জমে যেতে পারে এবার গ্রুপ জি-র লড়াই। রাশিয়ার বিশ্বকাপের অন্যতম বড় দল হিসাবে খেলতে নামবে ইংল্যান্ড ও বেলজিয়াম। ইংল্যান্ড ফুটবলে বরাবরই শক্তিশালী। ঘরোয়া ফুটবল থেকে তাবড় তারকারা উঠে আসেন জাতীয় দলের হয়ে খেলতে। বিভিন্ন দেশের তারকারাও প্রিমিয়ার লিগে খেলে যান। ফলে বিশ্বকাপে ইংরেজরা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ। ১৯৬৬ সালে একবারই বিশ্বকাপ জিতলেও বহুবারই কাপ জয়ের কাছাকাছি গিয়ে শেষ চার থেকে ফিরে আসতে হয়েছে। এবার শেষ ষোলোয় যাবে ধরে নিলেও তারপরে কতটা এগোতে পারে কোচ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড তা সময়ই বলবে।
এদিকে বেলজিয়াম গত কয়েকবছরে অসাধারণ উন্নতি করেছে ফুটবলে। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে বেলজিয়াম। আর ইংল্যান্ড রয়েছে ১৩ নম্বরে। ফলে গ্রুপ শীর্ষে থেকে বেলজিয়ামই পরের রাউন্ডে যেতে পারে। শুধু তাই নয়, বিশ্বকাপের লড়াইয়ে অন্যতম বড় শক্তি এবার বেলজিয়াম।
বাকী দুই দেশ পানামা ও তিউনিশিয়া সম্ভবত গ্রুপে কোনও অঘটন ঘটাতে পারবে না। ইংল্যান্ড ও বেলজিয়ামই পরের রাউন্ডে যাবে।
১৮ জুন বেলজিয়াম ও পানামার ম্যাচ দিয়ে গ্রুপ জি-র ম্যাচ শুরু হচ্ছে। তিউনিশিয়া ও ইংল্যান্ডের ম্যাচও সেদিনই রয়েছে। ২৩ জুন বেলজিয়াম ও তিউনিশিয়ার ম্যাচ রয়েছে। ২৪ জুন ইংল্যান্ড খেলবে পানামার বিপক্ষে। ২৮ জুন পানামা ও তিউনিশিয়ার ম্যাচ রয়েছে।
গ্রুপের শেষ তথা সবচেয়ে বড় ম্যাচ ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে ২৮ জুন খেলা হবে।
বেলজিয়ামের কেভিন দে ব্রুনে, ইংল্যান্ডের হ্যারি কেন, কেইল ওয়াকার ও তিউনিশিয়ার ওয়াবি খাজরির উপরে সকলের নজর থাকবে।
[আরও পড়ুন: গ্রুপ এফ-এর দিকে তাকিয়ে সকলে, জার্মানিকে বেগ দিতে পারে বাকী তিন দল ]