For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোলারভের অসাধারণ ফ্রিকিকে কোস্টা রিকা-কে ১-০ গোলে হারাল সার্বিয়া

গ্রুপ ই-র দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে ১-০ গোলে হারাল সার্বিয়া
 

Google Oneindia Bengali News

সার্ব অধিনায়ক কোলারভের অসাধারণ একটি ফ্রিকিক গোল ছাড়া এই ম্যাচে বলার মতো সেরকম কোনও মুভ হল না। তাও দুই প্রায় সমপর্যায়ের দলের দ্বৈরথ যথেষ্ট উপভোগ্য হল। যে প্রতিযোগিতার মেজাজ দর্শকরা ওএই বিশ্বপর্যায়ের টুর্ণামেন্টে চান, তা দেখা গিয়েছে এই ম্যাচে। শেষ পর্যন্ত কোস্টা রিকা-কে ১-০ গোলে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ই-র শীর্ষে সার্বিয়া।

কোস্টা রিকা-কে ১-০ গোলে হারাল সার্বিয়া

প্রথম দিকে সার্বিয়াকে বেশ চাপে রেখেছিল কোস্টা রিকা। এই সময় পর পর বেশ কয়েকবার সার্বিয়ার গোলে শট নেন দুজম্যান ভেনেগাস ইউরেনারা। অপরদিকে সার্বিয়া তাদের উচ্চতাকে কাজে লাগাতে চেয়েছে। কিন্তু কোস্টা রিকার গোলে ছিলেন নাভাস। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা আত্মবিশ্বাসে ভরপুর নাভাসের কাছে বারবার আটকে গিয়েছেন মিলিনকোভিচ-সাভিচ, মিত্রোভিচরা।

বিরতি পর্যন্ত সার্বদের বল পজিশন অনেক বেশি থাকলেও গোলো শট, নিশানায় শট ইত্যাদির নিরিখে ম্যাচে কোস্টা রিকাকেই বেশ জমাট দেখাচ্ছিল। কিন্তু বিরতির পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় সার্বিয়া। মিত্রোভিচ-সাভিচরা বারবার পৌঁছে যাচ্ছিলেন কোস্টারিকার বক্সে। পেছন থেকে লম্বা লম্বা বল ভাসাচ্ছিলেন সার্ব ক্যাপ্টেন কোলারভ। এসময়ই বক্সের বাইরে ফাউল করেন গুজম্যান। হলুদ কার্ড দেখানো হয় তাঁকে। ফ্রিকিক পায় সার্বিয়া।

ফ্রিকিক থেকে অসাধারণ শটে নাভাসকে পরাস্ত করেন কোলারভ। লাভাসের প্রতিভাকে প্রতিভা দিয়েই টপকে যান তিনি। ওয়ালের মাথার উপর দিয়ে গিয়ে হাল্কা ডানদিকে বাঁক খেয়ে ও একটু নেমে এসে গোলের ঠিক উপরের দিকের ডান কোনা দিয়ে বল জড়িয়ে যায় জালে। নাভাসের পক্ষে তা ধরা সম্ভব ছিল না। এরপরেও সুয়োগ পেয়েছিল সার্বিয়া। কিন্তু ৮৭ মিনিটের মাথায় কোস্টা রিকা বক্সে ঢুকেও ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান মিত্রোভিচ।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">How do you get past Navas? Put it in the upper 90 like Kolarov! <a href="https://t.co/13nDBkOGoJ">pic.twitter.com/13nDBkOGoJ</a></p>— FOX Soccer (@FOXSoccer) <a href="https://twitter.com/FOXSoccer/status/1008337661155729410?ref_src=twsrc%5Etfw">June 17, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

শেষদিকে কোস্টা রিকা একটা মরিয়া চেষ্টা করলেও বোলানোসের শট নিশানায় ছিল না। তাছাড়া তাঁকে অফসাইডও দেওয়া হয়। তবে ম্যাচের শেষ লগ্নে সার্ব ফুটবলের ম্যাতিচের সঙ্গে বল দেওয়া নিয়ে এক কোস্টা রিকান সাপোর্ট স্টাফের হাল্কা ঝামেলাও হয়। রেফারি অবশ্য এতে কার্ড দেখাননি।

English summary
FIFA World Cup 2018 : Review of the match between Costa Rica and Serbia&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X