For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে নামার আগে কেমন তৈরি আইসল্যান্ড, জেনে নিন প্রিভিউতে

অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ক্রোয়েশিয়া এবং আইসল্যান্ড। আইসল্যান্ডকে জিততেই হবে এই ম্যাচ। এই ম্যাচ জয়ের ব্যপারে আশাবাদী ক্রোয়েশিয়াও।

Google Oneindia Bengali News

মাস্ট উইন ম্যাচে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি আইসল্যান্ড। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দিয়ে সাড়া জাগানো দলটা নিজেদের দ্বিতীয় ম্যাচেই আটকে গিয়েছে নাইজেরিয়ার কাছে। ২-০ গোলে হেরে যেতে হয়েছে আফ্রিকার দলটির কাছে।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে নামার আগে কেমন তৈরি আইসল্যান্ড, জেনে নিন প্রিভিউতে

এখনও আশা ছাড়েনি তিন লক্ষ তিরিশ হাজার মানুষের দেশটি। বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে পৌছতে হলে এই ম্যাচে যে কোনও মূল্যে জয় প্রয়োজন আইল্যান্ডের। কোনও ভাবেই তীরে এসে তরী ডুবতে দিতে নারাজ আইসল্যান্ডের কোচ। শক্তিধর প্রতিপক্ষ হলেও এই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী আইসল্যান্ডের কোচ হেইমার হালগ্রিমসন।তিনি জানান, বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছনটা জাতীয় দলের কাছে এক বড় প্রাপ্তি হতে পারে।

তিনি বলেন, 'আর্জেন্তিনা, জার্মানি বা পর্তুগালের মতো দেশের কাছে পরের রাউন্ডে না পৌছনোটা হতাশাজনক, যদি আমরা বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের জায়গা করে নিতে পারি, তাহলে আইসল্যান্ডের ফুটবলের ছোট ইতিহাসে এটা বড় সাফল্য হয়ে থাকতে পারে।'

ক্রোয়েশিয়ার সম্পর্কে বলতে গিয়ে আইসল্যান্ডের কোচ বলেন, 'প্রথম দু'টো ম্যাচে দারুণ ফুটবল খেলেছে ওরা। খেলাটাকে ওরা উপভোগ করছে। যে ভাবে ওরা বিশ্বকাপ অভিযান শুরু করেছে, আমার মনে ওদের কৃতিত্ব দেওয়া উচিত। এই ভাবে যদি ওরা খেলতে থাকে তাহলে ওদের অনেক দূর যাওয়া উচিত।'

আইসল্যান্ডের যখন এই ম্যাচে জয় প্রয়োজন, তখন ক্রোয়েশিয়া এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলবে। স্রেফ ড্র প্রয়োজন হলেও ম্যাচ জেতা ছাড়া কিছু ভাবছেন না ক্রোয়েশিয়ার কোচ। তিনি বলেন, 'গ্রুপের শীর্ষে থাকর জন্য আমরা আইসল্যান্ডকে হারাতে চাই। আমাদের নিজেদের একটা খেলার ধরণ রয়েছে এবং ওদের লম্বা বলে খেলা এবং সেট পিসের ধরণ দেখে আমরা এই নিজেদের খেলার স্টাইলের উপরই নির্ভর করে খেলবো।। আমরা আইসল্যান্ডের সম্পর্কে সব কিছুই জানি এবং তারাও আমাদের সম্পর্কে সবই জানে।'

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে আইসল্যান্ড শিবিরকে চাপে রেখেছে চোট আঘাতের সমস্যা। নাইজেরিয়ার বিরুদ্ধে মাথায় চোট পাওয়ার পর আইসল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ডার রাগনার সিগার্ডসনকে মাঠের বাইরে যেতে হয়েছিল। এই ম্যাচে তাঁক পাওয়ার বিষয়ে একটা সংশয় রয়েছে। পাশাপাশি এই ম্যাচে নাও পাওয়া যেতে পারে জোহান বার্গ গুডমান্ডসনকেও। প্রথম ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি।

একটি করে হলুদ কার্ড দেখে থাকায় এই ম্যাচে ক্রোয়েশিয়ার কোচ হয়তো দলের একাধিক তারকা প্লেয়ারকে খেলানোর বিষয়ে ঝুঁকি নেবেন না। এই ম্যাচে হয়তো ইভান রাকিটিচ, মারিও মান্দজুকিচ, মার্সেলো ব্রজোভিচের সার্ভিস পাবে না ক্রোয়েশিয়া।

English summary
Iceland and Croatia are going to face each other in a very vital match of 2018 fifa world cup. Both the teams are ready to win this battle.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X