For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাস্ট উইন ম্যাচে মেক্সিকোর সামনে সুইডেন, দুই দলের অন্দরের খবর জানুন ম্যাচ প্রিভিউতে

বুধবার গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর সামনে সুইডেন। রাশিয়া বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় নেই সুইডেনের কাছে।

Google Oneindia Bengali News

বুধবার গ্রুপ 'এফ'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর সামনে সুইডেন। রাশিয়া বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে নিতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় নেই সুইডেনের কাছে। শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হবে বা ড্র করতে হবে জার্মানিকে।

মাস্ট উইন ম্যাচে মেক্সিকোর সামনে সুইডেন, দুই দলের অন্দরের খবর জানুন ম্যাচ প্রিভিউতে

বিশ্বকাপে নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে ফেলেছে সুইডেন। নিজেদের শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে এগিয়ে গিয়েও গোল ধরে রাখতে পারেনি তারা। জার্মানির বিরুদ্ধে পয়েন্ট না পাওয়া নেপথ্যে অনেকটা সুইডেনের ভাগ্যকেও দায়ী করা যেতে পারে। যে ভাবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল হজম করতে হয় তাদের, তা দুর্ভাগ্যেরও বটে।

এই পরিস্থিতিতে পরের রাউন্ডে নিজেদের জন্য জাগয়া করে নিতে হলে এই ম্যাচে জয় চাই সুইডেনের। তবে, মেক্সিকোর বিরুদ্ধে লড়াইটা খুব সহজ হবে না সুইডেনের জন্য।

এইবারের বিশ্বকাপে বেশ ভাল শুরু করেছে লাতিন আমেরিকার দলটি। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকো হারিয়ে দিয়েছে জার্মানিকে। পরের ম্যাচে তাদের সামনে দাঁড়াতে পারেনি দক্ষিণ কোরিয়াও। পর পর দুই ম্যাচ জিতে এমনিতেই আত্মবিশ্বাসী মেক্সিকোর শিবির। পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা প্রায় পাকা করে নেওয়া মেক্সিকো চায় নিজেদের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে নক আউট পর্বে নামতে। কারণ এখনও পরের রাউন্ড পাকাপক্ত করতে হলে অন্ততপক্ষে এক পয়েন্ট দরকার মেক্সকোর। ফলে এই ম্যাচে তারা ঝাঁপাবে এটা স্বাভাবিক।

সুইডেনের বিরুদ্ধে নামার আগে মেক্সিকোর শিবিরকে স্বস্তিতে রাখছে দলে চোট আঘাতের সমস্যা না থাকা।
অন্য দিকে, মেক্সিকো শিবির সুইডেনের বিরুদ্ধে ভাল খেলার বিষয়ে আশাবাদী হলেও অনেকটাই চুপচাপ সুইডেনের অন্দরমহল। হয়তো ঝড়ের পূর্বাভাস।

শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে হারের পর সুইডেনের পক্ষ থেকে জানান হয়েছিল সাময়িক অসচেতনতা এবং ভাগ্য সহায় না থাকায় একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে হারতে হয়েছে তাদের। কিন্তু মেক্সিকোর বিরুদ্ধে তারা যে ফের স্বমহিমায় ঝলসে উঠবেন তা জানিয়েও দেওয়া হয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে সুইডেনকে অস্বস্তিতে রেখেছে ডিফেন্ডার জিমি ডারমাজ। কারণ টম ক্রুসের গোলের পর থেকেই জিমিকে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি এবং বৈর্ণ বৈশম্য মূলক মন্তব্য করা হয়।

বিভিন্ন জায়গা থেকে সমালোচণা করা হলেও গোটা দলকে এবং টিম ম্যানেজমেন্টকে নিজের পাশে পেয়েছেন জিমি। এই অপ্রত্যাশিত ঘটনাগুলিকে বিশেষ গুরুত্ব না দিয়েই মেক্সিকোর বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করাই এখন লক্ষ্য সুইডেনের।

English summary
Sweden will face Mexico tomorrow in a must win game. When Sweden need three points in the same match Mexico also need one point to avoid dependency. Both the team want to win this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X