For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সংগঠিত বিশৃঙ্খলা'-এর ছকেই কোস্টা রিকার বিরুদ্ধে জিতে শেষ ষোলর জায়গা পাকা করতে চান জাকা-শাকিরি'রা

সুইজারল্যান্ড বনাম কোস্টারিকা ফিফা বিশ্বকাপ ২০১৮ ম্যাচের প্রিভিউ

Google Oneindia Bengali News

বুধবার গ্রুপ ই-র ম্যাচে কোস্টা রিকার বিরুদ্ধে জিতে শেষ ষোলয় পৌঁছানোই সুইজারল্যান্ডের লক্ষ্য। ড্র করলেও নকআউটে যাবেন জারদান শাকিরিরা। তবে সেক্ষেত্রে ব্রাজিলের বিরুদ্ধে সার্বিয়াকে ড্র বা পরাজিত হতে হবে। অপরদিকে পর পর দুই ম্যাচে হেরে কোস্টা রিকার সামনে পরের রাউন্ডে যাওয়ার কোনও অঙ্কই নেই। ভাল খেলে দেশের সমর্থকদের আনন্দ দেওয়া ছাড়া কিছুই পাওয়ার নেই এই ম্যাচ থেকে।

জিতে শেষ ষোলর জায়গা পাকা করতে চায় সুইজারল্যান্ড

সার্বিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় পাওয়াতে গ্রুপে যথেষ্ট ভাল জায়গায় আছে সুইসরা। ব্রাজিলের সঙ্গে তাদের পয়েন্ট এক হলেও গোল পার্থক্য়ে কিছুটা পিছিয়ে থাকায় গ্রুপে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে তারা। আজকের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৭। তাতে নিশ্চিতভাবে তারা পরের রাউন্ডে যাবে।

কিন্তু যদি ম্যাচ ড্র হয় তাহলে তাদের থাকতে হবে ব্রাজিলের ভরসায়। সার্বিয়া ব্রাজিলের বিরুদ্ধে ড্র বা হারলেই সেক্ষেত্রে পরের রাউন্ডে যাওয়ার অনুমতি মিলবে সুইশদের। কোচ পেতকোভিচ জানিয়েছেন, দল যে ভাবে খেলছে, তাতে তিনি খুশি। কাজেই তাদের 'সংগঠিত বিশৃঙ্খলা'-এর ছক পাল্টাবে না এই ম্যাচে। তিনি বলেন, আমরা য়ে ছকটায় খেলছি তাকে বলে যায় 'সংগঠিত বিশৃঙ্খলা'। আমরা কিন্তু আগামী দিনগুলোতেও এভাবেই খেলব।'

অপরদিকে এই বিশ্বকাপটা এখনও পর্যন্ত খুবই খারাপ গিয়েছে মধ্য আমেরিকার দল কোস্টা রিকার। পর পর দুই ম্যাচে হার হজম করা তো আছেই, সেই সঙ্গে এখনও এই বিশঅবকাপে তারা একটাও গোল করতে পারেনি। তা নিয়ে দেশে জাতীয় দল ও দলের কোচের প্রবল সমালোচনা হচ্ছে। তবে এই সমালোচনা অমূলক বলে মনে করেন কোস্টা রিকার কোচ অস্কার রামিরেজ।

তিনি বলেন, 'আমি একই সঙ্গে আহত ও হতাশ। আমরাও দেশকে আনন্দ দিতে চেয়েছিলাম। এরকম ফল হোক আমরাও চাইনি। কিন্তু বুঝতে হবে, আমরা একটা খুব কঠিন গ্রুপে পড়েছিলাম। নিজেদের সেরাটাই দিয়েছি। মানুষের এটা বোঝা উচিত। আসলে আমাদের দেশের লোকেরা বড্ড আবেগপ্রবণ।'

দুই দলেই কোনও কার্ড বা চোট সমস্যা নেই। তাই প্রথম একাদশে বিশেষ পরিবর্তন থাকবে না বলেই মনে করা হচ্ছে। সার্বিয়ার বিরুদ্ধে গোল করে শাকিরি ও জাকার গোলের উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গী নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। হাতের ভঙ্গিতে তারা আলবেনিয়ার দুই মাথাওয়ালা ঈগলকে বোঝাতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। কিন্তু তার জন্য ফিফা তাদের শাস্তি দেয়নি। তাই আজকের ম্যাচে তাদেরও খেলতে বাধা নেই।

English summary
Preview of the FIFA World Cup 2018 match between Costa Rica and Switzerland 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X