS pic.twitter.com/mI9JJbBkO2
ফের রাশিয়ার আক্রমণ। কিন্তু কাজে এল না একটি আক্রমণও।
দারুণ আক্রমণ তুলে এনেছিল রাশিয়া।
চার মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
রামোসের হেড বেড়িয়ে গেল ক্রসবারের অনেকটা উপর দিয়ে।
ফের কর্নার পেল স্পেন।
ফের কর্নার স্পেনের।
ফ্রি কিক কাজে লাগাতে পারল না স্পেন। কর্নার পেল তারা।
ইনিয়েস্তার গোলমুখী শট দারুণ দক্ষতায় বাঁচালেন রাশিয়ার গোলরক্ষক।
অসাধারণ ডিফেন্ডিং রাশিয়ার।
ম্যাচ অন্তিমলগ্নে এসে উপস্থিত।
বারবার বাঁ দিক দিয়ে ইস্কোকে কেন্দ্র করে আক্রামণ তুলে আনছে স্পেন।
পজিশানিং ফুটবল খেলছে স্পেন।
মাঠে নামলেন আন্দ্রে ইনিয়েস্তা। দাভিদ সিলভার পরিবর্তে মাঠে এলেন এই কিংবদন্তি ফুটবলার।
দারুণ আক্রমণ তুলে এনেছিল রাশিয়া। বলকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না গোলোভিন।
মাঠে নামলেন চেরিসেভ। এই বিশ্বকাপে রাশিয়ার অন্যতম সম্পদ চেরিসেভ। রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকে বেড়ে ওঠা ফুটবলার এই চেরিসেভ।
ইস্কো-ন্যাচোর দাপুটে পারফরম্যান্সে রাশিয়ার রক্ষণ দূর্গে ফাটল ধরাতে মরিয়া স্পেন।
ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে স্পেনের দখলে।
বিশ্বকাপে কখনও আয়োজক দেশকে হারাতে পারেনি স্পেন। এই রেকর্ড ভরসা জোগাচ্ছে রাশিয়াকে।
কর্নার পেল রাশিয়া।
ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।
বল অধিকাংশই ঘুরছে স্পেনের পায়ে।
ফের ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে স্পেন।
কাজে এল না ফ্রি কিক।
ফ্রি কিক পেল স্পেন।
আক্রমণ তৈরি করার চেষ্টায় রাশিয়া।
অসাধারণ সেভ রাশিয়ার গোলরক্ষকের।
আক্রমণে ওঠার চেষ্টায় রাশিয়া।
শুরুতেই স্পেনের ভুল পাস থেকে আক্রমণ তুলে এনেছিল রাশিয়া।
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।
প্রথমার্ধের পরিসংখ্যানের নিরিখে অনেক এগিয়ে স্পেন।
Key stats:
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
👉 #RUS are only the second team to concede two own goals at a #WorldCup (after Bulgaria in 1966)
👉 #ESP have never beaten a host team at World Cup (playing Italy x2 in 1938, #BRA in 1950 and #KOR in 2002)#ESPRUS pic.twitter.com/AE9QwzTpLs
লড়াকু মানষিকতা ধরে রেখে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে ম্যাচ বেড় করার স্ট্র্যাটেজিই ধরে রাখতে পারে রাশিয়া।
নতুন ভাবে পরিকল্পনা করে দ্বিতীয়ার্ধে মাঠে নামবে স্পেন এটা পরিস্কার।
আরও নাটক অপেক্ষা করছে দ্বিতীয়ার্ধের খেলায়। ম্যাচের গতিপ্রকৃতি থেকে পরিস্কার ৯০ মিনিটের মধ্যেই মীমাংসা হবে এই ম্যাচের।
শেষ হল প্রথমার্ধের খেলা। প্রথমার্ধ শেষে রাশিয়া-১ স্পেন-১
There's definitely a game on when we come back.#ESPRUS // #WorldCup pic.twitter.com/0v7mfGl96P
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
অল্পের জন্য রক্ষা পেল রাশিয়া।
দু'মিনিট অতিরিক্ত সময় যোগ করলেন চতুর্থ রেফারি।
আক্রমণে উঠছে স্পেন।
গোল করে রাশিয়াকে সমতায় ফেরালেন আর্টেম জিউবা।
বক্সের মধ্যে হ্যান্ড বল করায় হলুদ কার্ড দেখলেন জেরার্ড পিকে।
পেনাল্টি পেল রাশিয়া।
কর্নার পেল রাশিয়া।
ঝটিকা আক্রমণে উঠছে রাশিয়া।
