For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বনাম পানামা ম্যাচের ঠিকানা লিখে দিল ইংরেজদের ছবির মতো সেট পিস

ফিফা বিশ্বকাপ ২০১৮: ইংল্যান্ডের বনাম পানামা ম্যাচের টার্নিং পয়েন্ট হল ইংরেজদের ছবির মতো সেট পিস

Google Oneindia Bengali News

পানামার বিরুদ্ধে ইংল্য়ান্ড ৬-১ গোলে বিশাল জয় পেয়েছে। এর আগে বিশ্বকাপে কোনও দিন এত বড় জ পায়নি ইংল্য়ান্ড। এর ঠিকানা কিন্তু লেখা হয়ে গিয়েছিল ইংল্য়ান্ডের ট্রেনিং গ্রাউন্ডেই। দিনের পর দিন বিভিন্ন পরিস্থিতির জন্য সেট পিস মুভমেন্ট মজুত করেছেন গ্যারেথ সাউথগেট। তার কিছু ঝলক আজ দেখা গেল।

ইংরেজদের ছবির মতো সেট পিস

ইংরেজরা জানত পানামিয়ানরা শারীরিক শক্তি উপর নির্ভর করে খেলবে। আগের ম্যাচে যেভাবে প্রথমার্ধে বেলজিয়ামকে আটকে রেখেছিল। তাই ইচ্ছে করেই লং বলের বদলে ছোট্ট ছোট্ট পাসে এগোচ্ছিল ইংরেজরা। আর তাতেই একের পর এক ফাউল করছিল পানামার খেলোয়াররা।

তবে ইংরেজদের এই বিশআল জয়ের চাবিকাঠি অবশ্যই তাদের ছবির মতো একেকটি সেট পিস। ৬ টি গোলের মধ্যে ২টি এসেছে পেনাল্টি থেকে, ১টি কর্ণার থেকে, আরেকটি ফ্রিকিক থেকে। প্রত্যেকটিই মাপা। হ্যারি কেনের পেনাল্টি দুটি নাহয় ব্যক্তিগত দক্ষতা। তাও রোজ শান দিয়ে ঝকঝকে করে রাখা। কিন্তু কর্ণারে পেছন থেকে উঠে এসে জন স্টোন্স-এর হেডে করা গোল আর ফ্রিকিক থেকে হওয়া গোলটি দেখলে মনে হয় যেন অনেকদিন ধরে অনুশীলন করা কোনও নৃত্যানুষ্ঠান। সেট পিসেই কিন্তু বাজিমাত করে দিয়ে গেল গ্যারেথ সাউথগেটের দল।

English summary
FIFA World Cup 2018: Picture perfect set pieces are proven to be the turning point of the match between England vs Panama
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X