For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুস্থ মাকে দেখতে গিয়ে পুলিশের হেনস্থা, অভিযোগ প্রাক্তন জাতীয় ফুটবলারের

অসুস্থ মাকে দেখতে গিয়ে পুলিশের হেনস্থা, অভিযোগ প্রাক্তন জাতীয় ফুটবলারের

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে করোনা লকডাউন। ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশে চতুর্থ দফার করোনা লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশে সর্বত্রই যোগাযোগের সমস্যা। গণ পরিবহন চললেও তাতে নিয়ন্ত্রণ ও করোনা সতর্কার জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। করোনা যুদ্ধে ভারতে এখনও লড়াই চলছে। এর মাঝেই মায়ের অসুস্থতার খবর শুনে দেখা করতে গিয়ে পুলিশের হেনস্থার মুখে পরার অভিযোগ আনলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডু।

অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন

অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন

অসুস্থ মাকে দেখতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয়েছে প্রাক্তন জাতীয় ফুটবলার মেহরাজউদ্দিন ওয়াডুকে। জম্মু-কাশ্মীর পুলিসের হাতে চূড়ান্ত অপমানিত হয়েছেন বলে প্রাক্তন ফুটবলার অভিযোগ এনেছেন। শনিবার সকালে মায়ের অসুস্থতার খবর পান মেহেরাজ। এরপর অসুস্থ মাকে দেখতে তড়িঘড়ি হায়দরাবাদ এফসি র সহকারি কোচ কাশ্মীরের উদ্দেশে রওনা দেন।

মেহরাজের গাড়ি আটকায় পুলিশ

মেহরাজের গাড়ি আটকায় পুলিশ

করোনা সংক্রমণ আটকাতে দেশ জুড়ে এখন চূড়ান্ত কড়াকড়ি চলেছে। এর মাঝে মেহেরাজ কাশ্মীর পৌঁছলে মাঝপথেই পুলিশ তাঁর গাড়ি আটকায়। হায়দরাবাদ এফসি র সহকারি কোচকে আটক করা হয় বলেও তিনি অভিযোগ করেছেন।

ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ

ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ

আটকের পর জাতীয় দলের প্রাক্তন এই ফুটবলারের ফোন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রায় দু'ঘণ্টা পর তাঁকে যোগাযোগ করার জন্যে ফোন ফিরিয়ে দেওয়া হয়। মাকে নিয়ে অমানবিক মন্তব্যও কড়া হয়েছে বলে তিন অভিযোগ করেছেন।

ক্ষোভ উগড়ে দিলেন মেহরাজউদ্দিন

ক্ষোভ উগড়ে দিলেন মেহরাজউদ্দিন

করোনা লকডাউনের মাঝে পুলিশের থেকে এমন অমানবিক ব্যবহার পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে মেহেরাজ দুঃখ প্রকাশ করেছেন। এরপর পুলিশের তরফ থেকে ফোন করে ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। পুলিসের তরফ থেকে বিশেষ পাসের ব্যবস্থা করে দেওয়া হয়। মেহরাজউদ্দিন ওয়াডু যাতে তাঁর মায়ের কাছে দ্রুত পৌঁছে যেতে পারেন, তার সবরকম সাহায্য করতে পুলিশ এগিয়ে এসেছে।

করোনা উদ্বেগের মাঝে ফুটবল ফ্যানেদের মন ভরাল বুন্দেসলিগার ৭ গোলের ম্যাচ! করোনা উদ্বেগের মাঝে ফুটবল ফ্যানেদের মন ভরাল বুন্দেসলিগার ৭ গোলের ম্যাচ!

English summary
Former footballer Mehrajuddin Wadoo been humiliated on way to meet sick mom by Srinagar police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X