লক্ষ্যভ্রষ্ঠ গোলোভিনের শট।
আক্রমণে উঠছে রাশিয়া।
কর্নার পেল রাশিয়া।
স্পেনের প্রচুর পরিমান সমর্থক উপস্থিত হয়েছেন এই ম্যাচের সাক্ষী থাকতে।
বক্সের বেশ কিছুটা বাইরে থেকে পাওয়া ফ্রি কিক কাজে লাগাতে পারল না রাশিয়া।
ভিআইপি গ্যালারিতে উপস্থিত কার্লোস পুওল, লুই গার্সিয়ার মতো প্রাক্তনীরা।
একের পর এক আক্রমণ তুলে আনছে স্পেন।
গোল শোধ করার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালাচ্ছে রাশিয়া।
ইগ্নাসেভিচের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ল রাশিয়া।
ফ্রি কিক পেল স্পেন।
এর আগে মোট ১২ বার খেলেছে স্পেন এবং রাশিয়া। ছ'টি ম্যাচে জিতেছে স্পেন। রাশিয়া জিতেছে দু'টি ম্যাচে। চারটি ম্যাচ ড্র হয়েছে।
স্পেনের বিরুদ্ধে শুরু থেকে আক্রমণ তুলে আনছে রাশিয়া।
১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপের নক আউট পর্যায় খেলছে রাশিয়া। তখন অবিভক্ত রাশিয়া ছিল।
দেশের জার্সিতে ১০২ নম্বর ম্যাচটি খেলছেন জেরার্ড পিকে।
শুরু হয়ে গেল খেলা।
৪-৫-১ ফর্মেশনে দল সাজিয়েছে স্পেন। রাশিয়া দল সাজিয়েছে ৫-৩-২ ফর্মেশনে।
#ESPRUS // FORMATIONS
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
How would you have lined them up for this game? pic.twitter.com/VggM8Lw1To
দেখে নিন কারা সুযোগ পেলেন দুই দলের প্রথম একাদশে।
TEAM NEWS!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
Here's how #ESP and #RUS will begin in Moscow 👇#ESPRUS pic.twitter.com/FtetYgKCtG
স্টেডিয়ামে উপস্থিত দুই দল।
🏟️⏪🚌
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
The teams are in the Luzhniki ahead of #ESPRUS!
👀 TV listings 👉 https://t.co/xliHcxWvEO pic.twitter.com/AXXjk3IXRf
প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাশিয়ার অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন চেরিসভ।
With Cheryshev beginning on the bench, who do you think could make the difference for #RUS?#ESPRUS pic.twitter.com/9CYqFArn1h
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
খুব সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে আন্দ্রে ইনিয়েস্তার। ফলে নিজের সব কিছু দিয়ে ফের একবার তিনি যে খেতাব জিততে মরিয়া হবেন তা স্বাভাবিক।
Waiting for @andresiniesta8...#ESPRUS pic.twitter.com/OVx0W4gJoC
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
রাশিয়াকে হালকা ভাবে না নিলেও নিজেদের কাজটা ঠিক মতো করতে তৈরি স্পেন।
#ESP #ESP #ESP #ESP@marcoasensio10 says @SeFutbol will have to approach their Round of 16 meeting with Russia in Moscow like a Final #ESPRUS pic.twitter.com/oycHaIEmzi
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
স্পেনের বিরুদ্ধে ভাল পারফর্ম করার বিষয়ে আশাবাদী রাশিয়া।
🗣 “I hope the footballing gods will be on our side”
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 1, 2018
Can hosts @TeamRussia advance to the #WorldCup quarter-finals at the expense of Spain? We hear from Artem Dzyuba ahead of #ESPRUS... pic.twitter.com/ACkHCHrwJ3