For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন স্পেন ছেড়ে ইতালিতে রোনাল্ডো, সামনে এল আসল কারণ

শুধু বেশি অর্থ উপার্জনই নয়, স্পেনের কর সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতেই স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে ইতালিতে গিয়েছে রোনাল্ডো, এমটাই দাবি করলেন লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসে।

Google Oneindia Bengali News

দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে, জুভেন্তাসে সই করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর স্পেন ছাড়ার পরই বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠতে থাকে আকস্মিক কেন স্পেন ছাড়লেন সিআর সেভেন। রিয়াল কর্তাদের সঙ্গে সিআর সেভেনের সম্পর্কও খারাপ নয়। শোনা যায় রিয়াল মাদ্রিদের দল সংক্রান্ত অনেক সিদ্ধান্তই জানিয়ে নেওয়া হত রোনাল্ডোকে। এত প্রাধান্য পাওয়া স্বত্ত্বেও দল ছড়ায় তাই অবাক হয়েছিলেন অনেকেই।

কেন স্পেন ছেড়ে ইতালিতে রোনাল্ডো, সামনে এল আসল কারণ

কিন্তু লা লিগার প্রেসিডেন্ট সম্পূর্ণ নতুন এক যুক্তি দিলেন রোনাল্ডোর রিয়াল ছাড়া প্রসঙ্গে। লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবাসে দাবি, স্রেফ বেশি টাকা রোজগারের জন্য স্পেনকে বিদায় জানানি রোনাল্ডো, এর পিছনে রয়েছে আরও বড় কারণ। তাঁর মতে, 'সব থেকে খারাপ কর ব্যবস্থা স্পেনের। সাধারণত অন্যান্য দেশের কর ব্যবস্থা এবং স্পেনের কর ব্যবস্থার মধ্যে বিশেষ ফারাক নেই। কিন্তু কোনও ব্যক্তি যদি প্রচুর পরিমান টাকা রোজগার করে, তাহলে এই পার্থক্যটা বড় হয়ে ওঠে।'

অতীতে বহুবার কর সংক্রান্ত সমস্যায় পড়তে হয়েছে রোনাল্ডোকে। শুধু রোনাল্ডোই নন, স্পেনে কর সংক্রান্ত সমস্যার সম্মুখিন হতে হয়েছে লিওনেল মেসি, জাভিয়ার মাসচেরানোর মতো তারকা ফুটবলারদের। তাই এই সকল সমস্যা থেকে রেহাই পেতে এবং অবশ্যই বেশি অর্থ উপার্জন করতে স্পেনকে বিদায় জানিয়ে ইতালিতে নতুন ইনিংস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রোনাল্ডো, এমনটাই দাবি তেবাসের।

English summary
President of La Liga Javier Tebas says tax rates played a role behind Cristiano Ronaldo’s decision to left Spain and join in Juventus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X