ফ্রান্স গত বিশ বছরে এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে। যা নিঃসন্দেহে বড় কৃতিত্ব। এর আগে ১৯৯৮ ও ২০০৬ সালে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। আর ক্রোয়েশিয়া ২০ বছর আগে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসে। আর এই প্রথমবার ফাইনালে উঠেছে।
গ্রুপ লিগ থেকে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দুই দলই এখনও অপরাজিত রয়েছে। শেষ অবধি যে দলই জিতবে অপরাজিত থেকেই বিশ্বকাপ জয় করবে। তবে ক্রোয়েশিয়ার কৃতিত্ব অনেক বেশি কারণ। ফ্রান্স ডেনমার্কের সঙ্গে একটি ম্যাচ ড্র করেছে। তবে ক্রোটরা সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছে।
দুই দলেরই একঝাঁক খেলোয়াড় রয়েছেন যারা যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফ্রান্সের গ্রিজম্যান, এমবাপে, পোগবা যেমন রয়েছেন, তেমনই ক্রোয়েশিয়ার মডরিচ, রাকিটিচ, পেরিসিচ, মান্ডজুকিচরা রয়েছেন।
এদিন প্রথম একাদশে কী চমক দিতে পারেন ক্রোট কোচ ডেলিচ বা ফরাসি কোচ দেসক্যাম্পস তা একনজরে দেখে নেওয়া যাক।
গোলে - সুবাসিচ
রক্ষণে - ভারসালকো, লোভরেন, ভিদা, স্ট্রিনিচ
মাঝমাঠে - রাকিটিচ, ব্রজোভিচ, রেবিচ, মডরিচ, পেরিসিচ
আক্রমণে - মান্ডজুকিচ
গোলে- উগো লোরিস
রক্ষণে- হের্নান্দেজ, উমতিতি, ভারানে, পাভার্ড
মাঝমাঠে- কান্তে, পোগবা, মাতুইদি, গ্রিজম্যান, এমবাপে
আক্রমণে- গিরোর্ড