For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশান্ত কাতালোনিয়া, পিছিয়ে গেল মরশুমের প্রথম এল ক্লাসিকো

২৬ অক্টোবরে এল ক্লাসিকো খেলতে বার্সেলোনার ন্যু ক্যাম্পে এলে জনরোষের সামনে পড়তে পারে রিয়াল মাদ্রিদ। এই কারণে ম্যাচটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্পেনের ফুটবল ফেডারেশন।

Google Oneindia Bengali News

এল ক্লাসিকো মানেই উত্তেজনা। শুধু বার্সেলোনা বা মাদ্রিদ নয়, এই উত্তেজনার তাপ ছড়িয়ে যায় সারা বিশ্বের ফুটলপ্রেমীদের মধ্যে। তবে ক্লাসিকো নয়, এই মুহূর্তে অন্য কারণে উত্তপ্ত বার্সেলোনা। চলতি সপ্তাহের সোমবারই দেশটির সুপ্রিম কোর্ট কাতালোনিয়ার স্বাধীনতা আন্দোলন, গণভোট ও তার পরবর্তী স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ৯জন রাজনীতিবিদ ও নেতাকে রাষ্ট্রদোহীতার দোষে ৯ থেকে ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়। এই রায়কে ঘিরে পথে নেমেছে বার্সেলোনা সহ গোটা অঢ্চলের মানুষ। এই পরিস্থিতিতে ২৬ অক্টোবর হতে চলা মরশুমের প্রথম এল ক্লাসিকো পিছিয়ে গেল।

অশান্ত কাতালোনিয়া, পিছিয়ে গেল মরশুমের প্রথম এল ক্লাসিকো

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানানো রাজনৈতিক নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনা জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ও হিংসা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বুধবার রাতে শহরটির বিভিন্ন সড়কে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ জনের বেশি মানুষ জখম হয়েছেন। কাতালান নেতাদের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে খোদ বার্সেলোনা। এমন অবস্থায় এল ক্লাসিকো খেলতে বার্সেলোনার ন্যু ক্যাম্পে এলে জনরোষের সামনে পড়তে পারে রিয়াল মাদ্রিদ। এই কারণে ম্যাচটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল স্পেনের ফুটবল ফেডারেশন। ২৬ অক্টোবরের ম্যাচটা কবে হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানায় ফেডারেশন।

বিক্ষোভের কারণে গত মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ ছিল এল প্রাট এয়ারপোর্ট। শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। সড়কপথেও সঙিন অবস্থা। ওয়েলসের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়া ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিচ হেঁটে বাড়ি ফেরেন সেদিন। ২৬ অক্টোবর, যেদিন ক্লাসিকো হওয়ার কথা, সেদিন শহরব্যাপী বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী কাতালানরা। শোনা যাচ্ছিল, এসব ব্যাপার মাথায় রেখে 'এল ক্লাসিকো' পেছানো হতে পারে। সেটাই হয়েছে। আপাতত স্থগিত করা হয়েছে ম্যাচটা। ম্যাচটা কবে হবে, সেটা জানিয়ে দেওয়া হবে আগামী ২১ তারিখের মধ্যে।

২৬ অক্টোবরের ক্লাসিকোটা ন্যু ক্যাম্পে নয়, বরং রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হোক, এই অনুরোধ করে স্প্যানিশ ফেডারেশনকে চিঠি পাঠিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ। বিনিময়ে লিগের পরের ক্লাসিকোটা বার্সেলোনার ন্যু ক্যাম্পে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ এই প্রস্তাবে রাজি হয়নি। তাদের এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণও আছে। মরশুমের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এল ক্লাসিকো। সেই সময় প্রতিটি ম্যাচের ফলাফল ভীষণ গুরুত্বপূর্ণ। ওই অবস্থায় আওয়ে পরিবেশে প্রতিপক্ষের স্টেডিয়ামে ম্যাচ খেলতে চাইছে না রিয়াল।

রিয়ালের কথা শুনে বার্সাও জানিয়ে দিয়েছে, এখনই রিয়ালের মাঠে গিয়ে ক্লাসিকো খেলার ইচ্ছে নেই তাদের। এত কম সময়ের নোটিশে ভেন্যুর পরিবর্তন করতে হলে দুই ক্লাবের পক্ষ থেকে সম্মতিসূচক আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া জরুরি। যেহেতু দুই দলের কেউই সম্মতি দেয়নি, তাই সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে।

শুধু এল ক্লাসিকো নয়, আন্তর্জাতিক বিরতির পর এই সপ্তাহে এইবারের বিপক্ষে ম্যাচটা কীভাবে খেলতে যাবে, তা নিয়েও চিন্তায় আছে বার্সা। আগামী ,সপ্তাহের শুক্রবার এল প্রাট বিমানবন্দরের সামনে অবরোধের ঘোষণা করেছে স্বাধীনতাকামী কাতালানরা। বিমানে করে না যেতে পারলে ট্রেনে যাওয়া ছাড়া এইবার শহরে যাওয়ার আর কোনও উপায় নেই বার্সেলোনার। বার্সেলোনা থেকে এইবারের দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার, ট্রেনে যেতে সময় লাগে ছয় ঘণ্টার মত। যাত্রার ধকল সামলে কী ভাবে খেলতে পারবে দল, এখন এই চিন্তাই ঘুরছে বার্সেলোনা কতৃপক্ষের মাথায়।

English summary
First El Classico between Real Madrid and Barcelona postponed due to unrest in Catalonia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X