For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলম্বিয়াকে আটকাতে তৈরি সেনেগাল! দেখুন গ্রুপ এইচ-এর তুল্যমূল্য বিশ্লেষণ

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ এইচ-এর ম্যাচে বেশ আকর্ষণীয় লড়াই হতে চলেছে। গ্রুপে কলম্বিয়া, পোল্যান্ড ও জাপানের সঙ্গে রয়েছে সেনেগাল।

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ এইচ-এর ম্যাচে বেশ আকর্ষণীয় লড়াই হতে চলেছে। গ্রুপে কলম্বিয়া, পোল্যান্ড ও জাপানের সঙ্গে রয়েছে সেনেগাল। এদের মধ্যে অবশ্যই অনেক এগিয়ে কলম্বিয়া। গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট হামেস রদরিগেসের কলম্বিয়া এবারও সকলকে চমকে দিতে তৈরি। আরও জমাট দল নিয়ে তাঁরা রাশিয়া বিশ্বকাপে নামবে।

কলম্বিয়াকে আটকাতে তৈরি সেনেগাল!

এদিকে ২০০২ সালের সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া সাদিও মানে-র সেনেগাল। প্রথমবার ২০০২ সালে বিশ্বকাপ খেলতে নেমে আফ্রিকার ছোট্ট দেশ সেনেগাল সারা ফুটবল বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। ফ্রান্সের মতো দলকে প্রথম সাক্ষাতেই হারিয়ে দিয়েছিল বৌবা দিওপের দল। তারপর দিয়েগো ফোরলানের উরুগুয়েকে আটকে দ্বিতীয় রাউন্ডে তো বটেই, এমনকী কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গিয়েছিল। সেটাই এবারও করে দেখাতে চাইছেন সাদিও মানে, কালিদৌ কৌলিবালি, দিয়াফ্রা সাখোরা।

বাকী দুই দল পোল্যান্ড ও জাপানও যে লড়াই দেবে তা ধরে নেওয়াই যায়। ফলে কলম্বিয়াকে বিশেষজ্ঞরা পরের রাউন্ডে ধরলেও বাকী তিন দলের মধ্যে দ্বিতীয় স্থান নিয়ে লড়াই হবে।

কলম্বিয়া ও জাপানের ম্যাচ দিয়ে গ্রুপের খেলা শুরু হচ্ছে ১৯ জুন। পোল্যান্ড ও সেনেগালের ম্যাচও রয়েছে সেদিন।

২৪ জুন জাপান ও সেনেগাল আর অন্যদিকে পোল্যান্ড ও কলম্বিয়া নামছে।২৮ জুন প্রথম ম্যাচে জাপান ও পোল্যান্ডের ম্যাচ রয়েছে। পরে এই গ্রুপের সবচেয়ে বড় ম্যাচে নামছে সেনেগাল ও কলম্বিয়া।

পোল্যান্ডের লেওয়ানডক্সি, কামিল গ্লিক, কলম্বিয়ার ডেভিডসন স্যাঞ্চেস, হামেস রদরিগেস, সেনেগালের সাদিও মানে ও জাপানের শিনজি কাগাওয়াক উপরে সকলের নজর থাকবে।

[আরও পড়ুন: ইংল্যান্ড নয় গ্রুপ সেরা হতে পারে বেলজিয়াম, পড়ুন গ্রুপ জি-র বিশ্লেষণ ][আরও পড়ুন: ইংল্যান্ড নয় গ্রুপ সেরা হতে পারে বেলজিয়াম, পড়ুন গ্রুপ জি-র বিশ্লেষণ ]

[আরও পড়ুন:গ্রুপ এফ-এর দিকে তাকিয়ে সকলে, জার্মানিকে বেগ দিতে পারে বাকী তিন দল ][আরও পড়ুন:গ্রুপ এফ-এর দিকে তাকিয়ে সকলে, জার্মানিকে বেগ দিতে পারে বাকী তিন দল ]

English summary
FIFA World Cup Russia 2018: Group H analysis of Poland, Japan, Colombia, Senegal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X