For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের থেকে বাজে অবস্থা ইউরোপে! করোনা থেকে বাঁচতে স্পেন থেকে উহান ফিরছে দল

চিনের থেকে বাজে অবস্থা ইউরোপে! করোনা থেকে বাঁচতে স্পেন থেকে উহান ফিরছে দল

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস ছড়িয়েছে চিনের উহান থেকে। সেই শহরের দলই প্রাক-মরশুম ম্যাচ খেলতে গিয়েছিল ইউরোপে। সেই সময়ই করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয় চিনে। সংক্রমণের এই কেন্দ্রবিন্দু হুবেই প্রদেশের উহান। স্পেনে তখন ফুটবল খেলছিল উহান জ্যাল। আর সেই সময় সংক্রমণের থেকে বহুদূর নিরাপদে ছিল উহানের এই দল। তবে এখন দলটি ফিরে যেতে চাইছে উহানে। যেখানে কি না করোনায় এখনও পর্যন্ত মারা গিয়েছে ৩ হাজারেরও বেশি।

কী বলছেন উহান দলের কোচ?

কী বলছেন উহান দলের কোচ?

এই বিষয়ে দলের কোচ হোসে গঞ্জালেস বলেন, 'বর্তমানে করোনা সংক্রান্ত অসুবিধা ইউরোপে। চিনে এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক। তাই আমরা আমাদের শহরে ফিরে যাব।'

চিনে দ্রুত সেরে উঠছে করোনা আক্রান্তরা

চিনে দ্রুত সেরে উঠছে করোনা আক্রান্তরা

প্রসঙ্গত, উহান জ্যাল দলের এক ফুটবালারের আত্মীও মারা গিয়েছেন এই ভাইরাসের সংক্রমণে। তবে চিনে যেখানে ৮০ হাজারের বেশি এই সংক্রমণে আক্রান্ত হলেও ৬৪ হাজারের বেশি মানুষ সেরে উঠেছেন। এখন চিনে মৃতের হার কমে গিয়েছে। তবে সেই তুলনায় ইউরোপে ধীরে ধীরে মৃত ও আক্রান্তের হার বেড়েই চলেছে। আর তাই করোনা আক্রান্ত চিনেই ফিরে যেতে চাইছে দল।

করোনার জেরে স্থগিত ইউরোপের ফুটবল লিগগুলি

করোনার জেরে স্থগিত ইউরোপের ফুটবল লিগগুলি

এখনও পর্যন্ত করোনা ভাইরাসের জেরে স্পেনের লা লিগার ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী ইতালির অবস্থা এখন সারা বিশ্বে সব থেকে খারাপ। সেখানে এখনও পর্যন্ত ১৫ হাজার মানুষ এই সংক্রমণে আক্রান্ত। মৃত্যু হয়েছে ১০১৬ জনের। সেদেশে আক্রান্তদের খুব কম সংখ্যক মানুষই এখনও পর্যন্ত সেরে উঠেছে। সেখানের ফুটবল টুর্নামেন্ট সহ যাবতীয় খেলার অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।

করোনায় আক্রান্ত আর্সেনাল ম্যানেজার, জুভেন্টাসের ফুটবলার

করোনায় আক্রান্ত আর্সেনাল ম্যানেজার, জুভেন্টাসের ফুটবলার

ইতালিত ছাড়াও করোনা প্রকোপ ছড়িয়েছে জার্মানি, ইংল্যান্ড সহ ইউরোপের প্রায় সব দেশে। প্রিমিয়ার লিগ চলাকালীনই করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আর্সেনালের ম্যানেজার মিকেল আর্টেটা। এর আগে ইতালির ক্লাব জুভেন্তাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির শরীরে করোনার চিহ্ন পাওয়া গেলে রোডান্ডো সহ দলের সব সদস্যদের আসোলেট করে রাখা হয়।

English summary
football team travelling back to wuhan as they feel china is safer than europe amid coronavirus row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X